নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
এক
:
রাত ঘুম খেয়ে বাঁচে , চাঙ্গর চোখে ।
'জাগ রহ ' 'জাগ রহ' অৎপাতা ঠোঁট
একটা আস্ত গোলিকে ঘুম পাড়িয়ে ছাড়ল ।
পৌরসভা থেকে কুকুর মেরেছে ,
মানুষকে জাগাবে বলে । শিরোধার্য ।
তবুও ভাল ছিল , গাঁটকাটা ,
সিঁধেল , বাঘাকুকুর , হুতুম পেঁচা-
কেরোসিন ঢালা ল্যামপোস্ট ,বিদ্যাসাগর ।
দুই
:
বেআবরু , অবাচ্য ,, অশ্রাব্য এক-পৃথিবী রাত
ভিন্ন ভিন্ন রসায়ন বাড়তিফসলের সার
মূল্যবৃদ্ধি এখন রোজকার ঘটণা । পিঁপড়েদের মত ।
যৌনপল্লীতেও টাকার চপেটাঘাত
ক্ষুধা আর উষ্ণশরীর জানান দেয়-
মূল্যবৃদ্ধির মহামিছিল ।
দু'টাকা কেজি চাল সঙ্গে ফ্রী সেক্সের ।
তিন
:
আপনার পিছনে তাকিয়ে আছে
ঈশ্বর আর তোলাবাজ । বেয়াদপ-
হারামজাদার নোংরা ঠোঁটে রক্ত ঝরে
সীমা ,পরিসীমা রোগাক্রান্তে হাসে
হাসতে হাসতে ভাসতে ভাসতে
কলম্বাসকে আবিষ্কার করে
রুক্ষ ধূ-ধূ ম্যাজিক ,রুমাল থেকে পায়রা
ঈশ্বর অবিশ্বাসিরা নাস্তিক । চুপি চুপি ধন্যবাদ ।
তোলাবাজ বিশ্বাসিরা আস্তিক
দিনান্তের শেষে উড়তে উড়তে
শয্যাশায়ি পক্ষাঘাতে মরে ।
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪
দেবজ্যোতিকাজল বলেছেন: আর বলনা ,কবিতার সাথে শিরনাম ফ্রী দিয়েছি । যেমন , শ্যাম্পুর সাথে সাবান ফ্রী
২| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩
আবুল হায়াত রকি বলেছেন: তাহলে ঠিক আছে, দাদা।
৩| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে লিখাগুলো...
শুভকামনা...
১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮
দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে আমারও শুভেচ্ছা রইল
৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: শরীর ভাল তো? ধন্যবাদ রইল
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০০
আবুল হায়াত রকি বলেছেন: দাদা, শীরোনামের সাথে কবিতার সামন্জস্য নেইত!
কবিতা অসাধারণ আর শীরোনাম অতি সাধারণ ।