নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
◎
সুবোধদা চৌত্রিশ বছর ভালছিলেন না
ভাল না থাকায় , দাঁড়িটি চৌত্রিশ বছরের ঃ
※
সুবোধ'দা এখন ভাল আছেন ।
বুঝতে অসুবিধা হয় না , সুখেই আছেন ;
তাই তো ! সুবোধ'দার কলম আর কাঁদে না
রাত ঘুম জেগে দুঃস্বপ্ন দেখেনা
কি হলো বলুন তো !
কি আশ্চার্য ব্যপার কলমটি'র কি তেঁতুল জলের জ্বর হল ?
চৌত্রিশ বছর যে কলম কারণ খুঁজতো
সে কলম , সুবোধ দা'কে আজ স্বস্তি , তৃপ্তি দিয়েছেন ।
:
সুবোধদা'র কলম এখন শাসক দলের রক্ত চুক্ষু খায়
৬৪ জিবি'র লজ্জা পাওয়ায়
কুকথার অপভ্রংশে ক্লীবমন তাড়ায়
:
তবু সুবোধদার কলম আর কারণ খুঁজে না :
ঠাণ্ডা পকেটে সে কলম শীতঘুমে আচ্ছন্ন
নির্বোধ বাচ্চাটির মত নির্লিপ্ত
গৃহ পালিত পশুর মত শান্ত । প্রভু ভক্ত ।
:
২২/০৪/২০১৬
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪
দেবজ্যোতিকাজল বলেছেন: আর বলোনা ভাই নোবাইলটা নষ্ট হয়েছিল ঃ. ভাল আছি ঃ তুমিকেমন আছো?????
২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
আমিই মিসির আলী বলেছেন: সুবোধ'দা এখন ভাল আছেন ।
বুঝতে অসুবিধা হয় না , সুখেই আছেন ;
তাই তো ! সুবোধ'দার কলম আর কাঁদে না
রাত ঘুম জেগে দুঃস্বপ্ন দেখেনা
কি হলো বলুন তো !
কি আশ্চার্য ব্যপার কলমটি'র কি তেঁতুল জলের জ্বর হল ?
ভালো লাগলো।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ●●●●●●●
৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫
আরাফআহনাফ বলেছেন: "তবু সুবোধদার কলম আর কারণ খুঁজে না :
ঠাণ্ডা পকেটে সে কলম শীতঘুমে আচ্ছন্ন
নির্বোধ বাচ্চাটির মত নির্লিপ্ত
গৃহ পালিত পশুর মত শান্ত । প্রভু ভক্ত ।"
বর্তমান যাপিত জীবনে সময়ের সাহসী উচ্চারন।
আপনার জন্য শুভ কামনা কবি।
ভালো থাকবেন সতত।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০
দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ
৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সমাজ যেন সুবোধ দা’দের আখড়ায় পরিণত হয়েছে।
কবিতা ভালো লেগেছে।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: অনেকদিন পর দেখলাম । ভাল তো ?
৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৬
দেবজ্যোতিকাজল বলেছেন: চতুর্মাত্রিকার ই-মেল এড্রেসটা দাও
৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা পোস্ট করার নিয়ম ভুলে গিয়েছিলে নাকি?
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯
দেবজ্যোতিকাজল বলেছেন: মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল । কেমন আছ ? লেখালেখি কেমন চলছে ?
৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: মোটামুটি অাছি! তুমি নিশ্চয়ই ভালো?
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩
দেবজ্যোতিকাজল বলেছেন: Hmmmm
৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫
মুসাফির নামা বলেছেন: ভাল লেগেছে।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
আল হাবিব বলেছেন: গাঢ় এবং গভীর! - কবিতার বিষয়।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭
দেবজ্যোতিকাজল বলেছেন: হু ।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
কল্লোল পথিক বলেছেন: কেমন আছো দাদা?
অনেক দিন তোমার সাথে কথা নেই।