নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
সুকৌশল সীমাবদ্ধ
স্মিত মুখ মিথ্যা কথা বলে
ফাঁকা মুখ সত্য বলে ,
বিশ্বাস স্থাপন ক’জন করে ।
একটি সুন্দর মেয়ে
যার হাসি বিরল
শান্ত-ঝড় , ঠাণ্ডা অসাড় ,
মনে রাখে তবুও ক’জন ।
গোলাপী বর্ণ , সৌন্দর্য তারি সৌচিক
ঠোঁট জুড়ে ভ্রূকুটি ,দাঁত পর্যন্ত সুসংগত
চোয়াল চিবুক ঠুং ঠুং এক্সপ্রেশন স্বাক্ষরিত
ঘুম থেকে উঠে ক’জন দেখে ।
মেয়েটি ঝাপসা হয়ে আসে
কোনটি স্মিত
কোনটি ফাঁকা
কুৎসিৎ তার মিশ্র দ্রবন অসঙ্গতি ,
ক’জন তা বুঝতে পারে ।
আমার ঠোঁট থেকে সময় চিহ্ন দূর চুম্বন
হেঁটে চলি হাবুডুবু উদাত্ত অন্ধকারে
দায় কি শুধুই আমার-
বিকৃত ধারণার সাথে শত্রুতা করতে !
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬
ধ্রুবক আলো বলেছেন: দারুন কবিতা খানি,, দাদা খুব ভালো লাগলো.,,
+++
ধন্যবাদ ও শুভেচ্ছা
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতার জন্য অভিন্দন।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকে ও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ