নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
সেই ছোটবেলা
বাগানে ফড়িং-এর সাথে পরিচয় ।
চোরে মত চুপি চুপি আঙুলে রঙিন অধ্যায়
মৌটুসি পাড়ার মেয়ে , মেয়েরা যেমনটি হয়
মাটির মধ্যে দাঁড়িয়ে ভেজা টাইট শরীর
এক একটা যন্ত্রণা গুলতি ছুঁড়া পাখি
রক্তাক্ত যন্ত্রণা , পাতা , মাটি ,বট দেহ মূল
মাটির নীচে ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজে একশা
সেই ছোটো বেলা
বাগানে পাখির সাথে পরিচয়
সেই পাখি বলেছিল , “কেও নও তুমি ”
ভেজানো দরজা জং ধরা চাবি
প্রবেশ পথে লক্ষণ রেখা ,উপুর করা প্রাণ
গড়িয়ে চুঁইয়ে নদী , শহর গ্রাম যাযাবর পাখি
আমিও বলেছিলাম, তুমিও আমার কেও নও
চোখ গলে সমুদ্রের জল নোনায় মিষ্টি স্বাদ
ফড়িং , পাখি জেগে ঘুমায় বুড়ো ভামে
বাগানটা ,বাগানি আছে , শক্ত দুপুরে
তিক্ততা.রোদ জামার ভাজে ভাজে তুমি
প্রবাহিত উষ্ণ রঙের ত্বক আর-
সুগন্ধি মস্তিষ্কো বন্দি চামড়ার মানিব্যাগে ।
চেনটা অনেক আগেই হয়েগেছে বিকালঙ্গ
পাখি আর ফড়িংটা জাদুর রুমল থেকে বিড়াল
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪
ঋতো আহমেদ বলেছেন: ভাল হয়েছে । তবে কিছু typo আছে ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩১
ডঃ এম এ আলী বলেছেন: দাদা কবিতা ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০
আরণ্যক রাখাল বলেছেন: বেশ!
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা ভাই। মনে হলো স্বপ্নে ভাসছি।
ভালো লাগার সকল কিছুই রয়েছে কবিতায়।