নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
এই বাতাসে কিছু মায়া রয়ে গেল । ঘৃণাও রয়ে গেল একান্ত মায়ায় । সকল তাপ প্রতাপে জ্বলে ওঠে মাফিয়াদের মত । বাস করি বুকের মধ্যে নিষিদ্ধ পল্লীতে । দু’চোখ অন্ধকারে । শরীরটা আলোতে । তাই বেপরয়া হতে ভয় পায় । ভয়ের মানেটাও জানা হ’লো না । একবার ভেবেছিলাম,ছাদনা-তলা বসা যে মেয়েটি আমার প্রাক্তন তাকে জীঞ্জেস করব । বেপরয়া হলে মন না শরীরটা হিংস্র হয় । নষ্ট হয় কতটা বীর্য । নাকি রক্তপাত ঘটে ! না-কি সেনসেক্স পড়ে যায় !! পাড়ার কুকুরদের দেখলে গাছেদের প্রতি মায়া হয় । হরিণের মত চোখে । জানো , মানুষ আর গাছ বোধহয় এক । গাছের যৌন জীবন দেখেছে বলে কেউ আমার জানা নেই । মানুষেরও তাই ।ঈশ্বর আর একটু উদার হলেই ভাল হত । ধর্মগুরুদের মুখ দিয়ে বলিয়েছেন , কাম দমনের কথা । ঈশ্বর বোধহয় জানত । অবাধ যৌন মিলনে পাপী জন্মায় না । জন্মায় মানব সভত্যা । ঈশ্বর যে বাঁচতে চান পাপীদের মধ্যে । আমার বুকের ভেতরে যে মায়া মরে গেছে তার কাছে জেনেছি । তাই ,আমার হাতের মুঠোয় ধরা শক্ত লিঙ্গটা কখন যে অস্ত্র হয়ে গেল বুঝতে পারলাম না । সাড়ে তিন হাত দেহটা এত ছোট হয়েছিল বলেই বেঁধেছিল কুরুক্ষেত্র ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: গুড।
জোশ কবিতা। খুব ভাল। সোজা সাপটা কবিতাই ভাল লাগে। ভদ্রলোকি কবিতা ছোট বাচ্চার মুখের আয় ছেলেরা আয় মেয়েরার মত লাগে।