নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোর্ট কাচারি

কুমার দেবুল দে

এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট

কুমার দেবুল দে › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ: সুপ্রিমকোর্ট এর বিচারকরা যখন বিচারপতি

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

সুপ্রিম কোর্ট এর বিচারক সম্পর্কিত এই পর‍্যন্ত চারটি আইন পেলাম।১ বাংলাদেশের সংবিধান,২ হাইকোরট রুলস, ১৯৭৩,৩ আপিল বিভাগ রুলস,১৯৮৮, ৪ Supreme Court Judges ( remuneration & previleges) Act, 1978. এই চারটি আইনের মধ্যে সংবিধান হল সবার উপরে। এই চারটি জায়গাতেই মাননীয় প্রধান বিচারপতিকেই শুধু বিচারপতি হিসাবে অভিহিত করা হয়েছে এবং সাথে সাথে আপিল বিভাগ ও হাইকোরট বিভাগের অন্যান্য বিচারকদের শুধুই বিচারক হিসাবে অভিহিত করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ৯৪ থেকে ১১৩ পর‍্যন্ত সব জায়গাতেই প্রধান বিচারপতি কে বিচারপতি কিন্তু অন্যদের শুধুই বিচারক হিসাবে অভিহিত করা হয়েছে। এমনকি সংবিধানের ৩য় সিডিউলের ৬ নং কলামে উচ্চ আদালতের বিচারকদের যে শপথ বাক্য টুকু আছে তাতে শুধু প্রধান বিচারপতি, বিচারপতি হিসাবে শপথ নেন, বাকি জাজরা হাইকোরট বিভাগ এবং আপিল বিভাগ সহ একজন বিচারক হিসাবে শপথ নেন। হাইকোরট রুলস,১৯৭৩ এর রুলসে কোথাও বিচারকদেরকে বিচারপতি বলা হয়নি এমনকি আপিল বিভাগ রুলস, ১৯৮৮ এর রুলসেও বিচারকদের বিচারপতি বলা হয়নি। এমনকি ১৯৭৮ সালের বিচারপতিদের বেতন এবং সুযোগ সুবিধা সম্পর্কিত আইনেও প্রধান বিচারপতি ছাড়া বাকি জাজদের বিচারক হিসাবে অভিহিত করা হয়েছে।অধিকন্তু সংবিধানের অনুচ্ছেদ ১৫২ তে বিচারক বলতে সুপ্রিম কোর্ট এর উভয় বিভাগের বিচারকদের অভিহিত করা হয়েছে, হাইকোরট রুলস এর চ্যাপ্টার ১ এর রুল ৫(সি) তে জাজ এর সংগায় বলা হয়েছে জাজ বা বিচারক বলতে হাইকোরট বিভাগের জাজদের বুঝাবে, আপিল বিভাগ রুলস এর অর্ডার ১ এর রুল ৩(এইচ) এ জাজ বা বিচারক এর সংগায় আপিল বিভাগের বিচারকদের অভিহিত করা হয়েছে। তারপরও প্রধান বিচারপতি ভিন্ন উভয় বিভাগের অন্য বিচারকদের প্রতিনিয়তঈ বিচারপতি অভিহিত করা হয়, সুপ্রিম কোর্ট কত্রিক ছাপা হওয়া প্রতিদিনের কজলিস্টে অন্যান্য বিচারকদের বিচারপতি হিসাবে অভিহিত করা হয় কেন? হাইকোরট রুলসের শেষে Appendix এ কিছু ফরমের নমুনা দেয়া আছে সেইখানেও হাইকোরট বিভাগের বিচারকদের নামের আগে বিচারপতি শব্দটা লিখা হয়েছে, আমরা আপামর জনসাধারণও উচ্চ আদালতের বিচারকদের বিচারপতি হিসাবে অভিহিত করে থাকি। এই বিষয়টার জবাব আমি অন্তত এই আইন গুলুতে পাই নি। এর বাইরে কিছু থাকলে কেউ কি জানাবেন প্লীজ? আমি একদম টু দ্য পয়েন্ট জবাব চাই। কোন কাস্টম বা কনভেনশনাল বিষয় হলেও জানাতে পারেন। যদিও বিচারক এবং বিচারপতি এই দুই শব্দের মধ্যে শাব্দিক এবং ক্ষমতাগত কোন পার্থক্য নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.