নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
উলঙ্গ সূর্যের চোখে পূনরায় বিশ্বাস-
আমার নিমজ্জিত করি ।
যেখানে মাটি সরে গেছে , ভরাট করি আগুন ।
বন্ধুতের ছলে যা কিছু রাগঢাক-
না রেখে বল সবার সামনে
তা থেকে অদৃশ্য মন খুলে নিতে চাই ।
যা-কে আমি আজও আকাশ বলে ভাবি
হেমন্তের দুপুর এলে যার গন্ধে
মুর্ছিত হই , ভেসে উঠি মুক্ত মেঘে
যার কাধে হাত রেখে বসন্তের ঠোঁট খুঁজি
যার টানে , ব্যস্ত তৃষ্ণা মারাই দেয় বুকে
কাতরতা গলে গেলে ঘুমের কাজল দু'চোখ ভরে
সেই তুমি , আমাকে বসিয়ে দাও
অন্তর্জলী প্রতীক্ষায় , মায়ার খেতে ?
খুঁজি পথের ধুলোয় তোমার পদাঙ্ক গন্ধ
মনে হয় আবার শুরু করি শূন্য থেকে ………
লেখা পাঠাও এই মেলে [email protected]
নতুন কবির খোঁজে সাহিত্য পত্রিকা
৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৯
দেবজ্যোতিকাজল বলেছেন: টাইপ মানে???????
২| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!
৩| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:০৭
বিজন রয় বলেছেন: চমৎকার।
+++
৪| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৫
কালনী নদী বলেছেন: খুঁজি পথের ধুলোয় তোমার পদাঙ্ক গন্ধ
মনে হয় আবার শুরু করি শূন্য থেকে ……… শুরু হোক দাদা!!! অপেক্ষায় রইলাম।
টাইপো মানে বানান ভুলের নির্দেশ করছেন।
আপনি এই সাইটটা দিয়েও চাইলে বানান ঠিক করে নিতে পারে খুব সহযে। আমার জন্য অনেক সহায়ক হয়েছে দাদা যদিও আপনার বানান তেম খারাপ না!
বাংলা পরীক্ষক
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:০৪
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর কবিতা।
কিছু টাইপো আছে।