নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

দেবজ্যোতিকাজলে\'র কবিতা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

তোমার স্তব্ধতার পাশে-
যৌবনের মাঠে কবিতা কুড়াই
কেউ কেউ বাঁধে ঘর
আমি কলড্রপে লুপ্ত হই ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: সবার সুবিধার্থে নিয়মাবলীটি আবার প্রকাশ করা হলো...
নালক পাবলিকেশনের তরফে, কোলকাতা শাখা থেকে বইমেলায় প্রকাশ হচ্ছে ‘নালক’ নামে একটি সাহিত্য পত্রিকা। ৬৪ পাতার এই পত্রিকায় আপনার লেখা ছড়া, কবিতা, প্রবন্ধ, রম্য রচনা প্রভৃতি প্রকাশের জন্য লেখা পাঠান। লেখা পাঠানোর ক্ষেত্রে কোন স্থান-কাল-পাত্র বিভেদ নেই। আপনার পছন্দের যেকোন বিষয়ের উপরেই লেখা পাঠাতে পারেন। নালক পত্রিকার প্রচ্ছদ ব্যতীত অন্য কোনও ক্ষেত্রে যেকোন বিষয় নিয়ে লেখা যেতে পারে। মনোনীত হলে তা আমাদের মাসিক পত্রিকাটিতে প্রকাশ হবে এবং তার আগে লেখকদের সেই সম্পর্কে অবহিত করা হবে।
নালক পত্রিকা একটি বিভাগীয় মাসিক পত্রিকা, আবশ্যিক বিভাগগুলি প্রচ্ছদ, কবিতা (এক/একাধিক/গুচ্ছ), ছোটগল্প, বড়গল্প, ধারাবাহিক উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ, খেলা, সাহিত্য সংবাদ, ফিরে দেখা, সিনেমা প্রভৃতি। এছাড়াও অন্য বিষয়ের যেকোন লেখা মনোনীত হলে তা প্রকাশ করা হবে। প্রচ্ছদ ব্যতীত অন্য লেখা পাঠানোর ক্ষেত্রে কোন শব্দগন্ডী নেই। লেখা ছাপানো হলে প্রতিমাসে তার একটি সৌজন্য কপি ডাকযোগে লেখককে পাঠান হবে।
প্রচ্ছদ নিয়ে লিখতে আগ্রহীরা আমাদের এডিটরের সঙ্গে যোগাযোগ করে প্রতিমাসের শুরুতে পরবর্তী বিষয় ও শব্দসীমা জেনে নেবেন ও সেই মাসের ২০ তারিখের মধ্যে আমাদের কাছে পাঠিয়ে দেবেন।
লেখকরা চাইলে তার লেখার সাথে মানানসই ইলাস্ট্রেশনও পাঠাতে পারেন, এবং তার লেখার সাথে তা ছাপান হবে। নতুবা নালকের তরফে যিনি ইলাস্ট্রেশনের দায়িত্বে, তার আঁকাতেই সন্তুষ্ট থাকতে হবে। লেখক নয়, লেখার বিচারেই প্রকাশিত হবে নালকের প্রতিটি সংখ্যা। এই বিষয়ে আমাদের সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
লেখা পাঠানোর ঠিকানা : [email protected]
এছাড়াও ডাকযোগে আপনার লেখা পাঠাতে পারেন “Nalok Publication, B-7/9/B, Deshbandhu Nagar, Kolkata – 59” ঠিকানায়।
অতিসত্বর আসতে চলেছে
www.nalokpublication.com ব্লগ ও সোসাল নেটওয়ার্ক। পত্রিকায় অমনোনীত লেখাগুলির মধ্যে থেকে বেছে নেওয়া কিছু লেখা লেখক পরিচিতিসমেত প্রতিমাসে নিয়মিত প্রকাশ করা হবে সেখানে। এছাড়াও সোসাল নেটওয়ার্কের মাধ্যমে লেখক ও পাঠক যোগাযোগের সম্পূর্ণ ব্যবস্থা থাকছে। পত্রিকার প্রচ্ছদ ও নিয়মিত আপডেট আপনারা সেখান থেকেই পাবেন। তাই আজই রেজিস্টার করুন ও সদস্য হন http://www.nalokpublication.com-এর। আমাদের ব্লগের থেকে যেকোন একটি লেখা প্রতি মাসে প্রকাশ করা হবে ও সেই সূত্রে লেখককে তার সৌজন্য পত্রিকার সঙ্গে সান্মানিক চেক (পাঁচশত টাকা) প্রদান করা হবে নালক পাবলিকেশনের তরফ থেকে।
নিয়মাবলী –
১) আপনার লেখাটি ইউনিকোডে type করা হতে হবে। ইউনিকোডে type করতে AVRO ব্যবহার করতে পারেন।
২) লেখাটি MS Word file-এ লিখে পাঠাতে হবে। (PDF বা image file এ লেখা পাঠাবেন না)
৩) MS Word file টি ই-মেল এর সাথে attach করে পাঠাবেন।
৪) আপনার লেখার সাথে কোন ছবি থাকলে সেটি MS Word ফাইল এ যুক্ত করে পাঠাবেন না। .JPG format এ ছবিটি ই-মেইল এ সাথে attach করে পাঠান।
৫) আপনার লেখাটি অপ্রকাশিত হতে হবে। Copyright লঙ্ঘনের দায় একান্ত ভাবেই লেখকের, আমাদের নয়।
৬) পাঠানো লেখার সাথে অতি অবশ্যই উল্লেখ করুন - আপনার সম্পুর্ন নাম, ঠিকানা, e-mail address, phone number এবং আপনার একটি পরিচিতি।
৭) E-mail-এর subject এ অতি অবশ্যই লিখুন ‘নালক-এর জন্যে লেখা’।
৮) লেখা পাঠাবার ঠিকানা - [email protected]
৯) আপনার লেখা মনোনীত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
১০) লেখার কোনো শব্দসীমা নেই। বিষয় আপনার মনমতন (প্রচ্ছদ বিষয় পত্রিকা নির্ধারিত)।
১১) কোনো সমস্যা হলে [email protected]এ e-mail করুন। আমাদের প্রতিনিধি সর্বদা আপনার পাশে আছে।
যোগাযোগ –
লেখা পাঠানোর জন্য – [email protected], Contact no. - +91 86419 37356
নালক সাপোর্ট - contact@nalokpu
blication.com, Contact no. – +91 7602036923 / 9674122196
আপনার বই / বিপনী / পত্রিকা সংক্রান্ত বিজ্ঞাপণ (নালক পত্রিকা বা ওয়েবসাইটে)-এর জন্য - [email protected], Contact - +91 9883088494
ধন্যবাদ ও সৌজন্যে –
নালক পাবলিকেশন,
সুরভিস্থান, বাদকুল্লা, নদীয়া
পিন – ৭৪১১২১

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: কলড্রপে ++।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

কল্লোল পথিক বলেছেন: চমৎকার অনুকাব্য মশাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

মায়াবী রূপকথা বলেছেন: এটা কবিতা?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: কি মনে হয়

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

এহসান সাবির বলেছেন: অনু কবিতা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.