নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
ছাপ্পান্ন ইঞ্চির ছাতিকে কল্পকথা বলে মনে করেননি এ দেশের বড় অংশের একটা মানুষ। আসলে রূপকার্থেই হয়তো বা ওই ছাতির বলদর্পেই পুনরুজ্জীবনের স্বপ্ন দেখেছিলেন অনেকে। জগত্সভায় শ্রেষ্ঠ আসন না হোক মাথা উঁচু করে দাঁড়ানোর বেশ একটা জায়গা যে নিশ্চিত, এ কথা ভবিষ্যদ্বাণীর মতোই দেওয়ালে লিখে নিয়েছিলেন অনেকে। ক্ষমতায় আসার পৌনে দু’বছরের মাথায় আচকান বানাতে গিয়ে আচমকাই জানা গেল ছাতিটা পঞ্চাশ ইঞ্চি। ইতর বিশেষ হওয়ার কথা ছিল না এতে। যাহা ৫০, তাহাই ৫৬ মেনে নিতে অসুবিধাই বা কী ছিল!
কিন্তু, বাধ সাধল ওই রূপক। স্বপ্নের জালগুলো ছিঁড়ছে। মোদীপূর্ব যুগের সেই খাদে গিয়ে দাঁড়িয়েছে সেনসেক্স। টাকার দাম বহু কালের মধ্যে সর্বনিম্ন। কালো টাকা ফেরার নাম-গন্ধ নেই। উন্নয়নের জোয়ার ফাঁকা বুলির ঘূর্ণাবর্তে আটকে।
নিন্দুকেরা অতএব ছাতির মাপের প্রশ্নে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝোলাচ্ছেন। অস্যার্থ, ছাতিটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়নি তো এত দিন?
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: মোদী ভোটের আগে যে সব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশির ভাগটাই করেনি ,সেই বিষয় নিয়েই লেখা
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
আবু শাকিল বলেছেন: কী-বোর্ডের মাইর হেব্বি মাইর ।
ভালা লিখছেন -
৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
তানজির খান বলেছেন: বাহ দারুণ লিখেছেন ইঞ্চি ইঞ্চি মাপ নিয়ে। শুভকামনা রইল ভাই
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: প্রশাসনিক নেতারা মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়
৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
তানজির খান বলেছেন: মোদীর আরেকটু সময় লাগবে। তাকে যত খারাপ মনে করেছিলাম সে বোধহয় ততো খারাপ না
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভারতে দু'ধরনের নেতা আছে । এক । প্রশাসনিক নেতা দুই । সাংগঠনিক নেতা । মোদী ভাই সাংগঠনিক নেতা । তাই ভারতে একটু আরএকটু অসহিষ্ণ পরিস্থিতি দেখা দিয়ে । মোদীভাইএর প্লাস পয়েন্ট তাঁর অর্থনৈতিক ঘটলা নেই ।আর ভারতকে অন্ধভাবে ভালবাসে । আর ধর্মভীরু ।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
নিমগ্ন বলেছেন: ভারতে ২ ধরণের নেতা আছে। এক প্রশাসনিক। দুই- হিন্দুত্ববাদী। মোদী ভাই ২ নাম্বার।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
দেবজ্যোতিকাজল বলেছেন: এটা তোমার ব্যাখ্যা ৷ নেতাদের মত ভাষণ দিলে, যা বিরোধীদলের নেতারা দেয়
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
কল্লোল পথিক বলেছেন: মশাই বুঝলাম না?যাহা ৫২ তাহাই৫৩