নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আমি ভালবাসাকে বিকোতে চাইনি ।
গ্রহন করেছিলাম নতজানু আগুনে
কলম , কালি বিপন্ন সাদা কাগজ
প্রানপাতে কবিতা , গল্পে খুঁজেছি ,
খুঁজেছি রূপকথা , সমাচ্ছন্ন একাকী নদী ।
:
দৃঢ় রোদ্দুর , পাহাড় ভেজা মেঘ
থালা ভর্তি বিষ্টি ,উঠোন জুড়ো বসন্ত
গাছ পাকা রঙিন পাতা-
আমার বুকমাঠ জুড়ে 'তুমি' , খিলখিলিয়ে ঝরতে ।
:
এই 'আমি'-
তোমার কপাল ছুঁয়ে বলছি ;
তিন সত্যি , বিকোব না বলেই লাল টিপ নদী
দু'হাত বাড়িয়ে মহুয়াবন ছুঁয়ে নিজেকে চিনিয়েছি ।
:
সরল নিয়ম , অদৃশ্যে উড়ে যায় সময়
সারাজীবনের কথা , কখন বলব জানিনা , তাই-
আলোর গুঞ্জনে কান পেতে
স্তব্ধ ঘুম ছায়ায় মৌনী হই ।
২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬
বিজন রয় বলেছেন: ভালবাসা শেষ পর্যন্ত বড়ই একাকী।
+++++
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভালবাসা কৃপণও বটে
৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪
মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার! কবিতা অনেক ভালো লাগলো।
৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫
আরাফআহনাফ বলেছেন: ভালো লাগলো কবিতা।
"সরল নিয়ম , অদৃশ্যে উড়ে যায় সময়
সারাজীবনের কথা , কখন বলব জানিনা , তাই-
আলোর গুঞ্জনে কান পেতে
স্তব্ধ ঘুম ছায়ায় মৌনী হই ।"
------ছুঁয়ে গেল।
ভালো থাকবেন সতত।
টীকা:
সুন্দর কবিতায় ভুল বানান বড্ড বেমানান লাগে।
ঝড়তে < ঝরতে।
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল ।
৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৯
মাসুদ মাহামুদ বলেছেন: ভালো লাগলো কবিতা।
৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৯
মাসুদ মাহামুদ বলেছেন: ভালো লাগলো কবিতা।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪
কল্লোল পথিক বলেছেন: আমি ভালবাসাকে বিকোতে চাইনি ।
গ্রহন করেছিলাম নতজানু আগুনে
কলম , কালি বিপন্ন সাদা কাগজ
প্রানপাতে কবিতা , গল্পে খুঁজেছি ,
খুঁজেছি রূপকথা , সমাচ্ছন্ন একাকী নদী ।
সুন্দর কবিতা।