নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আমি ভাবিনি , তুমি পালন করবে ভূমিকা
ভাবিনি তুমি হবে হৃদয় খাক ।
বোকার মত বিশ্বাস ছিল ,সুন্দর সূচনা
পৃথক হবার ধাক্কাটা বুঝতে পারিনি ।
আমি এই অনুভব করতে পারব না
এ সত্যিই অপ্রত্যাশী বজ্র নীরব ঠাট্টা ।
তুমি আমার অদ্ভূত চালিত শক্তি
খুশি করেছ বারবার পথহীন সুগন্ধিতে
কি ভাবে করতে খুশি , বলো ! যদি-
ঘৃণাই করতে হবে শেষ বিকেলে !
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫
দেবজ্যোতিকাজল বলেছেন: বেশি কথা আর কেউ ভালবাসে না
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫
দেবজ্যোতিকাজল বলেছেন: বেশি কথা আর কেউ ভালবাসে না
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪
সামু পাগলা০০৭ বলেছেন: বেশ লাগল! ধন্যবাদ।
শুভেচ্ছা রইল!
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১
ধ্রুবক আলো বলেছেন: শেষের কথাটা ছিলো হৃদয়স্পর্শ করার মতন.... ++
খুব ভালো লাগলো পড়ে
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
অরুনি মায়া অনু বলেছেন: আমি তুমি, তুমি আমি মন্দ নয়।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪৯
সোহানী বলেছেন: আহ্ অনেক ভালোলাগা...
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমি তুমি, তুমি আমি, এ যদি বিশ্ব হয়ে যায়, সাড়ে ৭ বিলিয়নের কথা কারা বলবেন?