নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
এসো মানুষ , এসো না ঈশ্বর
দেবজ্যোতিকাজল
আমাকে পুড়িয়ে দিন , ‘ আমি বলছি,‘ ঈশ্বর ’
তামাশা বন্ধ করুণ , ‘ আমাকে জাহান্নম দিন ’ ।
বাগানের অন্য মৃতদের সাথে
আমাকে রাখুন , মাটির মৃতাংশে ।
আমি মাটিতে থুতু হতে চাই
আপনাকে খাওয়াব বলে । মিষ্টি-অসহিষ্ণ ।
কেননা , আপনি কথার কথা
আপনি অসীমভাবে পরাজয় ।
আমি এতদিন তরঙ্গদৈর্ঘের
শব্দ শ্লোগানে ছিলাম নিষ্পাপ
আমার ঘুমপাড়ানি হৃৎপিন্ড
কঙ্কালটি অধিকম্পে থাকত ভীত ।
আমি অনেক , অনেক কিছু চাই
আমি চাই......
আপনি আমাকে চেটে নিন শাস্তি ভেবে ।
আমার পাঁজর রবারব যে-ধাক্কা
দেয় ধর্মশোষক । ঈশ্বরের নখ-
আঁকড়ে ধ’রে বিদ্বেষ ফিনকি রক্তাক্তে ।
আমার কবিতারা
মৃত বদ্ধভূমিতে রেশম হৃদয়ে
গোলগাল অসহিষ্ণুতায়
একা থুতুর উপর ভাসে ।
আপনি আমাকে খেয়ে উপভোগ করুণ
আমি রয়্যালটির মত সুস্বাদু ।
আপনি কি তাতে পূর্ণপরিতৃপ্ত ধর্ম !
আপনি কি তাতে চরিতার্থ ধর্মমত !
আপনি কি তাতে সুখী সুবর্ণ মানুষ !
আমি এত ক্ষত-এর কাছে জেগে
অনাবৃত হয়ে পবিত্র স্বপ্ন খুঁজি
ছড়িয়ে-ছিটিয়ে দিব ভেবে সভ্যতা ,
আমার ভালবাসা , কল্পনা , বাস্তবতা ।
কিন্তু , আপনি ঈশ্বর !
একটা ঘুম-অসহিষ্ণু
চোখের কাছে এসে
মৃত মানবতার জাদুর রুমাল ঝুলিয়ে ধরেন ।
আমি মৃত হতে চাই না ।
আপনার লিঙ্গে
আমি ধর্ষক হতে চাই না
আপনার বুদ্ধিতে
আমি অস্ত্র হতে চাই না ।
মানবতা হেসে ওঠে বলে ,
“ আজ আমি ঠিক তো
কাল আমি ভুল ;
আজ আমি শপথ তো
কাল আমি প্রতিশ্রুতি
আজ আমি ‘সংখ্যালঘু’ তো
কাল আমি ‘সংখ্যাগুরু’ ।”
এসো ঐশ্বরিক ধার্মীক
পদত্যাগ করি ঈশ্বরের রাজ-রাজত্বে
দেবতা আর ফেরাস্তার যুদ্ধে
আমাদের শোক মিছিলে
মুখ বাধা পড়ুক কালো ফিতেয় ।
আমাদের মৃত চেরা চোখ
ঈশ্বরকে দিয়ে দেওয়া হোক উপহার
আর , এই মৃত দেহটা
আগুনে ছেঁকে
মানবতাকে দিয়ে দেওয়া হোক উপহার ।
শুধু , একটা পরিবর্তনের জন্য ।
একটা পরিবর্তন চাই
যা । পাখির ঠোঁটে ওড়ে বেড়ায়
গাছের শাখায়-প্রশাখায়
সবুজের রং ছড়ায় ।
বাতাসের ধাক্কায় মেঘ যেনো যায় সরে
সাম্য সূর্য আলো দ্বিধাহীন সমাজ গড়তে ।
মাটির মত মানুষ চাই
সূর্যের মত সমাজ চাই
ভালবাসার মত ঐক্য চাই ।
।। ছবি আমার তৈরি ।।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভালো মানুষ চান না?
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝলাম না মানে আমার মাথায় হয়ত ঢুকলো না