নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
গভীর দুপুর প্রেম তোর মন্বন্তর
অমাবস্যা রুটি ক্যারিব্যাগে বিষ
পাকস্থলী উষ্ণতায় মৃতু প্রসব করে
তোরজন্যই কষ্ট , লাইফ টাইম দিস্ ।
তোরজন্যই ক্ষিধে নিয়ে বাঁচি
টোটাল ইনজয় শূন্য আকাশ ঘর
গীটার গান তোর রক্তেই সমাধী
টাইপিং মেশিন বুকের মধ্যে ঝড় ।
তুই বলতিস্ না , ' ঠিক মত খাবে'
তাই এখন সংলাপ ধরে আত্মহারা
বিষ্টি চাই বিষ্টি চাই ঠাণ্ডা আগুন শিষ
কি হচ্ছে , টের পায়-না কেউ , আমি ছাড়া ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
তার আর পর নেই… বলেছেন: তুমি বাংলা শিখ নাই? এত বানান ভুল কেন?
পাকস্থলী উষ্ণতায় কিভাবে মৃত্যু প্রসব করে?
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: কমদামের মোবাইলে লিখি একটা টিপতে আর একটা চলে আসে । ই-কার আর ঈ-কারের ভুলটা আমার হইইইইই
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লিখেছো!
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থাকবে
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
রাবেয়া রাহীম বলেছেন: তুই বলতিস্ না , ' ঠিক মত খাবে'
তাই এখন সংলাপ ধরে আত্মহারা
বিষ্টি চাই বিষ্টি চাই ঠাণ্ডা আগুন শিষ
কি হচ্ছে , টের পায়-না কেউ , আমি ছাড়া
অনেক ভাল লাগা কবিতা জুড়ে । ভাল থাকবেন । শুভেচ্ছা রইল।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমিও ভাল থাকবে
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
কল্লোল পথিক বলেছেন: তুই বলতিস্ না , ' ঠিক মত খাবে'
তাই এখন সংলাপ ধরে আত্মহারা
বিষ্টি চাই বিষ্টি চাই ঠাণ্ডা আগুন শিষ
কি হচ্ছে , টের পায়-না কেউ , আমি ছাড়া
খাসা হয়েছে মশাই।