নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
মানচিত্রে তেপান্তরে মানস সরবর ।
বর্ণনার জলরং-এ আঁকা ছবি
আমার জন্মভূমির সীমানা কই ?
শান্তি নেমে আসে যেখানে
দূর গাও টপকে ।
স্বপ্ন মেঘ বিন্দু ছড়িয়ে-
যেখানে আমার দৃশ্য চোখ
থেমে থেমে নেমে আসে
ধর্ম আর মৌলবাদ শাসনে ।
সমুদ্র , জলরাশি , শুষ্ক রক্ত
বালি , পাহাড় শুষে কলহলের-
দ্বিপ্রহরী অষ্টপ্রহর হরিনাম , আযান
বাতাসের যানবাহন থেমে গাড়ি
শান্তি শান্তি নিরাপদ রাস্তা কই ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ সঙ্গে রয়েছ বলে
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল ।
আর একটা কথা ,আজকে তো পাকিস্থানের অনেক সাপর্টার দেখলাম । আমি কিন্তু একটু অবাগই হলাম ।
গতকাল কিন্তু আমি বাংলাদেশের সাপর্টার ছিলাম ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ