নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ এক স্বেচ্ছা-নির্বাসন! বলো,আমায় ফেরায় কে!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

দেবদারু

ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ... কখনো বা শান্ত নদীতে ফুটে থাকা কল্পনার নীলপদ্ম... কিন্তু বেঁচে আছি আজো আজন্ম পাপের স্খলন নিয়ে... বোবা বৃক্ষ হয়ে... দেবদারু-র মৌনতা সাথী করে... এক অভিশপ্ত কষ্ট-তরুর ছদ্মবেশে!

দেবদারু › বিস্তারিত পোস্টঃ

একজন অধিকার হারানো প্রেমিকের কথা

০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৮

সম্পর্কের ইতি টানলে আজ-

"ভালোবাসা" শব্দটাকে হেঁয়ালিতে পরিণত করে!

দুঃখ নেই ভালোবেসে ত্যাগী পুরুষ সাজায়,

দুঃখ কেবল অধিকার কেড়ে নিলে বলে-

বড় কষ্ট অভ্যস্ত-অধিকারবোধটুকু ছেড়ে দিতে!



ভাবতেই বুক চিরে হাহাকার জাগে-

তবু জেনে নেবো আজ থেকে অধিকার নেই আর হাত দু'টো ধরার,

অধিকার নেই ঐ কালো চোখের তারায়, সেই সম্মোহনী হাসিতে;

অধিকার নেই মাঝরাতে ফোন করে আবেগী কথা বলার;

অধিকার নেই কাছ-ঘেঁষে বসা তোমার এলোচুল সরিয়ে দেয়ার,

কিংবা কথোপকথনের ফাঁকে নিটোল গালে আঙুল ছোঁয়ানোর!



চলে যাবে.... যাও....

কেড়ে নিয়ে যাও সব ভালোবাসার উদ্ধত অধিকারগুলোকেও;

ভুলে যাবো অকারণ, অহেতুক তোমায় ধমকে ওঠার বদ-অভ্যাসটাকে,

কিংবা ঈর্ষাকাতর হয়ে অভিমানী মুখ নিয়ে যাতনা-যাতনা খেলা;

প্রেমাপ্লুত হয়ে কড়ায়-গন্ডায় বুঝে নেয়া চুমু-টাও চাইবার দুঃসাহস

দেখাবো না আর আজ থেকে-

শুধু জানতে ইচ্ছে করে, অধিকার দিলে কেন

যদি তা কেড়ে নেবেই একদিন?

জানি, জবাব দেবে না কোনো;

বোধহয়, উত্তর পাওয়ার অধিকারটিও হারিয়েছি আমি...

তবু, অন্তত এটুকু বলে যাও,

কেমন লাগে কাউকে নিঃস্ব, রিক্ত, শূন্য ফেলে যেতে?



অধিকার ছেড়ে দেয়ার কষ্ট সয়ে নিতে পারি ঠিকই,

কিন্তু সে অধিকার অন্যকে দেবে-

সে কষ্ট কি করে সইবো বলো?

মন্তব্য ৫৪ টি রেটিং +১৯/-১

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩০

কালপুরুষ বলেছেন: আমার দাবী। অধিকার ফিরে পেতে চাই। প্রেম-ভালবাসায় কোন আপোষ নাই।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৪

তানজিলা হক বলেছেন: হুম

পাওয়াতে নয় দেয়ার মাঝেই ভেজাল হীন সুখ নিহিতো।(যদিও এ আমাদের দেশে ভেজাল ছারা কিছু পাওয়া যায় কিনা তাতে কিনচিৎ সন্দেহ আছে)

যানি না কি ভেবে কবিতাটা লিখেছে.
তবে একটা কথা বলব
যাকে ভালোবাসবেন তার সুখের মাঝেই নিজের সুখ খুজে নিবে।আর যদি তা না পারেন আমি বলব এটা আপনার ভালোবাসা ছিলো না বরং খনিকের মোহ ।আর কিছু সময় পর এমনিতেই তা কেটে যাবে।



৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০২

নরাধম বলেছেন: সুন্দর। প্লাসাইলাম।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৩

রাশেদ বলেছেন: ভালো লাগছে।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৬

দেবদারু বলেছেন: @কালপুরুষ দা, তানজিলা হক, নরাধম, রাশেদ ভাই-
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য......

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২০

মানুষ বলেছেন: :(

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৯

মৃন্ময় আহমেদ বলেছেন: "দুঃখ স্রোত" গানটার কথা মনে পড়ছে...

আমার রঙীন কতোগুলো দিন রয়েছে তোমারি কাছে
ফিরিয়ে দাও।
না হয় আমার হৃদয়ে যে ব্যথা বুকের মাঝে জমে আছে
ফিরিয়ে নাও।
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও...

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫১

মৃন্ময় আহমেদ বলেছেন:

দুঃখ স্রোতে

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২২

নিবেদীতা বলেছেন: ভুলে যেতে পারি আমি
যদি তুমি চাও
বুক থেকে স্মৃতি গুলো
মুছে দিয়ে যাও..

কালপুরুষ বলেছেন: আমার দাবী। অধিকার ফিরে পেতে চাই। প্রেম-ভালবাসায় কোন আপোষ নাই।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩০

ফারহান দাউদ বলেছেন: আপনার কবিতার জন্য তো ভালো লাগা বরাদ্দ থাকেই,কিন্তু এমন কোন কিছু বলতে পারিনা যেটা লেখাটার উপযুক্ত হয়। ভালো লাগা জানবেন।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১১

দেবদারু বলেছেন: @মানুষ, মৃন্ময় ভাই, নিবেদীতা, ফারহান দাউদ-
শুভেচ্ছা রইল।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৭

শফিউল আলম ইমন বলেছেন: দেবদারু ভাই একখান কোবতে লিখেছেন.....ঠিক আমি যেভাবে একটা কবিতা লিখতে চেয়েছি গত তিনটে বছর সেটাই আপনি লিখলেন.... এটা আমার একান্ত অনুভুতি।
ধন্যবাদ কবিতাটা পড়ার সুযোগ দিয়েছেন বলে।
+++++

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৮

দেবদারু বলেছেন: শফিউল আলম ইমন ভাই, আপনি আমার কবিতাটি পড়েছেন বলে আমি সম্মানিতবোধ করছি।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪০

আশরাফ মাহমুদ বলেছেন: অধিকার ছেড়ে দেয়ার কষ্ট সয়ে নিতে পারি ঠিকই,
কিন্তু সে অধিকার অন্যজনকে দেবে-
সে কষ্ট কি করে সইবো বলো?

------------ ভালো লেগেছে, আচ্ছা দেবদারু কি বড় গাছ, আমার মনে হয় তাই, আপনার কবিতার মতন।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫

ঘাতক বলেছেন: কতটা আর কেড়ে নেবে
যতটা দিয়েছ ততটা?
কিইবা কেড়ে নেবে
জান কি, দিয়েছ কতটা?

কেড়ে নিতে পার ভালবাসা কিংবা কাছে আসার গল্প
কিন্তু বেদনাটুকু কেড়ে নিতে পারবে না কখনোই।

কত দুরে যাবে তুমি?
কত পথ আছে তোমার পথে?
কতটা আছে রাত্রি তোমার
বুনবে নতুন স্বপ্ন পুরোনো কবিতায়।

তোমার হাতে হাত রাখবে কে?
শুধু আমিই জানি
কি করে তোমার হাত ধরতে হয়।
মিছে ছলনা নয়, কাছে এস
পুরোনো কোনো গল্প নয়, তোমায় নিয়ে নতুন কবিতা লিখেছি।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮

দেবদারু বলেছেন: @আশবাফ, ধন্যবাদ...........

@ঘাতক, সুন্দর লিখেছেন।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৫

মৈথুনানন্দ বলেছেন: ****দেবদারু*****

তোমার hi5 চেক করো।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫

২য় জীবনানন্দ বলেছেন:
অনেকেই বলেছেন অনেককিছু
আমার বলার কিছু প্রয়োজন নেই আর
শুধু বলব ভালো লেগেছে এই কবিতা,
ভালো লেগেছে হৃদয়ের গভীর থেকে উঠে আসা আপনার-
ভালোবাসাপ্রিয়তা।

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১১

দেবদারু বলেছেন: @মৈথুনানন্দ দা, ঠিক আছে, দেখছি। তবে ফেইসবুকে আপনার আই.ডি. খুঁজে পেলাম না.............

@২য় জীবনানন্দ, এ তোমার বদান্যতা............ ধন্যবাদ.........

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৮

বিষাক্ত মানুষ বলেছেন: ভালো লাগলো অনেক ।
(আমি আসছিলাম আপনাকে নতুন কবিতার জন্য তাড়া দিতে // :) ..এটা যে কখন আসলো টের পাইনাই !!)

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩

দেবদারু বলেছেন: ধন্যবাদ, আপনাকে। খুব খুব খুশি হলাম.............. এখন থেকে আপনার তাড়া পাওয়ার জন্যই দেরি করে লেখা দেবো........... কি বলেন? হি হি হি.........

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪১

অহেতুক অকারণ বলেছেন:
এতো ঠিক আমার জীবনে ঘটা যাওয়া কাহিনী, মতো----

যাক ভুলতে বসেছিলাম সেটা, কবিতা পড়ে আবার মনে পড়ে গেল, খুব মায়া লাগছে নিজের জন্য, তার জন্যেও।

সত্যিকার ভালবাসা কিন্তু স্বার্থপর হয়
এটা তানজিলার মন্তব্যের উত্তর।।।।

কবির ভাষায় বলতে হয়-
বড় কষ্ট অভ্যস্ত-অধিকারবোধটুকু ছেড়ে দিতে


দেবদারু,
আপনি অসম্ভব সুন্দর কবিতা লেখেন।
সাধারণত, আমি কবিতার পাঠক নই। কিন্তু আপনার কবিতার সহজবোদ্ধ অনুভব আমাকে খুব আকর্ষিত করে।
বরাবরের মতো এই কবিতাটি ও আমার সোকেজে থাকলো, প্রিয় পোষ্ট হিসেবে।।

ভাল থাকবেন....................

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৬

অহেতুক অকারণ বলেছেন:
অধিকার হারিয়ে বন্ধু তোমার
পরাজয় আজ তাই মেনে নিয়েছি

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনুভূতির দারুন প্রকাশ।হৃদয়ের গভীর থেকে উঠে আসা এই অনুভব ....এমন করে লিখতে পারা।সত্যি দারুননননননন।
শুভেচ্ছা।

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩০

দেবদারু বলেছেন: @অহেতুক অকারণ, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা................


@সুলতানা শিরীন সাজি, ধন্যবাদ উৎসাহিত করার জন্য..........

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৪

বন্ধ্ু বলেছেন: অসাধারণ হয়েছে....।

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫

রাগ ইমন বলেছেন: উত্তাপ হারিয়েছে সূর্য , তার পুরুষালি দম্ভ
তবুও ঈর্ষা অবিনশ্বর , অবিশ্রামী দুঃখবোধ
কি করে দাও আমার আলো আর কাউকে জোৎস্না করে !
-----------------------------------

দারুন ভালো লাগার মত বিষন্নতা ।

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৬

দেবদারু বলেছেন: @বন্ধ্ু, ধন্যবাদ জানাই।

@রাগ আপু,
"উত্তাপ হারিয়েছে সূর্য , তার পুরুষালি দম্ভ
তবুও ঈর্ষা অবিনশ্বর , অবিশ্রামী দুঃখবোধ
কি করে দাও আমার আলো আর কাউকে জোৎস্না করে ! "
........................ ভয়ানক সুন্দর লাইন!

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৫

নাদান বলেছেন: কতবার যে এসে পড়লাম এই কাবিতাটা। আমার অসম্ভব ভাললাগা কবিতার গুলোর মধ্যে এটা একটা।

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৩

দেবদারু বলেছেন: @নাদান ভাই, অনেক কৃতজ্ঞতা........... আপনার নতুন কবিতা কই?

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২২

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: চোখে পানি চলে এল অনেকদিন পর। ধন্যবাদ। প্রিয় পোস্টে যোগ করলাম।
হৃদয়ের সবটুকু ঘৃণা রইলো সেই ছলনাময়ীর জন্য।

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৯

দেবদারু বলেছেন: @কুচ্ছিত হাঁসের ছানা, আপনি কবিতাটি পড়েছেন এতেই খুশি আমি........... আর ভালো লেগেছে জেনে গর্বিত বোধ করছি।

৩৩| ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪৭

ভাঙা চাঁদ বলেছেন: চলে যাবে.... যাও....
কেড়ে নিয়ে যাও সব ভালোবাসার উদ্ধত অধিকারগুলোকেও;
ভুলে যাবো অকারণ, অহেতুক তোমায় ধমকে ওঠার বদ-অভ্যাসটাকে,
কিংবা ঈর্ষাকাতর হয়ে অভিমানী মুখ নিয়ে যাতনা-যাতনা খেলা

খুব ভালো লাগছে।

৩৪| ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:০৮

দেবদারু বলেছেন: @ভাঙা চাঁদ, শুকরিয়া...........

৩৫| ০৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৩

সৈয়দা বিলকিস বলেছেন: অধিকার ছেড়ে দেয়ার কষ্ট সয়ে নিতে পারি ঠিকই,
কিন্তু সে অধিকার অন্যজনকে দেবে-
সে কষ্ট কি করে সইবো বলো? সত্যিই খুব ভাল লেগেছে.......................

৩৬| ০৯ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৯

দেবদারু বলেছেন: @সৈয়দা বিলকিস, অসংখ্য ধন্যবাদ জানাই কবিতাটি পড়ার জন্য............

৩৭| ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৫

পাপী বলেছেন: রিসেন্ট ছ্যাক খাইসি.. এমন কবিতা লেখসেন ক্যা?? মনডা বাতিল হইয়া গেল..।

৩৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৮

দেবদারু বলেছেন: @নরকের পাপী, আমি দুঃখিত...... তবে ভেঙ্গে পড়বেন না........ হয়তো কেউ আপনার জন্য অপেক্ষায় আছে........ আজন্ম........

৩৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:১১

প্রচেত্য বলেছেন: ভালবাসার আইন চাই
এসব অধিকার হরণের মামলা মোকদ্দমা করতে হবে
আর কত প্রাণের অস্তিত্ব এভাবে কেদে মরবে অধিকারের আশায় ?
ছেলে খেলা পেয়েছে ?
যখন যা খুশি অধিকার ছিনিয়ে নেবে
কিছু একটা করতেই হবে ...

এতক্ষন কিসের অধিকারের কথা বলছি "ভালবাসার" ?
ও আচ্ছা আচ্ছা, দু:খিত, দু:খিত - ভুল হয়ে গিয়েছে

অধিকার হারানো কিছু বাস্তবতা যদি এমন হৃদয় ছোয়া কবিতার যদি জন্ম নেয়, তাহলে সে প্রাপ্তিতে না হয় 'অধিকার রক্ষা' শব্দ চয়নে কিছুটা বিরতি নিয়ে নিলাম, সে ভালবাসই হোক আর অন্য কিছুই হোক
প্রাপ্তিতেই আনন্দ বৈকি সুখ

৪০| ১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

দেবদারু বলেছেন: @ প্রচেত্য দা, আপনি অদ্বিতীয়! - এ কথা আরেক বার স্বীকার করে নিচ্ছি....
ভালো থাকবেন.........

৪১| ১১ ই জুন, ২০০৮ রাত ১:৩৮

নিলা বলেছেন: "অধিকার ছেড়ে দেয়ার কষ্ট সয়ে নিতে পারি ঠিকই,
কিন্তু সে অধিকার অন্যজনকে দেবে-
সে কষ্ট কি করে সইবো বলো?"


কষ্টের মাঝেও কবিতাটা ভালো লাগলো

৪২| ১১ ই জুন, ২০০৮ রাত ২:০৫

ওয়ার হিরো বলেছেন: জয় গুরু।

৪৩| ১২ ই জুন, ২০০৮ ভোর ৪:৪৯

দেবদারু বলেছেন: @নিলা, ধন্যবাদ জানাই কবিতাটা পড়ার জন্য............ ভালো থাকবেন...........

@ওয়ার হিরো, ধন্যবাদ........... নেমে পড়ুন প্রেমের যুদ্ধে........ জয়ী তো হতেই হবে...........

৪৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৪

সৈয়দা বিলকিস বলেছেন: খুব সুন্দর।

৪৫| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৩

দেবদারু বলেছেন: @সৈয়দা বিলকিস, অনেক ধন্যবাদ.............

৪৬| ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫৮

রাহী বলেছেন: "দুঃখ কেবল অধিকার কেড়ে নিলে বলে-
বড় কষ্ট অভ্যস্ত-অধিকারবোধটুকু ছেড়ে দিতে! . . ."


"এটুকু বলে যাও,
কেমন লাগে কাউকে নিঃস্ব, রিক্ত, শূন্য ফেলে যেতে?. . ."


"সে অধিকার অন্যকে দেবে-
সে কষ্ট কি করে সইবো বলো? . . ."


+ দিলেও কম হয়ে যায়. . .

৪৭| ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪১

নিধী বলেছেন: শুধু জানতে ইচ্ছে করে, অধিকার দিলে কেন
যদি তা কেড়ে নেবেই একদিন?
জানি, জবাব দেবে না কোনো;
বোধহয়, উত্তর পাওয়ার অধিকারটিও হারিয়েছি আমি...
....... ভালবাসার অধিকার সে তো চিরকালের। তা কি কেউ চাইলেই কেড়ে নিতে পারে?এতো জন্মজন্মান্তের প্রাপ্য।
অনেকদিন পর এতো সুন্দর একটা কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেলো।ধন্যবাদ আপনাকে।

৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৭

দেবদারু বলেছেন: @রাহী ভাইয়া, তুমি তো দেখি এখন রেগুলার ব্লগে লিখছো!! :)

@নিধী, আপনি সময় নিয়ে আমার কবিতা পড়েছেন- এতেই আমি খুশি।

৪৯| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

গুহামানব বলেছেন: ভাই ট্যাকা দেন, চোখ থেইকা এক ফোঁটা পানি পড়ছে, আমার চোখের পানির দাম আছে :((

৫০| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭

দেবদারু বলেছেন: @গুহামানব, আমি সত্যিই সম্মানিত কবিতাটি আপনাকে স্পর্শ করতে পেরেছে বলে....... ভালো থাকবেন সবসময়......

৫১| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:২৮

বোহেমিয়ান কথকতা বলেছেন: খুব সুন্দর , কবির প্রতি শ্রদ্ধা ।

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

দেবদারু বলেছেন: @বোহেমিয়ান কথকথা, ধন্যবাদ..... পাঠক-কেও অনেক শুভেচ্ছা..... :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.