নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

তনু যদি আপনার মেয়ে হত

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬


তনুকে নিয়ে চারিদিকে প্রতিবাদের ঝড় ওঠেছে । ফেসবুক হ্যোয়াটসএপ সর্বস্তরে তনু'র ধর্ষকদের বিচার চাইছে । আবার কেউ কেউ আকার ইংগিতে বোঝাতে চাইছে ধর্ষণ হওয়ার জন্য ধর্ষকরা দায়ি না । দায়ি মেয়েদের আদব-কায়দা , পোষাক-আশাক । তারা পুরুষতন্ত্রের পক্ষে । তাই তাদের নিয়ে কিছু বলব না ।

আমি তনুকে চিনি না । তবে ছবিতে দেখেছি । তনুকে দু'রকম ছবিতেই দেখেছি , তনুর সুন্দর দেখতে । তনুর আবার ক্ষত-বিক্ষত ছবিটিও দেখেছি ।


আমি পশ্চিমবঙ্গে বাসকরি । বাংলাদেশের সাথে আমার কোন যোগাযোগ নেই । তবে বাঙালী হিসেবে বাংলাদেশ আমাকে খুব টানে । হ্যাঁ , তবে আর একটা সম্পর্কও আছে । বাংলাদেশর সাথে সেটি আর নাইবা বললাম । কেননা সেটি বেদনার । ভেবেছি আজ আর আমার কথা না । বলব তনুর কথা । তনু প্রসাশনিক এড়িয়ায় ধর্ষণ হয়েছে । যে ধর্ষণ করেছে নিশ্চিত তিনি পরিচিত । আর পরিচিত বলেই তনুকে ধর্ষণ করে মেরে ফেলেছেন । এটা আমার ধারণা । তবে দুঃখের ব্যপার হলো বাংলাদেশের সরকার নিশ্চুপ । মহিলা সরকার ।মহিলাদের নিরাপত্তা দিতে না পারলে বা ধর্ষকদের ধরতে না পারলে তা বড়ই হতাশার । এখন প্রধানমন্ত্রীর উচিত কিছু একটা বিবৃতি দেওয়া ও তনুর পরিবারের সাথে দেখা করা । তিনি মহিলা । তারপর তিনি প্রধান মন্ত্রী । আমারা আশায় রইলাম । এটুকু আশা বাংলাদেশের জনগণ করতেই পারেন মাননীয়া প্রধানমন্ত্রী । ভেবে দেখবেন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:০৫

শেয়াল বলেছেন: পোস্টে পাঠক নাই ক্যা? ঘটনা কিতা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.