নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ওগো দেশ. ! ওগো মাটি. !!

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৫৫




ঘাসের উপর পায়ের প্রতীক
গাছের সাথে খেলি
ছোট্ট বেলায় এই খানেতেই
চাঁদের কান মলি ।
:
মেঘের ছবি গাছে গাছে
লাটায়ে প্যাঁচ তুলি
শেষ আকাশে ঔ ঘুড়িটা
ঘুরছে ওলি-গোলি ।
:
থাকার কথা , থাকছি কোথা
কেউ রাখিনি আমায়
রাত্রি হলে খেয়ে দেয়ে
অন্য ঘরে ঘুমায় ।
:
মাটির পরে মাটি যখন
হয়েছিল ভাগ
কার কি এল , কার কি গেল
কেউ করেনি রাগ ।
:
নদীর গানে স্তব্ধ গানে
ফিসফিসিয়ে বলি
বলছি যা , বলো গিয়ে
আমার গানের কলি ।
:
জন্ম কোথা , মরছি কোথা
ভিজে আছে শশ্মান
কে জানে , কে কি ছিল
হিন্দু মুসলমান ।
:
ওগো দেশ ! ওগো মাটি !!
আলের পর আল্
পশ্চিমবঙ্গে এসে আমি
হয়ে গেছি বাঙাল ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:৩০

আমিই মিসির আলী বলেছেন:





মেঘের ছবি গাছে গাছে
লাটায়ে প্যাঁচ তুলি
শেষ আকাশে ঔ ঘুড়িটা
ঘুরছে ওলি-গোলি ।


ভালো লাগিলো।
+++

২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:৫৪

মহা সমন্বয় বলেছেন: থাকার কথা , থাকছি কোথা
কেউ রাখিনি আমায়
রাত্রি হলে খেয়ে দেয়ে
অন্য ঘরে ঘুমায় ।

৩| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৩২

মুসাফির নামা বলেছেন: দারুণ কবিতা।+

৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫৪

পবন সরকার বলেছেন: জন্ম কোথা , মরছি কোথা
ভিজে আছে শশ্মান
কে জানে , কে কি ছিল
হিন্দু মুসলমান ।


তোমার লেখা কবিতা অনেক গুরুত্ববহন করে।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: সামুতে পাঠক পায় না

৫| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: জন্ম কোথা , মরছি কোথা
ভিজে আছে শশ্মান
কে জানে , কে কি ছিল
হিন্দু মুসলমান ।


খুব ভাল লাগল।

০৬ ই মে, ২০১৬ সকাল ৭:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: Thanxxxxxxx

৬| ০৬ ই মে, ২০১৬ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


এতদিনে একটা ওজনী ছড়া ছেড়েছেন!

০৬ ই মে, ২০১৬ দুপুর ১:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: ওজনের দাড়িপাল্লার ফ্যার কেটে গেছে…………

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.