নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
১
যাঃ ! যত সব বাজে কথা ।
নৈশব্দের রাত , ঝিঁঝিঁদের বিলীন আর্ত্মনাদ
রাখালের বাঁশিতে সুর-তানের আলাপণ ।
মাঝ বয়েসি পিসিমা ,
শৈশবগুনে বুড়ো পৃথিবীতে ।
যাঃ ! এসব কি হচ্ছে ?
২
চাঁদের গন্ধ । কবে যেনো চিবুকে
দীর্ঘ্যচুম্বন দিয়ে একটি একটি-
করে নক্ষত্র গুনেছিলে । লোমের কোষগুলিতে
সম্পর্কের টেলিপ্যাথিতে অতল ছিব-ছিবে
ঈশ্বর হাসিতে চোখ ধাঁধিয়েছিলে
যাঃ !! এসব কি বলছো ?
৩
চিরকালই চুম্বনকে সেক্স ভাবা হয় ।
শিল্প নয় । কিম্বা গভীরতার তিলফুল
আর নৈবেদ্যের মেঘমালা -
প্রজন্মের অবৈধ পাখি ।
কিম্বা ময়ূর সিংহাসনের বর্ষাবসন্ত
অন্ধ জোনাকির অস্ফুট সন্ধ্যা ।
যাঃ !!! ঠিকই বলেছো তুমি ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: ছবিটা বাচ্চাদের জন্যই দেওয়া, মানে টিনএজ
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
নিমগ্ন বলেছেন: এইসব কি হচ্ছে??
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
নিমগ্ন বলেছেন: ছাগলামির একটা লিমিট আছে ভাবতাম।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতা কবিতাই
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
তার আর পর নেই… বলেছেন: তুমি তো কমেন্টের উত্তর দিবানা, পোস্ট করবা কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার মতো সাহস তুমি রাখনা।
তাহলে তুমি পোস্ট কর কেন?
পুরো কবিতার যে শিরোনাম দিলে তাতে তুমি কি বোঝাতে চেয়েছ?
তিন নাম্বারটা এইখানে ব্যাখ্যা করবা।
তোমার প্রো পিক দেখলে বোঝা যায় তুমি হিন্দু ,তুমি তো কোন ধর্ম মাননা। এই ছবি কেন দিলে। চেইঞ্জ কর। তোমার নামটাও চেইঞ্জ কর। তোমার কবিতা থেকে শব্দ বাছাই করতে পার, তাতে তুমি আধুনিকও হতে পারবা।
কমেন্টের উত্তর দিবা।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
দেবজ্যোতিকাজল বলেছেন: নামটা কেনো চেঞ্জ করব?
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
প্রলয় নীল বলেছেন: দারুণ লেখনী! খুব ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১১
গন্ধ গণতন্ত্র বলেছেন:
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৪
তার আর পর নেই… বলেছেন: এত ছোট কথা বুঝতে পারলানা? ?
তুমি যখন বুঝতেই পারলানা তখন আর কি করা! ধরে নিলাম তোমার বু্দ্ধি পর্যাপ্ত হয়নি।
আমি তোমার বুদ্ধি দেখতে তোমার পোস্টে আসবনা। যদি তুমি আমাকে আপনি করে বল।
আর যদি সম্বোধন ঠিক না কর তাহলে এসে এসে আমি তোমার পোস্টমর্টেম করবো। যেমন তুমি ভ্রুণে বীজ রোপণ কর।
এই মন্তব্যের উত্তরে তিনবার আপনি শব্দ লিখে দিবে। তাহলে তোমার পোস্টে এসে ভাল ভাল কথা বলে যাব।
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি তোমার রুচিবোধে কথা বলবে ঠিক আমিও তাই
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটা তুমি বুঝতে পারনি ৷ চুমু মানেই সেক্সনা ৷ সেটিই এখানে তুলে ধরা বয়েছে ৷
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকে বলেছি না ৷ আমরা বাবা মাকেউ তুমি বলি ৷ এটা আমাদের অভ্যাস
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
তার আর পর নেই… বলেছেন: …রাস্তায় যাকে দেখ তাকেই 'তুমি 'বল?
বললেনা তো ,ঠিক আছে, মনে রাখলাম
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
দেবজ্যোতিকাজল বলেছেন: আমাকে আপন করে নিতে পারছ না বলেই তুমি তুই আপনি বলা নিয়ে এসব বলছ । বাংলাদেশ এবং বাংলাদেশের জণগনকে আমি আপন মনে করি বন্ধুমনে করি আত্মা মনে করি ,তাই তো তুমি বলি । তুমি শব্দটা ভালবাসার ডাক । আপন করে নেওয়ার ডাক । বুঝলে!!!!!
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
অপর্ণা মম্ময় বলেছেন: আরো চেষ্টা করো, তাহলে কবিতা ভালো হবে। সাথে বানানও প্র্যাকটিস করবা, বুঝলা? ভুল বানানে কবিতা লিখলে সেটা কবিতার অপমান।
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
দেবজ্যোতিকাজল বলেছেন: Thaxxxx
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
অগ্নি কল্লোল বলেছেন: থুতুও অমৃত হয়
দুজনের ধ্রুপদী চুম্বনে।
<হেলাল হাফিজ।
আমার লেখা পড়বার দাওয়াত দিলামা।
<ললিপপ।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
ছবি টবি দিয়ে বাচ্ছাদের ব্লগ চালাচ্ছেন?