নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ভারত vS বাংলাদেশ

০৬ ই মার্চ, ২০১৬ রাত ২:১৭

আর মাত্র কয়েক ঘন্টা বাকি । কে সেরা হবে এই নিয়ে ফেসবুকে জোড় ঝগড়া খিস্তি ও কাদা ছুড়াছুড়ি চলছে । অনৈতিক উত্তেজনা কোন কারণেই ঠিক না । খেলা একধরণের বিনোদন । এই নিয়ে আবেগ উচ্ছাস থাকতেই পারে । তার মানে এই নয় যে , খিস্তি খেউরি দিতে হবে । যারা খিস্তি খেউরিকে ভালবাসা বা অন্ধভক্ত মনে কর তারা আসলে নারদের ভূমিকায় অভিনয় করেন । হ্যাঁ খেলা নিয়ে দুই দলের সাপর্টারের মধ্যে বিনোদন মূলক মজা হতেই পারে । আসলে আমি যত সহজ মজার কথা বলছি । তা কিন্তু খুব কমই হয় ।

আমি যেমন চাইব ভারত জিতুক ,উল্টো দিকে বাংলাদেশ সাপর্টাররা চাইবে বাংলাদেশ জিতুক । ক্রিকেট এমন একটা খেলা যা আগে থেকে কিছু বলা যায় না ।

পরিশেষে বলব , বাংলাদেশের দলকে শুভেচ্ছা রইল ।সঙ্গে বিডি জনগণকেও………:D:D:D

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


ওকে, কলিকাতার দাদাদের জন্যও শুভেচ্ছা।

২| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৪

কল্লোল পথিক বলেছেন:








শতভাগ সহমত।
খেলাকে কোন ভাবেই রাজনৈতিক,ধর্মীয় বা দেশ বিরোধীতায় নেয়ার অবকাশ নেই।
ধন্যবাদ দাদা।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৩

বিজন রয় বলেছেন: ভারত তো অনেক জিতেছে, ওরা আর কত জিততে চায়? ওদের আর না জিতলেও চলবে।

তাই আজ জয়টা আমাদের পাওনা। একটি জয় চাই।
এগিয়ে চলো টাইগারসসসসসস।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫

মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.