নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
হাসির ছায়া ওড়ে ।
ভেসে গেছে মহাকাশ আলো । ফাঁকা নগরীতে
জলের নীচে অন্ধকার ; ফিরব বলে ডুবিনি
দু-হাতে জাপটে ধরি বানবাসি স্রোত
ভাগ্যরেখার সূতো ছিঁড়ে যাক ।খেলার মাঠে ;
আদিখ্যেতার সীমানায় দাঁড়িয়ে
কতটা ভাল থাকা যায় সেটাই দেখার ।
পরিশ্রমের ঘামে নিঃশ্বাস ছুঁড়ে
শীতের রাত কাটানো
এরচে ভাল , বড় সাদামাটা জীবন ।
কুণ্ডুলি পাকিয়ে রিপু পূজা ক'রে
যে দেহটি ঘুমায়নি
তার কাছে বন্ধু ভীক্ষে নেও-
সবুজ আগুনের দেশ থেকে ।।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, কবিতা লেখার সহজ ফর্মুলা শিখেছেন!
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
দেবজ্যোতিকাজল বলেছেন: ত্রিশ বছর হল কবিতা লিখছি ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালই লাগলো কবিতা !
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থাকবে ও সঙ্গে থাকবে
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
আমি মিন্টু বলেছেন: অসাধারণ কবিতা ।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
জনম দাসী বলেছেন: তার কাছে ভিক্ষে নাও, সবুজ আগুনের দেশ থেকে... অসাধারন লেখনি, ভাল থাকুন কাজল ভাই।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ রইল
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
সুলতানা রহমান বলেছেন: কবিতার ভেতরে থাকা গল্পটা চমৎকার!+
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচেছা রইল
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
দীপংকর চন্দ বলেছেন: ভালো লিখেছেন। অসম্ভব ভালো।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭
দেবজ্যোতিকাজল বলেছেন: অনাবিল শুভেচ্ছা রইল সঙ্গে থাকর জন্য
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
প্রামানিক বলেছেন: কুণ্ডুলি পাকিয়ে রিপু পূজা ক'রে
যে দেহটি ঘুমায়নি
তার কাছে বন্ধু ভীক্ষে নেও-
সবুজ আগুনের দেশ থেকে ।।
আপনার লেখা কবিতার ভাবধারাগুলো অনেক ভাল। পড়তে খুবই ভাল লাগে। ধন্যবাদ