নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
বাতাস আসে দরজা ডিঙ্গিয়ে , গাছে গাছে শুকনো পাতা
শব্দ নেই ,শব্দ নেই সেই-তো এলো চাঁদের পিঠে
ছোটন পীসি রান্না ঘরে , মাছের গন্ধে বিষ্টি পড়ে
দুপুর তখন এককৌটো ,দুপুর এখন গরম ভাতে ।
:
তুমি সঙ্গে ছিলে , তুমি বিছানার পাশে আর্টেমিস
কি আগুন বল্গা হরিণ , ওগো যুবতী এদিক্ ফিরো
কি উপায় বলো-তো ! পঞ্চাশ আমার ভাঙতে থাকে , টের পায় ।
জ্বলতে জ্বলতে সহস্র পুরুষ , বুকের লোমে ছিদ্র খোঁজে ।
হে অ্যাফ্রোডিটি !
আমার চাই কুড়ি-কুড়ি
আর চাই , ভিক্টোরিয়ার বাদাম ভাজা ।
:
নতুন জীবন । আমি‘ টিটিয়াস’ , তুমি ‘লিটো ’
যেমন খুশি সমাজ । তরুণ কবি , উপচে ওঠে প্রেম
উলঙ্গ মেকাবহীন পৃথিবী ,ইউনিভার্স কর্পোরেট কপোত-
শুনছো কি !
দেখছো কি !!
বাতাস ফেরার সময় শাসিয়ে গেছে
বুঝতে চেষ্টা করো , আর কিছু নেই করার
যেমন খুশি মাড়িয়ে যেতে পারো…
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন লাগলো
ধন্যবাদ
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।
অনেক ভালোলাগা রেখে গেলাম।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন কবিতা । কবিতার আড়ালে ছন্দময় কথামালায় বলা হল কত কথা । মনে পরে যায় চাদের অন্য পিঠ কেন, দেখা পিঠেইতো কলঙ্ক আছে নাকি নাই তা এখন আর বুঝাই যায়না । রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে এককালে মনে হত চাঁদের গায়ে যেসব রেখা দেখা যায় তা হচ্ছে চাঁদের কলঙ্ক। পরে জানা গেল সে সব নয় কলঙ্ক, সেগুলি চাঁদের পিঠ অত্যন্ত এবড়ো-খেবড়ো, অসমান।
এ কবিতাটিতেও দেখি তাই
কি আগুন বল্গা হরিণ , ওগো যুবতী এদিক্ ফিরো
কি উপায় বলো-তো ! পঞ্চাশ আমার ভাঙতে থাকে , টের পায় ।
জ্বলতে জ্বলতে সহস্র পুরুষ , বুকের লোমে ছিদ্র খোঁজে ।
কবিতাটি বাকি পথ আগায় এমন অভিব্যক্তি নিয়েই ।
ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় প্রৌঢ়ত্বের ছায়া। অভিগ কলম।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০
মেহেদী রবিন বলেছেন: টিটিয়াস আর লিটোর কাহিনীটা জানি না। বাদ বাকি ভালো লেগেছে