নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
«»«»«»«»«»«»«»«»«»«»«»«»«»«»
:
বর্ষাবুড়ি উঠোন জুড়ে , মেঘমাংস
ঘুম চোখে জ্বলছি আমি , কাদায় ম ম রাত
চাঁদের কোলে , ক্লান্ত শরীর নেতিয়ে পড়া
অনেক পথ , পেরোই আমি নদীখাত ।
:
ভিজে গেছে , মাঠের মাথা , ঘাসফড়িং ।
গাছের পাতা , কাঁদছে চোখ , চারপাশে
রাতের মত , এলে তুমি , হাত-পা ঝেরে
ঘুম পাড়ানি , এসে বসে , চোখের কাছে ।
:
বৃষ্টি তুমি দিশাহারা , শহর পথে
ঘুরছো তুমি যাযাবরে , রুদ্রদলে
ফিরতি পথে , আমায় ডেকো কানপেতে ।
রেলগাড়িটা শীতে কাঁপে , বৃষ্টি জলে ।
:
মেঘে মেঘে বিয়ে দিব , যাবে তুমি ?
শিয়াল কুকুর থাকবে কিন্তু , সহজপাঠে ।
এক পাশেতে থাকবে তুমি ,অন্যপাশে রোদ
আমরা সবাই বসব হেসে , ফুঁচকা খাওয়া মাঠে ।
:
কবিতা খাতা , তোমার নামে পাতি
তাই তো তুমি , একটু তুমি , বসো ।
ইলিশ ভাজা , মেঘের থালায় দিব
কাঁদবে না প্লিজ , এবার একটু হাসো ।
১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল আছি ।
১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল আছি ।
২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০
আবুল হায়াত রকি বলেছেন: বৃষ্টির কবিতায় ভাললাগা রেখে গেলুম দাদা।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
৩| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৩
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪
কল্লোল পথিক বলেছেন:
খাসা হয়েছে দাদা!
কেমন আছো তুমি?