নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

কবিদের জন্য সুখের খবর ।। এসো , দলবদ্ধ ভাবে নিজেদের প্রতিভার প্রকাশ করি ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

দুই বাংলার লেখকদের বই স্বপ্নকবিতা সংকলনএকটি ইচ্ছে আকাশমুখী
কলকাতা থেকে প্রকাশিত হবে ।
:
যারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন তাদের নামের তালিকা-
«
»
®Masum khan - বাংলাদেশ

®Purab banerjee - পশ্চিমবঙ্গ

®অগ্নি কল্লোল রিয়াজ - বাংলাদেশ

®বর্ণালী সেন - পশ্চিমবঙ্গ

®ডাঃ মুহম্মদ রহমতুল বারী - বাংলাদেশ

®মোঃ শাহজাহান আলম বিপ্লব - বাংলাদেশ

®আলমগীর সরকার লিটন - বাংলাদেশ

®শাহীন এমডি - বাংলাদেশ

®রাজদেব - পশ্চিমবঙ্গ

®মেহেদী রবিন - বাংলাদেশ
©সুকুমার সরকার-পশ্চিমবঙ্গ
©সুমন কর-বাংলাদেশ

®শুভ্র

®দেবজ্যোতিকাজল
:
করণীয়ঃ

☑১০ টি কবিতা পাঠাতে হবেসেখান থেকে বাছাই করা হবে
☑কবিতা পাঠাতে হবে - [email protected]
/[email protected]
☑কবিতা সর্বনিম্ন ৮ লাইন এবং সর্বোচ্চ ২৪ লাইন
☑কবিতা মেইলে ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে
☑কবিতা পাঠানোর শেষ তারিখ ৩১-১০-২০১৬
☑নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বারসহ পাঠাতে হবে
☑প্রকাশে খরচ - ১৩০০ টাকাকবিতা নির্বাচিত হওয়ার পর মেইলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে
☑যে নামে কবিতা প্রকাশে ইচ্ছুক সেটা উল্লেখ করে দেবেন
☑আপনার লেখা ১০টি কবিতা যা ইতিপূর্বে কোথাও ছাপা হয়নি ব্লগ পোস্টে উল্লেখিতভাবে [email protected]
এ ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দিনঅনলাইনে প্রকাশিত হলে সমস্যা নেইতবে অপ্রকাশিতগুলো উল্লেখ করে দেবেন
☑আমরা কবিতা সিলেক্ট করে আপনাকে মেইল করবো

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

রাবেয়া রাহীম বলেছেন: আচ্ছা পাঠাবো। কিন্তু ভারতে টাকা পাঠাতে খুব ঝামেলা। টাকা পাঠানোর কোন সহজ পদ্ধতি জানা থাকলে জানাবেন প্লিজ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: টাকা বাংলাদেশে জমা দেওয়ার জায়গা আছে কিন্তু নিয়ে আসতে একটা খরচ আছে । তোমাদের যেটা সুবিধা হবে সেটাই হবে ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি আমাদের সাথে থাকতে পার । ভাল হবে ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

প্রামানিক বলেছেন: আমি ছড়াকার। আমি তো কবিতা লিখতে পারি না, তাহলে আমি কি করবো?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি আমাদের সাথে থাকতে পার । ছন্দবদ্ধ লেখা শুধু ছড়াই হয়না ,কবিতাও হয় ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

বিলুনী বলেছেন: নবীন লেখকদের বই স্বপ্নকবিতা সংকলনএকটি ইচ্ছে আকাশমুখী
কলকাতা থেকে প্রকাশিত হবে ।

ধন্যবাদ সংবাদটি দেয়ার জন্য । প্রতিস্ঠানটি সম্পর্কে কিংবা তাদের সাংগঠনিক কিছু বিররণ দিলে এমন মহতি একটি প্রতিস্ঠান সম্পর্কে বিষদ জানতে পারতাম । সম্ভব হলে প্রতিষ্টানটির অফিসিয়াল ওয়েব এড্রেস জনালে বাধিত হব ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: না এটা আমাদের ব্যবসা নয় । এটা মনের তাগিদে করছি । আমি চাইছি দলবদ্ধভাবে আমরা প্রকাশ হই । দুই বাংলার সাহিত্যিকদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হোক । ইচ্ছা থাকলে আমাদের পাগলামিতে আসতে পার

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

প্রথমকথা বলেছেন: বিষয়টা পরিষ্কার করেন প্লীজ, কয়টা কবিতা কিছুই বুঝতেছিনা, আরো ক্লিয়ার করেন ভাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: পোস্টে তো সব কিছুই বলা আছে । ১০টা ভালমানের কবিতা দিতে হবে ।
প্রশ্ন কর । উত্তর দিব ,যা যা জানতে ইচ্ছা করছে

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

শরতের ছবি বলেছেন: বাহ ,ভালোতো।পাঠাবো কিনা ভাবছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: মন স্থির করে আমাদের জানাও

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ১০টা কবিতা মেল করে পাঠিয়ে দাও

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২

সুমন কর বলেছেন: সাথে আছি, আপনাকে ফেবুতে রিকোস্টেট পাঠিয়েছি। কিছু করার হলে বলবেন। আমার মেইল এ্যাড্রেসও আগের প্রতি উত্তরে দিয়েছিলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি আমাদের বই-এ থাক কবিতা দিয়ে । বইটা ভালমানের করব । পাক্কা কুড়ি হাজার খরচা হবে । কলকাতার বই মেলাতে বিক্রয়ের ব্যবস্থা করা হবে । ভাবছি অনেক কিছু কতটুকু করতে পারব সে বাস্তবেই বলে দেবে । তবে সবাই যদি নিঃস্বার্থভাবে সহযোগিতা করে তবে ভালই হবে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: ১০টা কবিতা মেল করে পাঠিয়ে দাও

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

শরতের ছবি বলেছেন: আমি পাঠাবো ,মনস্থির করে নিয়েছি। সব প্রয়োজনীয় পরামর্শ দেবেন আশা করছি।টাকা কিভাবে, কখন পাঠাতে হবে সেটা বলবেন।
ধন্যবাদ এমন আয়োজনের জন্য দাদা। ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি এই মেলে ম্যাসেজ কর । আর আমার ফেসবুকে এসো । দেবজ্যোতিকাজল লিখে সার্চ দাও ,দিয়ে একটা রিকোয়েস্ট দাও ।
[email protected]

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

অরুনি মায়া অনু বলেছেন: উদ্যোগ টা ভাল লেগেছে। শুভকামনা রইল :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ………«®¿©»

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩

শরতের ছবি বলেছেন: suvro280192@gma il.com /debajyotikajal.x@ gmail.com এই এমেইলে দুটিতে ইমেইল যাচ্ছে না কেন?
দুবার ট্রাই করলাম। error দেখাচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি প্রথম ইমেলে ম্যাসেজ কর । দেখ তোমার কোথাও ভুল হচ্ছে । ঠিকঠাক পাঠাও হয়ে যাবে ।
[email protected]

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা থাকলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: এই ব্লগের বন্ধুদের সঙ্গে গভীরতা বাড়াতে চাই । চাই দুই বাংলার মধ্যে বাঙালীয়ানা স্থাপন হোক অন্তর থেকে

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পোস্টটা দেওয়ার জন্য ধন্যবাদ দাদা। আশা করি সব ঠিকঠাক এগোবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: হুম্……………©¿®

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: তুমি কি কোলকাতায় থাক?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: না । আমি রায়গঞ্জ থাকি । উত্তরদিনাজপুর জেলা ।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: ভাল উদ্যোগ। শুভকামনা রইল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও শুভেচ্ছা………:D

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

শরতের ছবি বলেছেন: দিলাম পাঠিয়ে ১০টি কবিতা ।দেখি একখানা টিকে কি না । আজই পাঠালাম। এই মুহূর্তে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিক আছে । তোমার আসল নামটা দিয়ে দিবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.