নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
ক্রীতদাস করতে কে-না চায় ।
ধর্ম , ঈশ্বর দু'হাতে বিলায় প্রমত্তা দীর্ঘশ্বাস ;
সময় শুয়ে আছে আকাশে
মাটিতে সহমরণের দীঘল চিতা
সমাজে কাঁপাকাঁপা অদৃশ্য সুখ ,আনন্দ
পুরোহিতের মন্ত্রে অভিশাপ নিসৃত হয়
খেয়াল খুশির সুড়ঙ্গ খুঁড়ে ।
•
যারা জিভকাটা মানুষ ।
লম্বা আগুনে শক্তি ঝলসায়
উড়তে উড়তে খেচর
বুক দিয়ে হেঁটে সরীসৃপ
টিকটিকির লেজের মত -
জিভ খসে যায় ।খনার বচন বলছে বলে ।
•
পুরনো পৃথিবী ,বুড়ো ঈশ্বর
এক পলক মৃত্যু , লক্ষ কোটি বছর
জিভকাটা মানুষেরা চরিত্রের ভেতর ঢুকে
মুখ বন্ধ খামে পেরেক পুঁতে ।
২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
মুসাফির নামা বলেছেন: অধম কিছুই বুঝি নাই।
৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১৫
মাসুদ মাহামুদ বলেছেন: চমৎকার।
৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯
শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগা রইলো
৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
বিজন রয় বলেছেন: সমাজে এখনো অনেক অসুখ বিদ্যমান।
+++++
৬| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার বলেছেন! ভালো লাগলো।
৭| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
নুরএমডিচৌধূরী বলেছেন: যারা জিভকাটা মানুষ ।
লম্বা আগুনে শক্তি ঝলসায়
উড়তে উড়তে খেচর
বুক দিয়ে হেঁটে সরীসৃপ
টিকটিকির লেজের মত -
জিভ খসে যায় ।খনার বচন বলছে বলে ।
! ভালো লাগলো।
৮| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮
রানার ব্লগ বলেছেন: স্বল্প মস্তিষ্কের মানুষ আমি, তাই বিশদ আলোচনায় গেলাম না, ভালো লাগা ছেরে গেলাম অফুরান।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
কল্লোল পথিক বলেছেন: যারা জিভকাটা মানুষ ।
লম্বা আগুনে শক্তি ঝলসায়
উড়তে উড়তে খেচর
বুক দিয়ে হেঁটে সরীসৃপ
টিকটিকির লেজের মত -
জিভ খসে যায় ।খনার বচন বলছে বলে ।
বাহ !চমৎকার।