![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপজেলা জয়ই বিএনপি'র শেষ বিজয়
শেখ হাসিনা চাইলেও আগামী ভোটে খালেদা বেগমকে ক্ষমতা ছেড়ে দিতে পারবে না; এবারের উপজেলা বিজয়ই বিএনপি'র শেষ বিজয়; খালেদার পতন হবে আগামী নির্বচনের আগেই। এবারের আওয়ামী লীগ সরকার ৫ বছর থাকবে; আগামী নির্বাচনের সময়,শেখ হাসিনার বয়স হবে ৭০ বছরের উপর, তিনি তখন কি করবেন বুঝা যাচ্ছে না; সরকার হিসেবে উনার সরকার সফল হবে না; কিন্তু এর অর্থ এই নয় যে, বিএনপি'র ভবিষ্যত উজ্বল: আগামী ভোটের আগেই তিনি খালেদা ও তারেকের ব্যবস্হা করবেন; আমার মনে হয়, গতবছর খালেদা বেগম-তারেক জামাত-শিবির ও হেফাজতের সাহায্যে যে তান্ডব চালায়েছে, হাসিনা তা ভুলবে না।
কি আশা নিয়ে '৭১ এর জেনারেশন বাংলাদেশ গঠন করেছিলেন, তা হাসিনা অনুধাবন করতে পারেনি: ১৯৭২ সাল থেকে মৃত্যু পর্যন্ত শেখ সাহেব কি করার চেস্টা করেছিলেন, তা মনে হয় হাসিনার কাছে পরিস্কার নয়; তবে, হাসিনার কাছে জিয়াউর রহমান ও খালেদার বিএনপি আজ পরিস্কার; হাসিনা বুঝতে পেরেছে যে, খালেদা ১৫ই আগস্টে যত ইচ্ছা কেক খাক, কিন্তু তাকে আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না।
যেখানে বিএনপি ও জামাতীরা উপজেলায় 'জয়ী' হয়েছে, সেখানে তাদেরকে ক্ষমতা দেয়া হবে না, অনেকে চুরি ও সন্ত্রাসের দায়ে জেলে যাবে। আসলে উপজেলার সব এডমিনিস্ট্রেটিভ কাজ করে 'টিএনও'; টিএনও চুরি করলেও একজন বিসিএস পাশ ব্যুরোক্রেট; উপজেলা চেয়ারম্যান মোটামুটি পার্টির দুস্ট ক্যাডার: চোর ডাকাত; ফলে, বিএনপি-জামাতেরগুলো চোর ডাকাতী ও সন্ত্রাসী হিসেবে জেলে যাবে।
উপজেলা ভোট নিয়ে বিএনপি'র সাপোর্টাররা যত খুশী, মনে হয় না খালেদা তত খুশী; খালেদা জানে, আসল জায়গায় তাকে আর যেতে দেবে না হাসিনা। ফলে, মিডিয়াতে ও ব্লগে যারা লাফ দিচ্ছে, তারা খালেদার চেয়ে কম বুঝে।
গত ২ মাসে, হাসিনা এখনো জনগণকে কোন আশার বাণী শুনায়নি, এখনো খালেদা, জামত ও সন্ত্রাস নিয়ে অকারণে সময় নস্ট করছে; উপজেলা ভোটে মানুষ তাকে জানায়েছে যে, মানুষ তার কার্যকলাপে খুশী নয়; উপজেলা নির্বাচনকে দুই পয়সা দাম সে দেবে না, এটা ঠিক; কিন্তু মানুষ তাকে হুশিয়ারী দিচ্ছে এই নির্বাচনের ভোটের মাধ্যমে; তাকে মানুষের মন বুঝতে হবে; বসে খালেদার দোষ দিয়ে ৫ বছর কাটানো ঠিক হবে না।
২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:২৩
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৫২
পাঠক১৯৭১ বলেছেন: আওয়ামী লীগের কোন আদর্শ বা কোন রাজনীতি এখন নেই: ওরা দেশ চালাচ্ছে ওদের মতো করে, কোন গন্তব্য নেই; আওয়ামী লীগ বিএনপি ভুমিকায়; সুতারাং বিএনপি আর দরকার হবে না।
৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:২৪
সাইবার অভিযত্রী বলেছেন: আওয়ামী লীগের জনসমর্থন একেবারেই তলানীতে, বিদেশী 'জামাত'কে অভিভাসিত, পুনর্বাসিত, অনুগত ও প্রতিপালিত, করা ছাড়া বিএনপি মোকাবেলার ফিলহাল আর কোন দাওয়াই নেই!
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: মগজ ও শক্তিবিহীন জাংণের সমর্থের জন্য আওয়ামী লীগ কি বসে আছে?
আওয়ামী লীগ ভালো কিছু করতে সক্ষম হবে না; বিএনপি ও জামাত খারাপ কতে সমর্থ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
পাঠক১৯৭১ বলেছেন: বিএনপি'র একজন শিক্ষিত মানুষ যদি বুঝতে পারতো, গত বছরের ফেব্রুয়ারী থেকে এ বছর ভোটের পর অবধি যে ৩০০ মানুষকে আগুন ও বোমের আগুনে পোড়ানো হয়েছে, যে পরিমাণ মানুষ মরেছে, যে পরিমান পুলিশ হত্যা করা হয়েছে, যে পরিমান পুলিশ ও মানুষ আহত হয়ে পংগু হয়েছে, যে পরিমাণ যানবাহন, রেল, গাছ, সরকারী ও প্রাইভেট সম্পদ বিনস্ট হয়েছে, যে পরিমাণ কার্য দিবস ঘন্টা বিনা কাজে কেটেছে, যে পরিমাণ ছোট ব্যবসায়ী আয় হারিয়ে, এগুলোর হিসেব করলে খালেদাসহ বিএনপি ও জামাতের অনেকের ফাঁসী হওয়া উচিত।
খালেদা-তারেক, জামাত-শিবির, হেফাজত জাতির ১১০ বিলিয়ন ডলারের ক্ষতি করেছে।