নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
●
ভালবাসার জন্য কতবার মরতে চেয়েছিলে , মনে পড়ে ?
হাতে নীলপদ্ম দিয়ে বলেছিলে , " এইটি স্বপ্ন "
↓
দিগন্তরেখার দিকে তাকিয়ে দেখো
তোমার আকাশ উঁকি দিয়ে বলে ,এসো শ্রাবণ সন্ধ্যা
মেঘের গায়ে সহস্র চিঠি , তুমি তাতে রয়েছো
※
তুমি কাছে নেই
অথচ স্বপ্নে তুমি ডাহুকি বন্যা
জনপদ নিশ্চল , সোনাঝুরি ধূলো-
তোমার পায়ে-পায়ে টুপটাপ শব্দ ঘ্যাণ ¦
◎
লাল মাটি , শাল বন , উঁচু টিলা আর মায়ার স্তূপ
প্রহরে-প্রহরে অনন্তে তবুও এসে যাও
আমি নিশ্চল গুণ্ডষে ভালবসার পোষাক পড়ি
উঁকি দেয় তোমার বুকের মধ্যে ,
যা হাড়িয়েছি খুঁজতে. ......
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
কালনী নদী বলেছেন: তুমি কাছে নেই
অথচ স্বপ্নে তুমি ডাহুকি বন্যা
জনপদ নিশ্চল , সোনাঝুরি ধূলো-
তোমার পায়ে-পায়ে টুপটাপ শব্দ ঘ্যাণ ¦ প্রিয়+++
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: শিরোনামেই ভালোলেগে গেল
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২
দেবজ্যোতিকাজল বলেছেন: শুধুই শিরোনামেই……………ধন্যবাদ
৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
আরাফআহনাফ বলেছেন: "দিগন্তরেখার দিকে তাকিয়ে দেখো
তোমার আকাশ উঁকি দিয়ে বলে ,এসো শ্রাবণ সন্ধ্যা
মেঘের গায়ে সহস্র চিঠি , তুমি তাতে রয়েছো "
আহ, কী ভালোবাসা।
অনেক সুন্দর হয়েছে।
ভালো লাগা জানিয়ে গেলাম।
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: প্রেম কর ?
৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯
কল্লোল পথিক বলেছেন: তুমি কাছে নেই
অথচ স্বপ্নে তুমি ডাহুকি বন্যা
জনপদ নিশ্চল , সোনাঝুরি ধূলো-
তোমার পায়ে-পায়ে টুপটাপ শব্দ ঘ্যাণ
কবিতায়++++++++++++++++
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
দেবজ্যোতিকাজল বলেছেন: সামুতে না আসতে পেরে খারাপ লাগছিল ঃ তারপর তোমাদের মিস করছিলাম
৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার উপমায় ভাল লাগার কবিতা। সুখপাঠ্য
প্লাস
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
বাউল আলমগী সরকার বলেছেন: লাল মাটি , শাল বন , উঁচু টিলা আর মায়ার স্তূপ
প্রহরে-প্রহরে অনন্তে তবুও এসে যাও
আমি নিশ্চল গুণ্ডষে ভালবসার পোষাক পড়ি
উঁকি দেয় তোমার বুকের মধ্যে ,
যা হাড়িয়েছি খুঁজতে. ...... খুব ভাল লাগল-------------------