নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
:
একুশ তোমায় ভুলিনি ।
দোয়েল , ফিঙে আর শালিকের- সরস টুইটারে”
তোমায় ভুলিনি ” ।
একুশ তোমায় ভুলিনি ।
প্রবাসী সূর্যের প্রত্নরৌদ্দুরে দাঁড়িয়ে কল্পনার ‘প্রভাত ফেরিতে’
তোমায় ভুলিনি ,
তোমায় ভুলতে কি পারি ?
তুমি যে বাহান্নের প্রবাল সঙ্গীমেয়ের রক্তকরবী
আমার অজন্মা শিশুর মুখের বুলি
কবির মাথার বিশৃঙ্খলা চুল
সাগর পাড়ের হোঁচট সূর্য ,
হামাগুড়ি ঢেউ ।
::
শহীদ ফেব্রুয়ারীর , ভাষা ফিনকী রক্ত
একুশ তুমি একাশের সূর্য-তোরণ ভেসে যাওয়া মেঘ ফাল্গুন
আবির হোলির প্রভাত দিবস ;
:
একুশ তুমি আরও অনেক কিছু
স্বজন হারানো নোনা জল ,
সহস্র মায়ের বিজয়ী কান্না
ফিরে তাকানো গানের কলি
কালোমেয়ের মেঘাল্পনা
যুবকের উদাস স্বপ্ন,
যুবতীর সরল হাসি ;
ঝড়ের রাতের স্তব্ধ ভাষা ।
:
একুশ তুমি বাঙালীর চমক চুমু রবি ঠাকুরের লালমাটির-
শান্তিনিকেতন ,
নজরুলের কারারুদ্ধ ,
জসীমুদ্দিনের নক্সিকাঁথা ,
জীবনানন্দ দাসের বনলতা ;
:
একুশ তুমি প্রতিবাদি-
নতূন সর্য্যের আয়ুষ্কাল
একুশ তোমায় কখনও ভুলব না ।কসম ।
:::
তুমি আমার একুশ বুকের স্মৃতি থেমে য়াওয়া পায়ের পুনশ্চ আত্মপ্রেরণার প্রেত মুর্তি
তুমি আমার গানের স্বরলিপি কবিতার গোধূলীধূসর
নিবারণের ছায়াতৃষ্ণ
স্বপ্ন শরতের চাঁদোয়া
প্রবাসি চোখের করতোয়াশ্রু ।
একুশ তোমায় ভুলিনি ।
গন্ধ অরণ্যে মিহী বাতাসে-
নিশ্বাসে প্রশ্বাসে , বাঙালীর শ্বাসে তোমায় ভুলেনি । ভুলবে না ।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩
মাসুদ মাহামুদ বলেছেন: চমৎকার কবিতা
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিছু উপমা বেশ ভালো লাগলো।
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: ২১ ভুলবো না।
অসাধারণ কবিতা।
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
মিজানুর রহমান মিরান বলেছেন: ২১ভুলা যায় না..
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার কলমে একুশ অসাধারণ হয়ে রইল।
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩
ইফতেখার রাজু বলেছেন: অসাধারণ কবিতা, একুশের চেতনা সদা জাগ্রত থাকুক।
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
মুসাফির নামা বলেছেন: শুভকামনা রইল।
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
নীলপরি বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
কল্লোল পথিক বলেছেন: একুশে নিয়ে অসাধারন কবিতা।