নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্তমানই ভবিষ্যৎ , শিক্ষার কোন বয়স নাই।

learn from birth to deat.

দেবাশীষ চ্যাটার্জ্জী

কম্পিউটার শিখুন এবং বিশ্বকে জানুন।

দেবাশীষ চ্যাটার্জ্জী › বিস্তারিত পোস্টঃ

নেট ওয়ার্কের টুকিটাকি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

বর্তমানে কমপিউটার অনেকেই ব্যবহার করে থাকেন। সেই সাথে বেড়েছে নোটবুকের ব্যবহার। বর্তমানে ডেক্সটপ এর পরিবর্তে কিনছেন নোটবুক বা কেউ কেউ নেটবুক। এখন আমাদের দেশের চলছে ডিজিটাল বিপ্লব। তার প্রামাণ আমরা পাই শাহবাগের প্রজন্ম চত্ত্বরে। বর্তমানে অনেক সমস্যারই সমাধান পাওয়া যায় ইন্টারনেটে। যদিও প্রত্যন্ত অঞ্চলে নেটের ব্যবহার করেন অনেকেই সিম দিয়ে। যা হোক আশা করি এর গতি আরও দ্রুত হবে।



আজকে আমি আমাদের দৈনন্দিন জীবনে নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব।

আনেকেরই বাসায় হয়ত দুইটা বা তিনটা কম্পিউটার আছে। সেগুলোতে ফাইল ট্রান্সফারের জন্য বর্তমানে অনেকেই পেন ড্রাইভ ব্যবহার করে থাকেন। কিন্তু এই ফাইল ট্রান্সফারের জন্য আমরা ছোটখাটো ল্যান করে ফেলতে পারি।

সাধারণত আমাদেরা ল্যান করতে গেলে প্রয়োজন



(১) ল্যান ক্যাবল সেটা ক্যাট ৫ বা ৬ হতে পারে তবে ৬ হলে ভালো।

(২) কানেক্টর যেমন- আরজে৪৫

(৩) একটি ক্রিম্পার



এবার আসি ল্যান করতে গেলে কি কি ধরনের কানেশন প্রয়োজন।

নেটওয়ার্কিং এ সাধারণত তিন ধরনের কানেশন প্রয়োজন হয়।

(ক) ক্রস ওভার

(খ) স্ট্রেইট

(গ) রোল ওভার



(ক) ক্রস ওভার কানেশন

ক্রসওভার কানেশনের জন্য সমজাতীয় মেশিন বা যন্ত্রের সাথে কানেশন করা হয়। যেমন- (১) কম্পিউটার টু কম্পিউটার (২) সুইচ টু রাউটার/ সুইচ ইত্যাদি।



(খ) স্ট্রেইট কানেশন

স্ট্রেইট কানেশনের জন্য ভিন্ন ধরনের ডিভাইজের সাথে কানেশন করা হয়। যেমন- সুইচ টু কম্পিউটার





-চলবে



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

poops বলেছেন: এভাবে কানেকশান দিয়ে ল্যান করে গেম খেলা যাবে?

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

দেবাশীষ চ্যাটার্জ্জী বলেছেন: অবশ্যই যাবে। শুধু গেম নয়, যে কোন ফাইল, ভিডিও, অডিও শেয়ারিং করা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.