নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকেরবার্গের টুইটার অ্যাকাউণ্ট হ্যাগ

০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৩



গোটা সোশ্যাল বিশ্বের যিনি মাথা খোদ তাঁরই সোশ্যাল অ্যাকাউন্ট কার্যত চুরি হল। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের টুইটার ও পিনটেরেস্ট অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। 'OurMine Team' নামের এক হ্যাকার গ্রুপ এই হ্যাকিংয়ের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছে, জুকেরবার্গের লিঙ্কডিন পাসওয়ার্ড দুর্বল থাকার জন্যই এটা সম্ভব হয়েছে।
ট্যুইটার ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ‘আওয়ার মাইন টিম’-এর ট্যুইটার অ্যাকাউন্ট৷ তবে নতুন একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে হ্যাকার গোষ্ঠী জানিয়েছেন যে, তাঁরা নিজেদের পুরানো অ্যাকাউন্টটি পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে৷ যদি সেটা সম্ভবপর না হয় তবে নয়া অ্যাকাউন্টটিই তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট হবে৷
লিঙ্কডিন কর্তৃপক্ষে জানিয়েছেন যে, গত মাসে তাদের বেশ কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডিটেলস ও পাসওয়ার্ড সোশ্যালমিডিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ কর্তৃপক্ষ সেই বিষয়ে সকল গ্রাহকদের জানিয়েছিলেন ও পাসওয়ার্ড পরিবর্তন করতেও বলেছিলেন৷
গত মাসেই লিঙ্কডিনের উইসারদের অ্যাকাউন্ট ডিটেলস, পাসওয়ার্ড লিক হয়ে যায়। মনে করা হচ্ছে এর মধ্যে জুকেরবার্গের অ্যাকাউন্টওটা ছিল। ফেসবুক দাবি করে তাদের প্রতিষ্ঠাতা-মালিকের অ্যাকাউন্ট হ্যাক করা কার্যত অসম্ভব। ফেসুবকে না হলেও জুকেরবার্গের মত এত বড় ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়াটায় হতবাক সবাই। এবার সবার প্রশ্ন তাহলে কী সোশ্যাল মিডিয়ায় কারও অ্যাকাউন্টই সুরক্ষিত নয়!
abp আনন্দ নিউজ চ্যানেল
আজ ফেলবুক নিয়ে abp আনন্দে টক শো হবে সন্ধে সাড়ে সাতটায় / দেখতে চাইলে উপরের লিংকে ক্লিক করে অনলাইন abp আনন্দ abp live দেখুন


সংগ্রহঃ-এবিপি আনন্দ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:২১

কল্লোল পথিক বলেছেন:



বড় চিন্তার বিষয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.