নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

নারী

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮


( কবিতাটা নারী দিবস উপলক্ষে সামহ্যোয়ারের সমস্ত মহিলা লেখিকাকে উৎসর্গ করলাম)
••••••••••••••••••••••••••
:
আমি সেই নারী
চার হাজার বছর আগে যার
হাত থেকে কেড়ে নিয়েছিল বেদ
গোপন ষড়যন্ত্র করে
করেছিল গৃহবন্দি, সেবাদাসি
জনভোগ্য দেবদাসী নগর নটী

0

আমি সেই নারী
অহল্যা, দৌপদী, মোন্দাদরী, কুন্তি, তারা
প্রাতঃ স্বরণীয় যারা
যাদের শরীর ছিল পন্যসামগ্রী
পুরুষ দেবতার সহবাসেক শস্যক্ষেত্র ৷

0

আমি সেই নারী
স্বামীর এঁটো উচ্ছিষ্ট খাওয়ার
সংস্কার মেনে চলি
সূর্যউদয় থেকে সূর্য্যাস্ত পর্যন্ত
পরজীবী বৃক্ষ লতার মত
বেঁচে থাকে ‘ পুরুষ’ নামে স্বামীর আশ্রয়ে
পঙ্গু পশুদের মত ৷

0

আমি সেই নারী
অভাবী নৈঃশব্দ্যকে বুকের মধ্যে
প্রতিপালন করি পিতৃতন্ত্রের সংস্কৃতির
নৈঃশব্দ্যকে বজায় রাখতে-
প্রথমে পিতা
তারপর স্বামী
অথবা পুত্র
এসবকে তুচ্ছ করেও মূল্যগুণেছি যে
সেই সর্বাঙ্গসুন্দরী যৌবনাবতী
লহ্মীবাঈ অহল্যাবাঈ কিম্বা রাজিয়া সুলতনা

0

আমি সেই নারী
যুদ্ধ সন্ত্রাস খুন রাষ্ট্র সমাজ কাঁদে
রক্তাক্ত গলিতে ঘাতক ধর্ম ধর্ষণে
জরায়ু যোনি বলাৎকারের
বীর্য্যে শকুনির পাশা খেলে
জন্ম নেয় , আর একটা জারজ ভ্রূণ
ওরা খেতাব দেয় , কুলোটা কিম্বা চরিত্রহীনার ।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:০৪

সুজন চন্দ্র পাল বলেছেন: অনেক ভালো লাগলো ।

২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:১৮

রোদেলা বলেছেন: কাব্য চর্চা বেশ আগ্রাসী ভূমিকা পালন করেছে,অনেক সুন্দরের সৃষ্টি নারীতে।সেগুলো তুলে আনলে বেশ হয়।

৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৪০

রুদ্র জাহেদ বলেছেন: পৈশাচিক দিক আর পুরাণের মিশালে সুন্দর কবিতা
+++

৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৬

রাবেয়া রাহীম বলেছেন: আমি সেই নারী
যুদ্ধ সন্ত্রাস খুন রাষ্ট্র সমাজ কাঁদে
রক্তাক্ত গলিতে ঘাতক ধর্ম ধর্ষণে
জরায়ু যোনি বলাৎকারের
বীর্য্যে শকুনির পাশা খেলে
জন্ম নেয় , আর একটা জারজ ভ্রূণ
ওরা খেতাব দেয় , কুলোটা কিম্বা চরিত্রহীনার ।


কি বোলব !! ১০০% সমর্থন করছি।

অনেক শুভ কামনা

৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৮

ক্ষুদ্রমানব বলেছেন: লেখককে জানাই লাল সালাম।

৬| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন বরাবরের মতো।
++++

৭| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

গন্ধ গণতন্ত্র বলেছেন: খেলার ছলে ধর্ষণ করার ভয়ঙ্কর অভ্যাস আরব থেকে সংক্রামিত হচ্ছে ইউরোপেতাহারুশ— আরব দেশগুলিতে সামাজিক অভিশাপ এই বর্বর সংস্কৃতিরাস্তাঘাটে বা জনবহুল স্থানে হঠাৎ পুরুষরা মিলে ঘিরে ফেলে তরুণীকেতাঁর উপর অবাধে চলতে থাকে যৌন নির্যাতনপ্রকাশ্যেকেউ প্রতিবাদ করেন নাকারণ, পুরুষতান্ত্রিক আরবে এই তাহারুশকে যুবসমাজের হইহুল্লোড়ের অঙ্গ হিসেবেই দেখা হয়আরব দুনিয়া থেকে বিপুল শরণার্থী স্রোত ইউরোপে ঢোকার পর, এই ভয়ঙ্কর তাহারুশ এখন ঘটতে শুরু করেছে ইউরোপের পথঘাটেও!
মিশরে উৎপত্তি তাহারুশ-এরভৌগোলিক ভাবে আফ্রিকার অন্তর্গত হলেও মিশরের সঙ্গে আরব দুনিয়ার মিলই বেশিমিশর থেকে তাহারুশ ছড়িয়ে পড়েছিল আরব দুনিয়ার বিভিন্ন দেশেবছরের পর বছর চলতে তাহারুশ আরবের যুবসমাজের বাজারচলতি সংসস্কৃতির অংশ হয়ে গিয়েছে
ঠিক কী হয় তাহারুশে?
রাস্তাঘাটে সুন্দরী তরুণীকে দেখে ভাল লাগতেই কয়েক জন যুবক মিলে ঘিরে ধরে থাকেতাহারুশের আয়োজন হচ্ছে দেখতে পেয়ে পথচলতি আরও অনেক পুরুষই যোগ দেয় তাতেতার পর সেই বিড় তরুণীর উপর যৌন নির্যাতন চালাতে থাকে প্রকাশ্যেপ্রথমেই তাঁর জামাকাপড় ছিড়ে দেওয়া হয়তার পর তরুণীর শরীর নিয়ে খেলতে শুরু করে পুরুষরাএই ভিড়ে কয়েকজন আবার তরুণীকে বাঁচানোর চেষ্টা করেকিন্তু সেটিও খেলারই অঙ্গকয়েকজন বাঁচানোর চেষ্টা করবেবাকিরা বাধা সরিয়ে তরুণীর শ্লীলতাহানি করবেতাহারুশের প্রথা এই রকমইখেলায় যারা রক্ষাকারীর ভূমিকা নেয়, তারাও আসলে বাঁচানোর নামে তরুণীর শরীরকে নানাভাবে স্পর্শ করে ।

৮| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটি মহিলা ব্লগারদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কিন্তু আমি পুরুষ হয়েও তা' পড়ে ফেললাম। ভালো লাগলো।

ধন্যবাদ ও শুভকামনা।

৯| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

অবনি মণি বলেছেন: ধন্যবাদ !

১০| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

১১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দান্ত লিখেছো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.