নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
মেঘ বলছে , জলের কবিতায় ঈশ্বরকে ডুব দাওয়াও
স্নানঘর ভেঙ্গে গেছে
অস্ত্রের আঘাতে , শাস্ত্রের বিদ্যুৎস্পৃষ্টে ;
কবিতার চোখের চত্বরে রাতজাগা
কালি ছটফট রাত্রি ,
বালিশের নীচে আতঙ্কের হরিৎ হাবুডুবু নিশ্চুপ ।
স্বপ্ন তবু দুঃস্বপ্নের দু'পায়ে হাঁটে-
বিছানার চারপাশে ;
ঘড়িতে টিকটিক শব্দ নেই ,
একদম অক্রবাণ
চুপ ! এখন বিপর্যয় চলছে ।
:
ঈশ্বরের হাসির গুঁড়ো ঝড়ের মত চমকে দেয় ,
চাপা পড়া দেওয়ালস্পৃষ্ট আর্ত্মনাদ
দিনান্তের ঘাতক বন্ধু ।
:
ভুল হয়ে গেছে , বাতুল রোগাক্রান্তে
মুখস্তো করা হয়নি ঈশ্বরের কথামুকুল ।
প্রকাণ্ড ভয়ের অন্ধকার যে ,ঘরের শেষে ।
প্রার্থনার-হাত সবসময়ই নিরাস্ত্র থাকে
তবুও ভাল হত বিগ্রহ ঠোঁটে ঈশ্বর স্তূতি
এতে নাকি মানুষ চেনা যায় ।
:
হে ঈশ্বর এই শুভবুদ্ধিটা আগে দাওনি কেনো ?কেনো বলনি , তোমার কৌটতে আমাদের প্রান ভ্রমরা কথা । অজস্র ভৈরববাহিনীর হাতে শাস্তি তুলে দেবার আগে ।
ছিঃ ! নিরাপদ মজাটাই আর রইল না
এই দখলদারি নেতার জন্য…
১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮
আলম দীপ্র বলেছেন: বাহ!
কবিতা তো আগুনের নাম!
বেশ লেগেছে!