নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাত্রি

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৬


আমার জিহ্বা থেকে খসেপরে কবিতা শব্দ
তার পোষাক হিসেবে একই সুর , গান

তার কাঁধ থেকে স্খলন মধ্যরাত্রি
শুভরাত্রি রিং টোন মোবাইলে তরঙ্গ

যদিও ঘুম উভয় আমাদের মন
অনেক দূরে রাতের স্নিগ্ধজ্যোতি ফ্যাকাশে

মধ্যরাত্রি সব সময় ভোগক্লান্ত
আনন্দের সঙ্গে উদ্যোগী জীবন
লাজনম্র চকমক হতে পারত মধ্যরাত ফুল
তুমি আমি দূর হতে ক্ষণস্থায়ী

হ্যালো , মধ্যরাত্রি
রসাতল তৈরি করুণ বিশ্রামহীন চিন্তার
হৃদয়ে মৃতু বেঁচে আছে , প্রস্তুতি নেই...

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

শাব্দিক হিমু বলেছেন: ভালো লিখেছেন ...


মধ্যরাত্রি সব সময় ভোগক্লান্ত
আনন্দের সঙ্গে উদ্যোগী জীবন
লাজনম্র চকমক হতে পারত মধ্যরাত ফুল
তুমি আমি দূর হতে ক্ষণস্থায়ী

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: হুম । ধন্যবাদ

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


রাতের উপভোগ্যতা ফুরিয়েছে অনেক আগেই।
আজ শুধু পাংশুটে চাঁদ বলে যায়-
পৃথিবী, নথিবদ্ধ ফাইলের তলে
খুঁজে নাও ছাপোষা চাঁদনি রাতের প্রেম।
সুখ বিলিয়েছি অনেক,
আজ জেগে রই,

যদিও ঘুম উভয় আমাদের মন
অনেক দূরে রাতের স্নিগ্ধজ্যোতি ফ্যাকাশে

প্রেম হারিয়েছে বিদ্যুৎ প্রভা!


খুব ভাল লাগল। তাই দুলাইন আমিও গেয়ে দিলাম!

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

দেবজ্যোতিকাজল বলেছেন: অসাধারণ লিখলে ।
আমার কবিতার চেয়ে তোমার কথাগুলো ভাললাল

৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৩

অরুনি মায়া অনু বলেছেন: মধ্য রাতের কবিতায় অনেক ভাল লাগা।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হয়তো ভালো লেগেছে।, এমনটাই মনে হয়। কবি অনেক কষ্ট করে কবিতা লিখেন। পাঠকের সেটি ভালো লাগা খুব দরকার।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

কল্পদ্রুম বলেছেন: লাইনগুলো চমৎকার!

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.