নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

নারীস্তানের নারীরা কয়লা টানে, পাথর ভাংগে, দেহ বিক্রি করে

০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২০

ঢাকা সদরঘাটে বার্জ থেকে মাথায় ঝুঁড়ি নিয়ে কয়লা নামাচ্ছে ৬২ জন মহিলা: কয়লায় পা'গুলো কালো, মুখ ও হাত কালো, রোদে পুড়ে সারা শরীর কালো; দিনের শেষে ২০০ টাকা; থাকে বস্তিতে; দিনের শেষে গোশল করতে পারবে কিনা তার ঠিক নেই; কাদের স্ত্রী এরা, কাদের মা এরা, কাদের মেয়ে এরা, কাদের বোন এরা?



এরা কি আমাদের ব্লগারদের কেউ? এদের যেই পরিচয় হোক না কেন, এরা বাংলাদেশের ক্রীতদাস, এরা বাংগালী জাতির ক্রীত দাস। এরা আমাদের ব্লগারদের কেহ নন।



খালেদা বেগম ২ টাকায় ২টি বাড়ী কিনেছে; এরা দিনের শেষে যে ২০০ টাকা পেয়েছে, সেগুলো দ্বারা কি প্রত্যাকে ১০০টা করে বাড়ী কিনতে পারবে? এরা কি সুধা সদনে থাকতে পারবে? এরা কি হাওয়া-ভবনে থাকতে পারবে?



এই বাংগালী নারীর শরীরে কি কয়লা নামানোর মত শক্তি আছে, ওদের মেরুদন্ড ও ঘাঁড় কতটুকু ওজন নিতে পারে? ওরা কি খালেদা বেগম, শেখ হাসিনা, স্পীকার শারমীন বা রোষহন এরশাদের চেয়ে শক্তিশালী?



না এরা শক্তিশালী নয়, এদের মেরুদন্ডে সমস্যা দেখা দেবে, এদের 'রি-প্রোডাকটিভ' সিস্টেমে সমস্যা দেখা দেবে, এদের ঘাঁড়ের হাঁড় ক্ষয়ে যাবে; এরা অস্স্হ হয়ে পংগু হয়ে যাবে; ৪০ বছর বয়সে এরা ৭০ বছরের খালেদার চেয়ে বুড়ী হয়ে যাবে; এরা বিনা চিকিৎসায় মারা যাবে।



এদের মাঝে আছে ১৪ বছর থেকে ৩৪ বছরের মেয়েরা; যাদের বয়স ৩৪ বছর, ১৯৮৬ সালে এরশাদের সময় এদের স্কুলে যাবার কথা ছিল; এদের থেকে ডাক্তার, ইনজিনিয়ার, কেরানী, ম্যানেজার হওয়ার কথা ছিল; কেহ কেহ হয়তো ব্লগার হতো।



বাংলাদেশকে নারীস্তান বলা যায়; এরা নারীস্তানে আছে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪

পাঠক১৯৭১ বলেছেন: আশার কথা হলো, আমি এঁদের জন্য ভালোভাবে বাঁচার পথ বের করবো!

২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

দালাল০০৭০০৭ বলেছেন: হুম

০৯ ই মার্চ, ২০১৪ ভোর ৬:২৯

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ খালেদা হাসিনাকে অভিন্দন জানাচ্ছ, মগজহীনদের কান্ড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.