নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
চোরের মত বসে আছেন চুপটি করে রাজা
প্রজারা সব দুর্বৃত্ত মুন্ত্রীরা দেখেন মজা ।
দেশটি যদি যাই যাক না ক্ষতি নেই তার
মাঝে মাঝে রঙে রসে বসান মজার ভাঁড় ।
চাপাতিতে বালি দিয়ে ধার রাখেন সোজা
বুদ্ধিজীবিদের মারলে ভাবেন নেমে গেছেন বোঝা ।
যত মল্লুকের উটকো কথা রাজার মুন্ত্রী বলেন
ব্লগিংদের কথা রুখতে সীমার রেখা বাঁধেন ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন:
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
সুমন কর বলেছেন: কঠিন সত্য !!
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
তার আর পর নেই… বলেছেন: ব্লগিংদের কথা রুখতে?
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন:
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
কল্লোল পথিক বলেছেন: চাপাতিতে বালি দিয়ে ধার রাখেন সোজা
বুদ্ধিজীবিদের মারলে ভাবেন নেমে গেছেন বোঝা ।
ভাল লেগেছে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: ভাল লেগেছে তবে মাঝে ছন্দ হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ সত্য তুলে ধরেছেন। ধন্যবাদ
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: চিন্তার কথা!
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
সায়ান তানভি বলেছেন: