নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আহাঃ ! কি মহৎ আপনি ,
ফেস্টুন , ব্যানার , জ্বালাময় ভাষণে
আপনি মহৎ । প্রত্যাষার দ্বিগুণেও দেখেছি । আপনি মহৎ !
প্রতীকিতেও আপনি মহৎ
আপনি মহৎ ! মহৎ !! মহৎ !!!
ঝুকে ঝুকে অস্থির , দোম ফেলে বিশ্রাম নেই
মেঘের ছায়া , গাছ-পালাহীন প্রতীক্ষা
নিজের প্রতিবিম্বে ঘামের গন্ধ শুকোয়
তবুও আপনি মহৎ ।
:
ধর্ষণটা যদি খোদ্দের মেটান হয়
শিক্ষক পেটান যদি ছোট্ট ঘটণা ,
ঘুষের টেলিকাস্টে
আপনার কতরকম তুলনা ;
প্রাচীন চৌষট্টিকে সমুদ্রশাসনের
জলে ছুড়লেন ।
:
আপনি মহৎ ! তবুও বড়াই ।
বারবার বড়াই , বড়াই-এর মহৎ ;
প্রায় সাড়ে দু'কোটি আলামত
অন্ধ হয়ে আছে রাতকানা জ্বরে
প্লীজ , এদের চিকিৎসার ব্যবস্থা করুণ
কেননা আপনি মহৎ ।
২| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০
সিক্ত শ্রাবণ বলেছেন: দারুন বললেন দাদা।
৩| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৪৩
পবন সরকার বলেছেন: কবিতা অনেক ভালো লাগল।
৪| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৫৯
কালনী নদী বলেছেন: আপনি মহৎ ! তবুও বড়াই ।
বারবার বড়াই , বড়াই-এর মহৎ ;
প্রায় সাড়ে দু'কোটি আলামত
অন্ধ হয়ে আছে রাতকানা জ্বরে
প্লীজ , এদের চিকিৎসার ব্যবস্থা করুণ
কেননা আপনি মহৎ ।
অসাধারণ হয়েছে দাদা!
২৯ শে মে, ২০১৬ রাত ১০:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থাকবে
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১:১২
এরিসপ্লেটো বলেছেন:
ভুল থেকেই যদি ভালোকিছু হয়, তবে ভুল কেন নয়?
"হে মানবজাতি,
তোমরা ভুল করো, অনেক অনেক ভুল করো। বিশেষ করে বানান ভুল। এমন মাত্রায় করো যেন কোনো লেখার পুরোটাই হয়ে যায় কৌতুক বিশেষ। কৌতুক এক নির্মল বিনোদনের ব্যাপার।"