নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
↓
●
কলকাতা থেকে প্রকাশিতব্য কবিতা সংকলনের জন্য কবিতা সংগ্রহ।
প্রথম প্রচেষ্টা সত্ত্বেও প্রত্যাশার অতিরিক্ত সাড়াই পেয়েছি আপনাদের কাছ থেকে। সেজন্য রইলো অসংখ্য ধন্যবাদ।
প্রাপ্ত কবিতাগুলো থেকে প্রাথমিকভাবে এখন পর্যন্ত যাদের কবিতা নির্বাচিত হয়েছে -
সুকুমার সরকার
বর্ণালী সেন
মাসুম খান
পূরব ব্যানার্জী
দেবজ্যোতিকাজল
রাশেদ
শুভ্র
রাজদেব
সুব্রত ভারতী
গদাধর পাল
মোঃ জাওয়াদুর রহমান
ইতি সামিয়া
আনিসুর রহমান
ছবি আনসারী
মেহেদী এইচ রবিন
এখনো কবিতা সংগ্রহ করা হচ্ছে। কবিতা পাঠানোর শেষ তারিখ ৩০/০৯/২০১৬।
আপনাদের জ্ঞাতার্থে -
১। প্রথমত ২০ জন কবি নেবার ইচ্ছে থাকলেও যেহেতু এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগ সেহেতু কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কবিসংখ্যা কমিয়ে ১০ জন করা হয়েছে।
২। প্রত্যেকের সর্বোচ্চ ৮টি করে কবিতা প্রকাশিত হবে।
৩। প্রতিজনে খরচ - ২৬০০ টাকা ( পূর্বে ১৩০০ টাকা ছিল। তবে কবিসংখ্যা অর্ধেক করায় সেটা দ্বিগুণ হয়ে গেছে)। যাবতীয় খরচ এখানে অন্তর্ভুক্ত আছে।
- পশ্চিমবঙ্গে যারা তাদের ২০০০ টাকা (পূর্বে ১০০০ টাকা ছিল)।
৪। সমমূল্যের বই দেওয়া হবে।
৫। বাংলাদেশীদের ক্ষেত্রে বই বাংলাদেশের একটি নির্দিষ্ট ঠিকানায় পোঁছানো হবে। ঠিকানা জানানো হবে। সেখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে।
আমাদের এই প্রচেষ্টায় আপনার অংশগ্রহণ কামনা করছি। মতামত দিয়ে উপকৃত করবেন।
●কবিতা পাঠাতে হবে -
[email protected]
/[email protected]
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
কাঁটাতার, ফারাক্কা, এই শব্দগুলো বাংগালীকে হতাশ করছে আজ; আপনি মিয়া, কাঁটাতার শব্দকে রেখে কিসব সংকলন, মংকলনের কথা বলছেন? আমি এসবের পাঠক নই
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮
প্রথমকথা বলেছেন:
আটটি করে প্রত্যেক কবির লেখা কবিতা হলে আশিটি কবিতা হবে বইয়ে, খুব ভাল। আমার প্রশ্ন হলো পোষ্টে পনের জন কবির নাম প্রকাশ আছেই তাহলে আরো কেন কবি এবং কবিতার দরকার? নাকি পোষ্ট টি আমি বুঝিনি! পাশাপাশি আমার ব্লগে যাবেন, দেখবেন কবিতা পছন্দ হয় কিনা, আমি কবি নয় কিন্তু।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লেখার লেখকে সুযোগ দেওয়া হবে
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার ইচ্ছা থাকলে এই মেলে পাঠিয়ে দিবে
[email protected]
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: চাঁদগাজী,
কাঁটাতার শব্দটা আমার দেওয়া। "কিছু মিথ্যে কাঁটাতার"।
কিছু কিছু পোস্টে রাজনৈতিক মনোভাব আনা উচিত নয়। জোর জবরদস্তি পাঠক কাউকে বানানো হয় না।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
@প্রথমকথা-
ভালোর তো শেষ নেই। তাই আরো ভালো কিছু কবিতা পাবার জন্যেই পোস্টটি দেওয়া। বইটি যাতে করে মানসম্মত হয় সেটা আমাদের উদ্দেশ্য। আর প্রাথমিকভাবে নির্বাচিত মানেই চূড়ান্তভাবে নির্বাচিত এমন নয়।
এটা আমাদের একটি প্রচেষ্টা। সবার সম্মিলিত সহায়তায় যেটা সম্ভব।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
প্রথমকথা বলেছেন:
প্রিয় দাদা ইচ্ছে হলো এক রকম স্বেচ্ছাচারী কথা, আর কবিতার মান আরেক কথা তাই বলেছি। আপনি রাগান্বিত হয়েছেন মনে হচ্ছে! আমি আপনাকে আমার ব্লগে ঘুরে আসতে বলেছি দেখতে সত্যি কি আমার কবিতা প্রকাশ করা যাবে কিনা। আমি কোন পেশাধারী কবি নয় তাই দেখতে বলেছি। আমার মন্তব্যে রাগ করলে মন্তব্য ডিলেট করার ক্ষমতা আপনাকে ব্লগ কতৃপক্ষ দিয়েছি। ধন্যবাদ প্রিয় দেবজ্যোতিকাজল দাদা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: প্রথমত আমি রাগ করিনি ...আমরা কেউ পেশাগত কবি না...তুমি কবিতা পাঠিয়ে দাও আমরা দেখে জানাব...বইটা ভাল হোক সবাই চায়...তুমি রাগ না করে পাঠিয়ে দাও
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
মিন্টু শাহজাদা বলেছেন: অনুগ্রহপূর্বক আমার ব্লগ দেখুন। এগুলো নমুনা হিসেবে দেখবেন। আরো আছে। পছন্দ হলে জানাবেন। নির্বাচিত হলে কবিতা কিভাবে, কোথায় পাঠাবো জানাবেন। ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমিএই মেলে পাঠিয়ে দাও কবিতা...
[email protected]
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
দেবজ্যোতিকাজল বলেছেন:
সবার ব্লগে গিয়ে কবিতা দেখা আমাদের পক্ষে সম্ভব ভাই। তুমি ইচ্ছুক হলে তোমার যে কোন ১০ টি কবিতা আমাদের মেইল করুন। আমরা যোগাযোগ করবো
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
প্রথমকথা বলেছেন:
দিশেহারা রাজপুত্র ভাই,
আপনার কথার সাথে সহমত , এই জন্য বলেছি আমার ব্লগে যেতে। যদি ভাল লাগে তাহলে আমার মেইলে মেইল করে জানেবেন। মেইল দেয়া আছে সু প্রিয় ভাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
দেবজ্যোতিকাজল বলেছেন: দেখো সবার ব্লগে গিয়ে এভাবে কবিতা দেখা সম্ভব ...তুমি ১০টা কবিতা পাঠিয়ে দাও
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতা পাঠাতে হবে - [email protected]
/[email protected]
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩
অরুনি মায়া অনু বলেছেন: কবিতার বইটি আমরা পাঠকরা পরবর্তিতে কি পাব কোথাও হতে? বই মেলা বা অন্য কোথাও?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩
দেবজ্যোতিকাজল বলেছেন: পরে জানাব...তবে বই যদি সময়মত রেডি হয় ২১ শে বই মেলায় পাবে
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
@দিশেহারা রাজপুত্র ,
ঠিক আছে
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
@ চাঁদগাজী,
ধন্যবাদ।
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৮
সাহসী সন্তান বলেছেন: রাজপুত্র এবং দেজোকা দু'জনের জন্যই শুভ কামনা! কাজটা সম্পন্ন হলে আসলেই খুব ভাল হবে!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেএ
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
সামিয়া বলেছেন: শুভ কামনা!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
আবু ইশমাম বলেছেন: কাব্য সংকলন মানেই পকেটের টাকা কাটা যাওয়া ইচ্ছা না থাকা সত্তেও নিজের কবিতা প্রকাশকরতে হলে টাকা দেয়া। ভাল চালিয়ে যান।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
প্রামানিক বলেছেন: এমন উদ্যোগকে অভিনন্দন জানাই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি থাকতে পারতে ভাল হতো
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
গেম চেঞ্জার বলেছেন: ডু ইট!!
১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১
ইমরান আল হাদী বলেছেন: আপনাদের সুন্দর প্রচেষ্টা সফল হোক।
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
মিন্টু শাহজাদা বলেছেন: মেইল করা হয়েছে।
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: মিন্টু তোমার মেল পেয়েছি কিন্তু এবার কবি পূরণ হয়ে গেছে । এই বইএর পর একটা গল্প সংকলন ও প্রেম পর্যায় কবিতা সংকলন বের হবে.তুমি আমার ফেবু এসো..আমার ফেবর নাম Debajyoti dutta অল্প বয়সের দাঁড়িওলা চশমা পরা ছবি আছে
২০| ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৭
ঢ্যাঙা মোস্তাফা বলেছেন:
তুমি একটা রামভুদাই। দুই বাংলা এক করে লেখলে সেই লেখা তোমরা দাদারাও কিনবা না, আমরা তো পাত্তাই দেই না তোমাদের ছাগলমার্কা বাংলাকে। এরচেয়ে আমাদের পত্রিকাগুলাতে লেখা পাঠাও, ভাল হইলে দুয়েকটা ছাপা হবে, নীলক্ষেতে বিক্রি হতে পারে ভাল হলে।
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ
২১| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০২
নোমান প্রধান বলেছেন: পরবর্তী সুযোগ কবে আসছে??
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪২
দেবজ্যোতিকাজল বলেছেন: পরবর্তিতে ছোটগল্পের সংকলন বের হবে সঙ্গে প্রেম পর্যায়ের কবিতা সংকলন...
যোগাযোগ[email protected]
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: দেবজ্যোতিকাজল,
আপনাকে ধন্যবাদ উদ্যোগটার জন্যে।