| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ রয়
সময়ের স্রোতে-উল্টো পথে,উল্টো রথে চলছি...
লালন মেলার কিছু দৃশ্য!কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন শাহের মাজারে চলছে ফকির লালন স্মরনোৎসব-সেখানে গিয়ে যা দেখলাম তা ভাষায় বর্ননা করা অসম্ভব!মদ-গাঁজা-জুয়া আর নারী পুরুষের রঙ্গলীলা,গাঁজার ধোঁয়ার গন্ধে দম বন্ধ হবার উপক্রম।তারই কিছু চিত্র আমার মোবাইলে ধারন করা।এমন কিছু ছবি আছে যা ব্লগে দিতে আমার রুচিতে বাঁধে-তাই সেগুলো দিতে পারলাম না।
অবাধে গাঁজা বিক্রী হচ্ছে,
হাজার হাজার নারী-পুরুষ করছে গঞ্জিকা সেবন!
লালন মেলা পরিনত হয়েছে গাঁজার মেলায়।
ভাব আসরের ভাবুকে-রা।
এরা সবাই রাজা-গাঁজা খেয়ে গাঁজার রাজত্বে!
একতারা-দোতরা।
চলছে অবাধ বিকি কিনি...যেনো দেখার কেও নেই!
প্রশাসনের সামনেই চলছে এই গাঁজার হাট!
দেখে মনে প্রশ্ন জাগে,দেশে কি মাদক ক্রয়-বিক্রয় উন্মুক্ত?![]()
২২ শে মার্চ, ২০১১ রাত ১:০৭
দ্বীপ রয় বলেছেন: হা হা হা-এসব দেখি গাঁজার হাটবাজার!! ধন্যবাদ
২|
২২ শে মার্চ, ২০১১ রাত ১২:৫৮
শূণ্য উপত্যকা বলেছেন: একটা জিনিস জানেন গাজা কিন্তু সিগেরেটের চেয়ে কম ক্ষতি করে। তাছাড়া গাজার ঘ্রাণটা্ও দারুন। তবু যে কেনননননননননন......
২২ শে মার্চ, ২০১১ রাত ১:০৮
দ্বীপ রয় বলেছেন: না ভাই-জানিনা......ঘ্রান! আমার তো বমি হবার যোগাড় হয়েছিলো!!
৩|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:০২
সাইফ বাঙ্গালী বলেছেন: কালকে কাটাইখানার মোড়ে চলে আসেন। আড্ডা হয়ে যাক? হাজার হলেও আপনি এলাকার লোক। চায়ের দাওয়াত রইলো। আমার পা ভাঙা , এজন্য মেলায় যাওয়া হয়নি
২২ শে মার্চ, ২০১১ রাত ১:১০
দ্বীপ রয় বলেছেন: দুঃখিত ভাই-আমি আপনার এলাকার লোক নই-আর কাটাইখানাও চিনিনা...অবশ্য চিনলেও যাওয়া হত না।ধন্যবাদ দাওয়াত দেবার জন্য।আপনার দ্রুত সুস্থ্যতা কামনা করছি।
৪|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:০৪
নাহুয়াল মিথ বলেছেন: Click This Link seesss- দেখুন
২২ শে মার্চ, ২০১১ রাত ১:১৪
দ্বীপ রয় বলেছেন: ভাই-আপনার লিঙ্ক কাজ করছে না তো!!!!
২২ শে মার্চ, ২০১১ রাত ১:১৭
দ্বীপ রয় বলেছেন: ভাই-আপনার লিঙ্ক কাজ করছে না তো!!!!
৫|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:০৭
বরফ গলা পািন বলেছেন: গাজাখূর মাজার পন্হীরা এখন বাংলাদেশের জাতীয় মসজিদেও ইমামতি করে রে ভাই। তাদের কথা কইতে নাই।
৬|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:১২
আদিত্য-বিডি বলেছেন: এ তো দেখি গাঁঞ্জা উৎসব............গাঞ্জাঁর মেলা.........এর নাম লালন মেলা নাম কেনো দেয়া হয়?
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৫১
দ্বীপ রয় বলেছেন: সহমত
৭|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:১৪
বালক বন্ধু বলেছেন: যে লালনের দর্শন নিয়ে গবেষণা করতে সূদুর জাপান থেকে লোক আসে সেই লালনের গানের আসরে আমরা গঞ্জিকা সেবন করি। কি আর বললো? এর জন্যই মনে হয় আমরা হতভাগা জাতি।
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৫৫
দ্বীপ রয় বলেছেন: লালনকে যারা অন্তরে লালন করেন-তাদের কাছে এই মেলা হতাশাজনক! তার পর ও দেখা যাই সরকার সহ লালনভক্তরা এভাবেই উজ্জাপন করছে লালনের জন্মৎসব!! আসলেই আমরা হতভাগা জাতী।
৮|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:২৫
জাহাজী পোলা বলেছেন:
দুঃখজনক
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৫৬
দ্বীপ রয় বলেছেন: সত্যিই তাই
৯|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:২৮
নষ্ট কবি বলেছেন: লালনের মেলায় গাঁজা থাকবেনা এটা হয়না
তবে মাত্রা ছাড়িয়ে গেলে সব কিছুই খারাপ
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৫৭
দ্বীপ রয় বলেছেন: মাত্রা ছাড়িয়ে গেলে সব কিছুই খারাপ। সহমত
১০|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৩৩
উইকিএইড বলেছেন: সংস্কার চাই।
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৫৮
দ্বীপ রয় বলেছেন: দরকার সরকারী বিধিনিষেধ আর জনসচেনতা!
১১|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৩৩
বাবুরাম সাপুড়ে বলেছেন:
২২ শে মার্চ, ২০১১ রাত ২:২৩
দ্বীপ রয় বলেছেন:
![]()
১২|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৩৮
মোঃ সফিকুল ইসলাম বলেছেন: আমি কিছু জানিনা।
২২ শে মার্চ, ২০১১ রাত ২:২৩
দ্বীপ রয় বলেছেন: আপনাকে না দেখলাম গাছের নিচে অন্ধকারে কলকীতে টান দিতে?? এখন বলছেন আপনি কিছু জানেন না?
১৩|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৩৯
সুদীপ্ত কর বলেছেন: অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট... মেলায় যাওয়া দরকার
২২ শে মার্চ, ২০১১ রাত ২:২১
দ্বীপ রয় বলেছেন: হা হা হা......অধিক কি বলছেন ভাই? অত্যধিক সন্যাসী নামধারী গাঁজাখোরের আড্ডা সেখানে!
১৪|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৫৫
ত্রিনিত্রি বলেছেন: কি অবস্থা!
কবি নীরব হলে চলে, প্রশাসন এভাবে নীরব হলে কি করে হবে!
২২ শে মার্চ, ২০১১ রাত ২:২০
দ্বীপ রয় বলেছেন: আপনার প্রফাইলের ছবিটা কিসের? গাঁজা গাঁজা মনে হচ্ছে!! প্রশাসনের সামনেই তো চলছে গাঁজার কেনা বেচা।নির্বিকার দাঁড়িয়ে দেখছে র্যাব-পুলিশেরা।
১৫|
২২ শে মার্চ, ২০১১ রাত ২:০১
হেডস্যার বলেছেন:
যাব, গাজা খাব, মাতলামি করব।
২২ শে মার্চ, ২০১১ রাত ২:১৭
দ্বীপ রয় বলেছেন: ওখানে গেলে গাঁজা খাওয়া লাগবে না,এমনিতেই মাতাল হয়ে যাবেন!
১৬|
২২ শে মার্চ, ২০১১ রাত ২:২৪
রুদ্র তুফান বলেছেন: প্লিইইইইইইইইইইইইইইসসসসসসসসসসসসসস সব ছবি দেন.........
১৭|
২২ শে মার্চ, ২০১১ রাত ২:৩২
shapnobilash_cu বলেছেন: পোস্টে পিলাচ। ফডু গুলা ফেসবুকের লিগ্যা নিলাম, দাবি রাইখ্যেন নাগো ভাইডি। কৃতজ্ঞতা স্বীকার কইরা দিমু নে...
পারলে এইডা ইট্টু দেইখেন... Click This Link
১৮|
২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:৪৮
সাইফ বাঙ্গালী বলেছেন: ও আচ্ছা আমি ভেবেছিলাম আপনার বাড়িও কুষ্টিয়ায়।
মেলার একটা মজার অভিজ্ঞতা হয়েছিলো একবার। এক সাধুকে জিজ্ঞেস করা হলো, "মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল ভেতরে কালো"। সাইজির এই কথার মানে কি?
তো ভোম শংকর টেনে বাবা তখন কাত! প্রশ্নের উত্তরে বললেনঃ "এটা হলো মানব দেহ বাবা, দেখতে কতই সুন্দর। পেট কেইটে দেখেন, খালি গু "
১৯|
২২ শে মার্চ, ২০১১ বিকাল ৪:১০
kaisar360 বলেছেন: ++++++
২০|
২৩ শে মার্চ, ২০১১ রাত ১:৪৪
ত্রিনিত্রি বলেছেন: কি বললেন?
এত্ত কষ্ট করে টিকেট ম্যানেজ করে লুকায়ে ক্যামেরা নিয়ে গিয়ে বিশ্বকাপের ওপেনিং এ গিয়ে আতশবাজির ফটো খিঁচলাম, আর আপনে বলেন গাঁজা?
দুঃখ! দুঃখ!
২১|
০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৮
পারাবত বলেছেন: কত তারিখ মেলা হয়?
যেতে হয় কিভাবে?
২২|
০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৬
পারাবত বলেছেন: কত তারিখ মেলা হয়?
যেতে হয় কিভাবে?
২৩|
০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৩
পারাবত বলেছেন: কত তারিখ মেলা হয়?
যেতে হয় কিভাবে?
২৪|
০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪১
আইডিয়াল বলেছেন: @পারাবত , মার্চ আর অক্টোবরের মাঝামাঝি সময়ে মট দুইবার মেলা হয়। গাবতলী বা কল্যানপুর থেকে সরাসরি বাস আছে। ভাড়া ২৮০-৩৫০ টাকা।
"ইন্নামাল আমালু বিন নিয়াত" এই হাদীস এর মত হল লালন মেলা। কেউ গাজা খেতে যায় আর কেউ লালন এর দর্শন জানতে যায়। ইবি তে পড়ার সময় কয়েকবার গিয়েছি। আর আমি গাজা তো দুরে থাক সিগারেটও টানিনা
২৫|
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:১১
পারাবত বলেছেন: ধন্যবাদ, অক্টোরের মেলায় যাওয়ার ইচ্ছা আছে, তারিখটা জানতে পারলে ভাল হত।
কুষ্টিয়া যাই কখনও ।
২৬|
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৭
টিপু বলেছেন: গাঁজা খেয়ে যখন সব হারাবি, বুঝবি মজা। তোরা কেউ যাসনে ঐ গাঁজার কাছে।
২৭|
২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১২:০১
ওয়াসিম বলেছেন: লেখক বলেছেন@
এমন কিছু ছবি আছে যা ব্লগে দিতে আমার রুচিতে বাঁধে-তাই সেগুলো দিতে পারলাম নাএমন কিছু ছবি আছে যা ব্লগে দিতে আমার রুচিতে বাঁধে-তাই সেগুলো দিতে পারলাম না।
কেনো দিতে পারবেন না, ওদের এসব নষ্টামির পক্ষে কি রকম লেখা হচ্ছে,
ওদের এসব জিনিস সবার কাছে তুলে ধরতে হবে।
আমাদের এদিকে ওদের আড্ডাখানা আসে, ওদের কাজ কারবার নিয়া আর কি বলব?
কিন্তু আমি অবাক হয়ে গেছি ওদের এসব নষ্টামি বন্ধ না অনেকে ওদের পক্ষ নিয়ে লিখছে, অনেকে না জানার কারনে আবার সাপোর্টও করছে।
২৮|
০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৩
কামরুজ্জামান (নয়ন) বলেছেন: গাজা ছাড়া যে সাধনা হয়না তার পাছায় লাথি মারি।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১১ রাত ১২:৫৮
প্রজন্ম৮৬ বলেছেন: লালন যদি বর্তমানে বেঁচে থাকতো তাহলে ওনার পরিনতি পথিক নবী'র মত হয়ে যেত!
এসব দেখি কানার হাট-বাজার!