নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

বেশ্যারাও ভয় পায় না , আমি পায়

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০



প্রতিবাদ কি বলে কয়ে আসে
প্রতিবাদ কি বয়স দেখে আসে
তবে আমার আসেনি ¦



ভীষণ দুঃখ , হয়তো সারাজীবন বয়ে বেড়াতে হবে
কে জানে কাটবে প্রতিবাদহীন ঘরবন্দি
প্রতিদিন ভয়কে গো গুণ্ডুষে গিলে গিলে
প্রতিবেশির মুখের দিকে তাকিয়ে বলি , -
সময় খারাপ , প্রতিবাদি হতে নেই
...... দেখছো না-- কি সব ঘটছে ......



একটা দুটো করে অলংখ্য ভয়
বুকের মধ্যে হাট বসিয়েছে , পাথুরে মাঠে
এই ভয় ভয় করে , যাকে ভালবেসেছিলাম
তাকেও হাড়াতে হলো ...অতি অভিমানে ¦
এত নিষ্পাপ ভয় , শরীরটাকে-
মাধুর্যের অবিস্মণীয়ে অবায়ব পেয়েছে
তবে কি-
সারাটা জীবন প্রতিবাদহীন কাটবে ?
যদি তাই হয় ... তবে আমি একটা গালাগাল ¦
আমার অধিকারও একটা গালাগাল
নীতি কথা গালাগাল. ; কবিতা লেখা গালাগাল ;
কবি হওয়া গালাগাল ; তবুও আমি ভয় পাব

কথা বাড়িয়ে লাভ নেই , জ্ঞান খেয়েও লাভ নেই
শুধু দুঃখ - বেশ্যারাও ভয় পায়না , কিন্তু আমি পায় ...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪

চিত্রনাট্য বলেছেন: ক‌বি হ‌য়ে আর কাজ নেই , বাদ দেন এইসব ৷ বাংলাটা ভা‌লো ক‌রে না শি‌খেই এইসব ক‌বিতা প‌বিতা লিখ‌তে‌ছেন কেন ?

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: মতামত জানানোর জন্য ধন্যবাদ

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

মুসাফির নামা বলেছেন: মোটামটি লেগেছে,মনে হয় আরো গভীর শব্দ ব্যবহারে ফুটে উঠত বেশী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.