নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আমার কথা বিশ্বাস না করলে একবার ভেবে দেখুন তো বাংলা একাডেমির মেলাতে পশ্চিম বাংলার বই নিষিদ্ধ কেন? বাংলাদেশের যেখানে বাংলা ভাষা ও সাহিত্যের কেন্দ্র হবার কথা সেখানে বাংলা একাডেমি পুরষ্কার কেন শুধু বাংলাদেশীদের মধ্যে সীমিত? আনন্দ পাবলিকেশন যদি তাদের পুরষ্কার বাংলাদেশীদের জন্য উন্মুক্ত করতে পারে সেখানে বাংলা একাডেমির ভয়টা কাদের? যাদের ভয়ে দেশভাগ সেই ভয়েই?
সেক্যুলারিজমে বিশ্বাস করলে ধর্মের ভিত্তিতে দেশভাগকে মন থেকে মানা যায় না ।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১২
রাফা বলেছেন: কারন বর্তমানে পশ্চিমবঙ্গে প্রমিত বাংলাভাষার কোন লেখকই নেই।তাদের সৃষ্টি ক্যালক্যাশিয়ান বাংলা'কে আমরা শুদ্ধ বাংলাই মনে করিনা তাই।
১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের চাইতে পশ্চিমবঙ্গের সাহিত্য উন্নত ।
১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের চাইতে পশ্চিমবঙ্গের সাহিত্য উন্নত ।
আর বাংলাদেশে এখন ইংরাজীর রাজত্ব চলছে । বাংলামিডিয়াম স্কুল বিডিতে হাতেগুনা হয়ে গেছে ,সরকারি স্কুলগুলো ছাড়া ।
৩| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
পশ্চিম বাংলার লোকেরা তো হিন্দীতে কথা বলে
১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গের অনেক রকমের টিভি চ্যানেল আছে । তা নিশ্চয় দেখ । তার মধ্যে বাংলা চ্যানেলগুলোও দেখ । এবার বলি কি পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেলগুলো নেওয়ার ব্যবস্থা কর । তবে তো বুঝতে পারবে পশ্চিমবঙ্গে কি আছে আর কি নেই । বাম আমলে বাংলাভাষার চর্চার জন্য ওয়ান টু ফোর অবদি ইংলীশ তুলে দিয়েছিল । শুধু মাতৃভাষাকে গুরুত্ব দিতে । পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্য বাংলাদেশের চেয়ে উন্নত । তা হলে তুমিই বল পশ্চিমবঙ্গে কিভাব হিন্দির রাজত্ব চলছে । আমার একটা ভাগ্না আছে । বয়স সাত । ইংলিশ , বাংলা ও হিন্দিতে কথা বলতে পারে ।
৪| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
বিষক্ষয় বলেছেন: ভারতের সাহিত্য আকাদেমির পুরস্কারকি বাংলাদেশীদের জন্য উন্মুক্ত?
বাংলা একাডেমি পুরষ্কার আর আনন্দ পাবলিকেশনের পুরষ্কার এক পর্যায়ের না।
বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বাংলা একাডেমি একটি রাস্ট্রীয় সংস্থা।
পশ্চিম বংগ ভারতের একটি অংগ রাজ্যমাত্র আর আনন্দ পাবলিকেশন সেই অংগ রাজ্যের একটি ব্যাবসায়ী প্রকাশক সংস্থা। তাই বাংলা একাডেমি পুরষ্কারের সাথে আনন্দ পাবলিকেশনের পুরষ্কারের তুলনাটা ঠিক নয়।
তবে যদি পশ্চিম বংগ যদি ভারত থেকে স্বাধীন হয়ে বাংলাভাষীদের জন্য আরেকটা দেশ গঠন করতে পারে তা হলে অন্য কথা
২০ শে জুন, ২০১৬ রাত ১১:০৩
দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলা একাডেমি স্বায়িতশাসিত সংস্থা
২১ শে মে, ২০১৭ রাত ১২:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গ সরকার আজ ( 20.05.2017 ) বাংলাদেশের শিল্পী রেজওয়া চৌধূরী বন্যাকে বঙ্গবিভূষণ পুরস্কার দিলেন ।
৫| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
কল্লোল পথিক বলেছেন:
বিষক্ষয় ভাইয়ের সাথে সহমত।
১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: তার জন্যই বাংলাদেশটা বাংলাদেশ হল না । বাংলাভাষার ইতিহাস জানা নেই তোমার । যদি জানা থাকে তবে তবে তোমার ভিতরে ঈর্ষা কাজ করছে । বিষবৃক্ষ একটাও ঠিক বলেনি । পিছিয়ে আছ এই কারণেই
২১ শে মে, ২০১৭ রাত ১২:০৭
দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গ সরকার আজ ( 20.05.2017 ) বাংলাদেশের শিল্পী রেজওয়া চৌধূরী বন্যাকে বঙ্গবিভূষণ পুরস্কার দিলেন ।
৬| ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:৪২
কলাবাগান১ বলেছেন: "বাংলাদেশের চাইতে পশ্চিমবঙ্গের সাহিত্য উন্নত ।"
কিসের ভিত্তিতে??? হয়ত অনেক আগে ছিল...আপনার মানসিকতা টা ভাল লাগল না
১৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫৩
দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গের সাহিত্য কেন উন্নত না সেইটি আগে বল ।।।
৭| ১৯ শে জুন, ২০১৬ রাত ৯:০৯
কল্লোল পথিক বলেছেন:
আচ্ছা দাদা তোমরা যদি এত সেকুল্যার
তাহলে আমাদের মত আলদা হতে পারো না?
দিল্লির পা ধরে বসে আছো কেন?
ভুলে যাও ওসব!
এখন বাংলা মানে শুধুই আমরা,তোমরা নও।
১৯ শে জুন, ২০১৬ রাত ৯:৩৬
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি মগজ ধোলায় খেয়েছ । মগজটা মগজের মত রাখ । ভারতে শুধু বাংগালী বাস করে না । বহুভাষাভাষির দেশ । ভারত সম্পর্কে লেখাপড়া কর জেনে যাবে ভারতের রাজনীতি ও সমাজজীবনের কথা । তোমরা আলাদা হয়ে কি এমন রাজকার্য করতে পেরেছ । বাংলাদেশ কিভাবে চলে আমার থেকে তুমি ভাল জান । ২০১৬ সালে এসেও বাংলাদেশকে বাংলাদেশ করতে পারলে না । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একসঙ্গে আলাদা হয়েছে । পশ্চিমবঙ্গ কতটা এগিয়েছে আর তোমরা কতটা এগিয়েছ হিসেব করে আমাকে জানাও ।
২০ শে জুন, ২০১৬ রাত ২:৫৬
দেবজ্যোতিকাজল বলেছেন: দিল্লীর পা শুধু আমরাই ধরে নাই সঙ্গে তোমরাও আছো
২০ শে জুন, ২০১৬ রাত ২:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: দিল্লীর পা শুধু আমরাই ধরে নাই সঙ্গে তোমরাও আছো
৮| ২০ শে জুন, ২০১৬ রাত ১:১৭
কলাবাগান১ বলেছেন: "পশ্চিমবঙ্গের সাহিত্য কেন উন্নত না সেইটি আগে বল ।।।"
আপনি দাবী করেছেন যে পশ্চিমবঙ্গের সাহিত্য উন্নত, তাই আপনাকেই প্রমান করতে হবে কেন উন্নত...আমি কেন প্রমান করব কেন উন্নত না???
২০ শে জুন, ২০১৬ রাত ৩:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: কালকে সকালে ঘুম থেকে ওঠে সরকারি পাঠাগারে যাবে , গিয়ে সমস্ত পাঠাগারের বই গুনবে কয়টা বিডি লেখকের বই আছে আর কয়টা পশ্চিমবঙ্গ লেখকের বই আছে গুনবে ,একটা হলেও পশ্চিমবঙ্গ লেখকের বই বেশি থাকবে | আমাকে যদি বাংলাদেশ সম্পর্কে কিছু জ্ঞান দিতে আস তা হবে মায়ের কাছে মামার বাড়ির কথা | মনের মধ্যে যত ঈর্ষানীয় ভাব রাখবা তত পিছিয়ে পরবা | সত্য স্বীকার করলে মানুষ ছোট হয়না | আমি জানি বিডিতে কয়টা বিখ্যাত লেখক আছে | এক হুমায়ন আহম্মেদ ছিল তাও তিনি আর নেই | এখন বোধহয় ইমদাদুল হক মিলন আছেন | দুই চারটা লেখক যাও বা আছে তারা ভয়ে লিখতে পারেন না | দেশটা স্বাধীন | কলমটা করে রেখেছে পরাধীন
২০ শে জুন, ২০১৬ রাত ৩:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: কালকে সকালে ঘুম থেকে ওঠে সরকারি পাঠাগারে যাবে , গিয়ে সমস্ত পাঠাগারের বই গুনবে কয়টা বিডি লেখকের বই আছে আর কয়টা পশ্চিমবঙ্গ লেখকের বই আছে গুনবে ,একটা হলেও পশ্চিমবঙ্গ লেখকের বই বেশি থাকবে | আমাকে যদি বাংলাদেশ সম্পর্কে কিছু জ্ঞান দিতে আস তা হবে মায়ের কাছে মামার বাড়ির কথা | মনের মধ্যে যত ঈর্ষানীয় ভাব রাখবা তত পিছিয়ে পরবা | সত্য স্বীকার করলে মানুষ ছোট হয়না | আমি জানি বিডিতে কয়টা বিখ্যাত লেখক আছে | এক হুমায়ন আহম্মেদ ছিল তাও তিনি আর নেই | এখন বোধহয় ইমদাদুল হক মিলন আছেন | দুই চারটা লেখক যাও বা আছে তারা ভয়ে লিখতে পারেন না | দেশটা স্বাধীন | কলমটা করে রেখেছে পরাধীন
৯| ২০ শে জুন, ২০১৬ রাত ১:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পশ্চিমবঙ্গের লেখক, সাহিত্যিকরা প্রায় সময় বাংলাদেশে এসে আফসোস করেন পশ্চিম বঙ্গে বাংলার চর্চা কমে যাচ্ছে। বাংলাকে টিকিয়ে রেখেছে একমাত্র বাংলাদেশ। আর আপনি কেন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের নীতি এক রকম হবে ভাবেন? বিষক্ষয়ের মন্তব্য পড়ুন।
২০ শে জুন, ২০১৬ রাত ২:৫৪
দেবজ্যোতিকাজল বলেছেন: পড়ত সব সময় পশ্চিমবঙ্গের লেখকের বই ...আবার কারণ জানতে চাইছ | টিভি সিবিয়াল পশ্চিমবঙ্গের দেখ | গান পশ্চিমবঙ্গের শিল্পীদের শোন | এটাই দোষ তোমাদের , সত্যকে এড়িয়ে চল | ষে সব লেখক পশ্চিমহঙ্গ থেকে গিয়ে বলে তারা পশ্চিমবঙ্গের নিম্নমানের লেখক | জয় গোস্বামী , পার্থ চট্টপ্ষাধায় , শ্রীজাত এরাগিয়ে বলবে না | তবে একথা সত্য বানিজ্যিক দিক থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গের লেখকদের বড়াবড়ি ভাল |
১০| ২০ শে জুন, ২০১৬ সকাল ৮:১৩
নিভৃতে একাকী বলেছেন: ovivokto banglar writer race nischoi west Bengal r Akar na ....r seriously bolci joy gossami , Srijat r Par tho r boi Bangladesh r 5% manus o pore ni...
othocho jafor Iqbal , anisul Hoque , humayun Ahmed and AJAD , shamsur rahman r book apnara maximum e porar kotha.....somres mojumder, Sirsemdu , Sunil r koyekta book chara besir vag bosta pocha.....r bortomane bd r bairer writer r book sotti amra kom pori......1 masud rana series jodi apnader kisor ra paito then ora r jai hok akam kukam korto na.......r Kolkata chara apnader ace ta ba ki.............r sotti bolte ki apnader bangla gan akhnkar generation sune na bollei chole.....ar movie dekhe apnader lucchami dekhte......r serial dekhe buddho meyegula.....
apni vai after 1947 r 10 writer r name likhen toa jader amra pori
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: ◎※◎
১১| ২০ শে জুন, ২০১৬ সকাল ৮:২৩
নিভৃতে একাকী বলেছেন: r amra ki korci......
human development index 2016, west Bengal r per capita income, sanitation, growth rate , women empowerment, primary school going children rate, transportation, foreign income of west Bengal, sports of west Bengal, apnago west Bengal cricket, koita west Bengali sarrc championship e gold pailo , r koita Bangladeshi Pailo......asob dekhben doya Kore ...then bolben apnara koto unnoto.......faltu nijeder unnota vablei hoi na...
.r por kicu likhle statistics diye likhben
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩
দেবজ্যোতিকাজল বলেছেন: %
২১ শে মে, ২০১৭ রাত ১২:১৩
দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গ সরকার আজ ( 20.05.2017 ) বাংলাদেশের শিল্পী রেজওয়া চৌধূরী বন্যাকে বঙ্গবিভূষণ পুরস্কার দিলেন ।
১২| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৯
নিভৃতে একাকী বলেছেন: Ami kicu statistics dicci.....
Bangladesh's HDI is probably more than West
Bengal's...0.492 (2008 west Bengal)...0.546 (2008bd)...0.556...(2015 west Bengal)..
(0.570 bd 2015)..
...
West Bengal does have very poor
indicators in some sense because it is heavily
de-industrialized, and so the rural poverty is
crippling. It's % share of industry in India has
been steadily declining under the Communists
for decades, and so its debt-to-GDP share is
epic, which leaves minimal funding for infra
structure or development.
West Bengal's TFR is significantly lower than
Bangladesh's,
n economic term lets talk about GDP (nominal)
of Bangladesh and West Bengal
Bangladesh = 209 billion dollar in (2014-2015
estimated)
west Bengal = 126 billion dollar (2014-2015
estimated)
Life
expectancy in BD is better than India's
(possibly better than WB).(jodio bd people go India for treatment)
Sanitation, Rural empowerment, micro-
financing: My perception is that BD have made
significant achievements in these areas and is
doing better than WB.
BD has better textile, aggro industries, while
WB may have better IT, heavy industries.
Bd has more urban centre than WB.....
Advance in sports......
advance in foreign currency income......
#your-better-side.....
Poverty in WB (20%) is lower than BD (26%)
Service Sector (IT, Finance, etc):
My understanding is that Finance
busnesses of Dhaka is also doing well.
West Bengal is way ahead of Bangladesh in
Literacy. Literacy rate in WB is 77% whereas in
BD it is mere 57% (criteria for literacy being
same).
#if all factors are counted meticulously then I
think Bangladesh will be nominally ahead of
West Bengal in economic terms.
Literature bepar e agei bolci
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: হু
১৩| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৯
সারাফাত রাজ বলেছেন: ও দাদা, তুমি কি ভাবছো? বাংলা একাডেমি যদি এই নিষিদ্ধতা উঠিয়ে নেয়, তাহলে কি তুমি ফাস্ট পাইজটা (ফার্স্ট প্রাইজটা) পেয়ে যাবে?
যে হারে পোস্টের বন্যা বয়ে দিচ্চো (দিচ্ছো) তাতে ফাস্ট পাইজটা (ফার্স্ট প্রাইজটা) তোমারই পাপ্প (প্রাপ্য)। ৬ মাস তিন সপ্তাহে ১৮৪ টা। বাপরে!!! একেবারে নহর বয়ে যাচ্ছে। এই ভয়েই বাংলা একাডেমি তাদের নিষিদ্ধতা উঠিয়ে নিচ্ছে না।
হাহ!! যে শহরের রবীন্দ্রনাথের পাড়ার লোক বাংলা বোঝে না, বাংলা বলতে পারে না, রবীন্দ্রনাথের বাড়ি পর্যন্ত চেনে না তারা চায় বাংলা একাডেমি পুরস্কার। কতো বড় সাহস!!
অন্যদের উদ্দ্যেশ্যে বলছি, আমি একবার কলকাতায় গিয়ে জোড়াসাঁকোতে গিয়েছিলাম রবীন্দ্রনাথের বাড়ি দেখার জন্য। তো আমার অভিজ্ঞতা ভয়াবহ। পুরো হতভম্ব হয়ে গিয়েছিলাম। কেউ রবীন্দ্রনাথের বাড়ি চেনে না। ব্যাপারটা অনেকটা এরকম, কেউ ২০ বছর ধরে শাহবাগে থাকে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় চেনে না।
প্রায় দেড় ঘন্টা ধরে বিভিন্ন মানুষ জনকে জিজ্ঞাসা করতে করতে একটা গলির বস্তির মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমাকে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করতে দেখে এক মুশকো লোক এসে আমাকে ধরেছিলো। আর অবশেষে সে লোকটাই আমাকে রবীন্দ্রনাথের বাড়ি দেখিয়ে দিয়েছিলো। এই ঘন্টা দেড়েকের মধ্যে আমি এই লোকটাকেই পেয়েছিলাম যে বাংলায় কথা বলে। এই এলাকার যে লোকগুলোকে আমি রবীন্দ্রনাথের বাড়ির হদিস জিজ্ঞাসা করেছিলাম তারা বাংলা বলা তো দূরে থাকুক কেউ কেউ বাংলা বুঝতেও পারে না। এরা রবীন্দ্রনাথের বাড়ি চিনবে কিভাবে! হায় কপাল, যে লোকটা সবচাইতে বড় বাংলা সাহিত্যিক তার নিজের পাড়ার লোকেরাও বাংলা জানে না, তাকে চেনা তো দূরে থাকুক!!!
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: হু
১৪| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সাথে তর্কে যাবার মত রুচি আগে কখনই ছিলো না, এখনও নেই। পাশাপাশি, বির্তকে অংশগ্রহন করার মত সাহস এবং জ্ঞান দুটোই আপনার আশংকাজনকভাবে কম। ফলে আপনি স্কীপ করে জবাব দেন।
বাংলাদেশ নিয়ে আপনাদের ধারনা খুবই হাস্যকর এবং নোংরা। ফলে মাঝে মাঝে উপযুক্ত কথা বলতে হলে নিজেকেও নোংরা করতে হয়। কলকাতা ভারতের একটা রাজ্য আর বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের ভুরুঙ্গামারী জাতীয় কবি পরিষদ থেকে যেমন সাহিত্যচর্চার জন্য আপনাকে পুরুষ্কার দেয়া যায়, তেমনি আপনাদের রাজ্যের আনন্দ পাবলির্শাস থেকেও এই দেশের অনেকেই পুরুষ্কার পেতে পারে।
আপনি আগে উপযুক্ত পড়াশোনা করে একটা দেশের রাষ্ট্রীয় সংস্থা আর ব্যবসায়িক সংস্থার পার্থক্য বুঝুন, তারপর তর্কে আসুন। আপনি যদিও সকলের মন্তব্যের জবাব দেয়ার ক্ষমতা রাখেন না। তবুও দেখুন ব্লগার সারাফাত রাজ কি লিখেছে। সেটা পড়ে আপাতত চেপে যান দাদা।
২০ শে জুন, ২০১৬ রাত ১১:১৩
দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের জাতিয় সংগীত রবি ঠাকুরের / পশ্চিমবঙ্গ
২১ শে মে, ২০১৭ রাত ১২:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গ সরকার আজ ( 20.05.2017 ) বাংলাদেশের শিল্পী রেজওয়া চৌধূরী বন্যাকে বঙ্গবিভূষণ পুরস্কার দিলেন ।
১৫| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৫
কুয়েটিয়ান পাভেল বলেছেন: পশ্চিমবঙ আছে মাইনকা চিপায়। নর্থ-সাউথ কোথাও কেউ দাম দেয় না। ভারতের কি নিজস্ব সাহিত্য পুরষ্কার কম আছে? নাই, কিন্তু বাংগালী পায় না। তাই দাদাদের শেষ ভরষা বাংলাদেশ।
২০ শে জুন, ২০১৬ রাত ১১:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: ছোটমুখে বড় কথা হয়ে গেল | নজরুলের বাড়ি পশ্চিমবঙ্গে
১৬| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি দেখছি বইএর দোকান আনন্দ আর রাষ্ট্রীয় সংস্থা বাংলা একাডেমী সব গুলিয়ে ফেলছো ।
রাজরানী আর চুতমারানি'র মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পারা কেউ সামুতে লিখছে , এ আমার কাছে বড্ড অরুচিকর ঠেকছে ।
খোলা আকাশের নিচে কম্ম সারার সাথে সাথে মনটাকেও আকাশের মত বড় কর ।
২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: যতটুকু জানি তোমার বইও প্রকাশ হয়েছে । বুদ্ধি জীবিদের মুখের ভাষা এতটা খারাপ হয় না ।
১৭| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: @সারাফাত রাজ ভাই, আয় বুকে আয়। পরাণটা জুড়ে গেলো তোর উত্তর পড়ে। এই উত্তরের জন্যই তোরে একটা আনন্দ বাজার পুরষ্কার দেওয়ার জোড় দাবি জানাচ্ছি।
১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
দেবজ্যোতিকাজল বলেছেন: Thanks
১৮| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৯
সারাফাত রাজ বলেছেন: @ মোস্তফা কামাল পলাশ ভাই, আমি ওসব বাজারি পুরস্কার নেব না। আমার জন্য শপিংমলি পুরস্কারের ব্যাবস্থা করেন।
২০ শে জুন, ২০১৬ রাত ১১:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: শামসুর রহমানকে ছোট করলে কেননা তিনিও আনন্দ পুরস্কার পেয়েছিলেন |
১৯| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৪
রেজওয়ান তানিম বলেছেন: এ পর্যন্ত যত কলকাতাবাসীর সাথে আমার যোগাযোগ হয়েছে তার নব্বই শতাংশের পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশে কিছু না কিছু ছিল। হয় ঘটি বাটি, সহায় সম্বল না হয় জমিদারি, বাগানবাড়ি কিংবা কাছারিবাড়ি। আমি ঠিক জানি না সকলেরই আছে কিনা। যদি সত্যিকারেই থেকে থাকে তবে ভাবতে ভালই লাগবে এই সেন্সে কলকাতার উন্নত সংস্কৃতি চর্চায় পদ্মা, যমুনা মেঘনা বিধৌত বাঙালের ছাওয়ালরাই অবদান রাখছে। আর যদি বাংলাদেশিদের সাখে সখ্যতা দেখাবার জন্যে মজা করে কেউ বলে থাকে, তবে আমিও করব। তাকে/ তাদেরকে বলব আমাদের ও কলকাতায় একটা কাছারিবাড়ির মতন ছিল গো দাদা ঘুরানো বারান্দা, আলিশান পুকুর পাড়। বাড়ির মেয়েরা যখন শাড়ি নাড়তে ছাদে উঠত আশপাশ থেকে থাকিয়ে থাকার বৃথা চেষ্টা যে কত করেছে পাড়ার বখাটেরা, কোন লাভ হয় নি। হা গা, কি যে ছিল সে দিন।
তুমি বোধহয় এখনো সেইদিনের কথা ভুলতে পারোনি। আমরা তোমাদের সুনীল, সমরেশ, সুচিত্রা সেন আরও বহু দিয়েছি, আর বাকি আছে, সাহিত্য পুরষ্কার, এও চাও ? বেশ দেব তবে। তার আগে ভারতের সাহিত্য আকাদেমি কিংবা নিদেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও সরি শুধু বঙ্গ এখন (নামটা বদলালে তাই সাধু) এর একটা পুরষ্কার বাংলাদেশের কেউ পেয়েছে সেটা দেখতে চাই। ও কি হবে এ জনমে ? হে উন্নত সাহিত্যের বর্গাদার!
২০ শে জুন, ২০১৬ রাত ১১:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: দুঃখের ঘটনা ধরে রাখতে পারনি | এক্ষন পারছনা | তবে তোমার বক্তব্যগুলো ঠিক | বাজে ভাষা প্রয়োগ না করে একটা গঠন মুলক আলোচনা করাই যেতো | লেখা লিখেছিলাম একটা আলোচনা করতেই
২০ শে জুন, ২০১৬ রাত ১১:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: দুঃখের ঘটনা ধরে রাখতে পারনি | এক্ষন পারছনা | তবে তোমার বক্তব্যগুলো ঠিক | বাজে ভাষা প্রয়োগ না করে একটা গঠন মুলক আলোচনা করাই যেতো | লেখা লিখেছিলাম একটা আলোচনা করতেই
২০| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৬
নাইট রিডার বলেছেন: এইমাত্র টেকপাড়া সাহিত্য সংঘের প্রতিষ্ঠাতা ও একমাত্র সদস্য হিসেবে তোমাকে 'টেকপাড়া সাহিত্য পুরষ্কার' প্রদান করলাম।
এখন আমার প্রশ্ন হল, টেকপাড়া সাহিত্য সংঘ পারলে ভারতের সাহিত্য একাডেমী পারেনা কেন ?
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮
দেবজ্যোতিকাজল বলেছেন: হ
২১| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৯
জাদিদ বলেছেন: দাদা, সকলের জবাব না দিয়ে যদি তুমি নতুন কোন পোস্ট দাও, তাহলে কিন্তু একদম 'কাটা' পড়ে যাবে। ইয়ে মানে মান সম্মানের কথাই বলছিলাম। তোমার মন্তব্যের জন্য অপেক্ষা করছি কাজু দা।
২০ শে জুন, ২০১৬ রাত ১১:২৫
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি তো খিস্তীমিস্তী কিছুই দিলে না কি আর বলব | তোমার ঝুলিতে কি কি খিস্তী আছে আগে দাও তারপর কি বলা যায় বলছি
২২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৩
বন্যলোচন বলেছেন: লাস্ট তিরিশ বছরে পশ্চিমবঙ্গে কজন 'বাংলা' লেখক চেহারা দেখিয়েছেন? আপনি কি ট্রোল? কাবোদাচো? নাকি বুদ্ধি প্রতিবন্ধী? ব্লগিং করছেন তাও তো বাংলাদেশের ব্লগে, নিজেরা কিছু করে উঠতে পারেন নাই, আর এসে বলেন আপনারা শ্রেষ্ঠ, সুপিরিয়র!
ভারতের সাথে থাকেন না থাকেন, নিজেরা লেখেন না লেখেন, তাতে আমাদের কি? নিজের বিষ্ঠায় নিজেই হাবুডুবু খান, আমাদের জড়াবেন না।
সেধে গোলাম-আজম-মারা কেন খেতে আসেন?
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪২
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি অনেক কিছু জান
২৩| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৮
জাহিদ শাওন বলেছেন: আনন্দ পাবলিকেশন পারলে মতিকণ্ঠ পারেনা কেন ?
এই মূল্যবান মতবাদের জন্য আপনাকে মতিকন্ঠ সেরা সাহিত্যিকের পুরষ্কার দেয়া সময়ের দাবী।
২০ শে জুন, ২০১৬ রাত ১১:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: শামসুর রহমানকে ছোট করলে | কেননা আনন্দ পুরস্কার শামসুর রহমানও পেয়েছিল
২৪| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৩
ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: দাদা, এইসব বালছাল না লেইখ্যা আমার সাথে ডিসকোতে চল, তোমারে স্বাধীন বাংলা মাতাল সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেব বছরের সেরা মগজহীন সাহিত্যিক হিসাবে।
১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
দেবজ্যোতিকাজল বলেছেন: কবি হবে?
২৫| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দাদা আপনি যে সাহিত্যিকদের কথা বলছেন তারা সবাই দেশভাগের পর বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছিল। তারপর তারা আপনাদের কলকাতার সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তারা বাংলাদেশেরই সন্তান। কিন্তু বর্তমানে কয়জন লেখক আছেন আপনাদের রাজ্যে যারা উন্নতমানের সাহিত্য রচনা করছেন সত্যিকারের বাংলা ভাষায়। বাংলা ভাষা্ওতো ঠিকমতো বলতে পারেন না। কথায় কথায় ছ চলে আসে। অতীতের লেখকদের সাহিত্য ধুয়ে আর কত পানি খাবেন দাদা। এবারতো থামুন।
২০ শে জুন, ২০১৬ রাত ১১:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিক বলেছো | রবি ঠাকুরের বাড়িও একসময় বিডিতে ছিল কিন্তু দুঃখ ধরে রাখতে পারনি |
২৬| ২০ শে জুন, ২০১৬ রাত ৯:২৭
কিরমানী লিটন বলেছেন:
১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: [@]
২৭| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: চেতনা ভাষার ঐক্য পরে হবে, আগে জল চাই গো। তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, জল চাই। চেতনা নিঙরে জল চাই, সাংস্কৃতিক ঐক্য ভেঁজে জল চাই, উপচে পড়া ভালোবাসার মাঝে জল চাই।
বঙ্গীয় লোকজন বড্ড বেহায়া, এত এত ভালোবাসা দিলাম তবুও এক রত্তি জলের জন্যে কি হাহাকার। আরে, ম্লেছ যবনের দল জল লাগবে কেন রে, আমাদের মিষ্টিঝড়া কথায় কি তোদের তেষ্টা মেটেনা?
২০ শে জুন, ২০১৬ রাত ১১:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: দিয়ে কি মানুষের ভালবাসা পাওয়া যায় যারা প্রেমিক স্বার্থ ছাড়াই ভালবাসে | মানুষের কি চাহিদার শেষ আছে ? নেই
২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪
প্রশ্নবোধক (?) বলেছেন: দেবজ্যোতিকাজল লিখেছেন, নামীদামী সব সাহিত্যিক কবি সব পশ্চিমবঙ্গে বাস করে। ডাডাগো, সুভাষ চন্দ্র বসু, মাষ্টারদা সূর্যসেনের বাড়ী কোথায় গো? হিটলার ব্রিটেনরে বাশ না দিলে তোমার অহিংস আন্দোলনে পশ্চিমবঙ্গের সাহিত্যচর্চা মঙ্গলগ্রহে এলিয়েন চর্চা করতো।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশে জন্মানোর পর তারা বাংলাদেশে থাকতে পারল না ? এটা তোমাদের লজ্জা,.।
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
পদ্মপুকুর বলেছেন: বহু আগে ব্লগে "গাছ ভুদাই" বলে একটা টার্ম প্রচলিত ছিল... ওইডা মনে পড়ে যাচ্ছে..
৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
পুকু বলেছেন: nimno maner bloger!!!!!
amar scooler diner kotha mone pore gelo!!!!
eai bhabei schoole torko kortam!!!!
besir bhag bloger ekhono immature,baccha!!!
৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩
পুকু বলেছেন: apnader motokore bhable english literature niye to bivinno desher modheye lathalathi hoyer kotha!!!!
joto sob bebokuf!!
milton england
hemigway america
willsber smith africa
asia te to sobai jano ki ar bolbo
৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
পুকু বলেছেন: I agree with skito shabon!!!! universal truth!!!!
৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
প্রশ্নবোধক (?) বলেছেন: লেমচি ব্লগারদের মোজোর বিজ্ঞাপনটা দেখানো দরকার। "যা রাহো না বাংলাদেশ, মিলেগা বারাবার মিলেগা"।
৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৩
সোহানী বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সাথে তর্কে যাবার মত রুচি আগে কখনই ছিলো না, এখনও নেই। পাশাপাশি, বির্তকে অংশগ্রহন করার মত সাহস এবং জ্ঞান দুটোই আপনার আশংকাজনকভাবে কম। ফলে আপনি স্কীপ করে জবাব দেন।
হাহাহাহা মন্তব্যগুলা পড়ে আমি হাসতে হাসতে শেষ। দাদা আপনি কই..... এতো মধুর সম্ভাষনের মাঝে আপনি গায়েব কেন???
২১ শে মে, ২০১৭ রাত ১২:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গ সরকার আজ ( 20.05.2017 ) বাংলাদেশের শিল্পী রেজওয়া চৌধূরী বন্যাকে বঙ্গবিভূষণ পুরস্কার দিলেন ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪২
সিক্ত শ্রাবণ বলেছেন: ঠিক বলেছেন দাদা। বাংলা ভাষা চর্চা যারাই করুক, সে তো আমাদের ভাষারই সমৃদ্ধি। তাহলে কেন শুধু ভৌগলিক সীমায় আটকে থাকা?