নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
চিন্তা করো না মেয়ে ,
আমি প্রতারক নই ।
তুমি আমার
সকালের সূর্য হবে ;
নরম উত্ফুল্ল বাতাস হবে ,
এবার ঘুমাও তো, নরম চোখে ।
তুমি আমার
অতি দুষ্টু উপশম প্রজাপতি হবে
তুমি ঘাস হবে গোলাকার উদ্যানে
ফুলের ছন্দ-তালে উড়ে বেড়াবে ,
তুমি ঘুমাও তো -
আমার বুকের বালিশে ।
তোমাকে আমি
পেইন্টবল পিস্তলে আঁকড়ে ধরব
ঘুম পাড়ানি অন্ধকার মুঠোয় নিব
অপ্রচলিত লজ্জা ছিঁড়ে -
তোমার স্তনে দিব
কথা দিলাম , কথা রাখব
তুমি এবার ঘুমাও নিশ্চিন্তে
আমার হৃদয় খুঁজে নিয়ে ।।
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০০
রাসেল উদ্দীন বলেছেন: বাহ ছন্দে ছন্দে চমৎকার ইচ্ছা প্রকাশ!
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫
তারেক ফাহিম বলেছেন:
তুমি আমার
অতি দুষ্টু উপশম প্রজাপতি হবে
তুমি ঘাস হবে গোলাকার উদ্যানে
ফুলের ছন্দ-তালে উড়ে বেড়াবে ,
তুমি ঘুমাও তো -
আমার বুকের বালিশে ।
ভালো লিখলেন কবি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।