নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
তুমি যখন বললে ,
তোমায় আমি কিনেছি ।
আমি সব সময় ভাবি ,
যতটা চোখ যায় তাকিয়ে ,“হ্যাঁ” ।
তুমি যখন বললে ,
আমাকে তুমি নাও পেতে পার ।
আমি সব সময় ভাবি ,
প্রতি ইঞ্চি অন্ধকার দূরত্বে তাকিয়ে, “হ্যাঁ” ।
তুমি যখন বললে ,
তুমি আমার তার বদলে ।
আমি সব সময় ভাবি ,
আমার অভ্যাস অনুভব দু'চোখ অশ্রুত,“হ্যাঁ” ।
আমার প্রেম , মিষ্টি আত্মহত্যার লীঢ়
তুমি ভেব না ।
আমি তোমাকে নিয়ে সময়ই ভাবি মানানসই ।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন:
সব চিন্তা যে তোমাকে নিয়েই
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১
সুমন কর বলেছেন: ভালোই হয়েছে।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন লেখা, খুব ভালো লাগলো কবিতা খানি +++
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতা।