নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
এ অন্তর্বেদনার নাম কি ?
ব্যথায় স্তূপাকার , স্যাঁতস্যাঁতে ব্যর্থতা
ছোট ছোট শিরায় সংগ্রহ করা হবে
তার মহান স্মৃতিও সংরক্ষিত হবে
পরীক্ষার জন্য মেঘ স্রোতে আগমনীয় ।
এ বিরেচনের নাম কি ?
ভুলটা ছিল , অপরিবর্তীয় তৈরি ভুল
স্ববিরোধী মনে হলেও তৃতীয়বার ।
কারণটা ছিল
নিরবোধি লোকদের রক্ষা করতেই
স্নাতক প্রদর্শনী বাতায়নে চোখ রাখা ।
এ ভাষার নাম কি ?
যে বোবা হতেই , বিপজ্জনক নিরবতা ,
একটা দূর্বল জিম্মি , স্থানচ্যূত বিমুক্ত স্বপ্ন
তুচ্ছতার জৈব সংজ্ঞায় যা হয়েছে শেষ ।
এ ছিল - শিল্প ষড়যন্ত্র
স্ক্রল অভিবাদন ।
মাফ করবেন .....ফাঁকা নিঃসঙ্গতার মধ্যে
.......নিঃসঙ্গতা হারিয়েছে ।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
টুনটুনি০৪ বলেছেন: আপনার চমৎকার কবিতাটা পড়ে ভাল লাগল ।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯
সাহিদা সুলতানা শাহী বলেছেন: অসাধারণ। চমৎকার হয়েছে কবিতাটি।