নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
তার ঠোঁটের স্বাদ , চুলের গন্ধ
অন্তত ঠিকঠাক ছিল আমার কাছে ।
তার হাসি বায়ু তরঙ্গায়িত
কণ্ঠস্বর অনুভূতি শহর পথ ।
তার অগোছালো শরীর
আমার মেরুদণ্ড সোজা করে ।
তাকে আমি অনুশাসন বলি
সংজ্ঞায়িত ভালবাসা বলি ।
নৈরাজ্য ছন্দ পতন বিকারগ্রস্ত ভালবাসা চাই
সমস্ত শরীর , বিশুদ্ধ , জটিল , সোজা,- সুতরাং সসীম ।
আমি এখন সময় গ্রহন করে দেখি
নিখুঁত অন্তত পারফেক্ট আমার কাছে...।
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪
দেবজ্যোতিকাজল বলেছেন: হুম তোমাকেও নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৬
ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা ।
ভাল লাগল যখন দেখি
তাকে আমি অনুশাসন বলি
সংজ্ঞায়িত ভালবাসা বলি ।
নববর্ষে লিলি ফুলের শুভেচ্ছা রইল
সুন্দর ও সাফল্যময় হোক জীবন
এ কামনাই করি ।
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও নববর্ষের শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, নতুন বছর শুভ হোক.....
শুভ কামনা রইলো