নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখতাছি

সুখ টাকায় নাইরে পাগল , সুখ অন্যখানে

দেখতাছি › বিস্তারিত পোস্টঃ

মেধা , মেধাবী , কোটা , রাজনীতি ও নোংরামি

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

৩৪ তম বিসিএস আর কিছু দিক না দিক ছোট একটা বিভাজন রেখা টেনে দিয়ে যাবে একথা স্বীকার করতে হবে , যেমন করেছে শাহবাগ চত্বর ।



প্রিলি রেজাল্ট দেয়ার পর পর ই শুরু হয়ে গেল তুলকালাম কান্ড । কিছু সংখ্যক মেধাবী নাকি ৮৯-৯০ পেয়ে ও টিকে নাই আবার কোটা ওয়ালারা নাকি ৫৫ পেয়ে টিকে গেছে ।প্রচলিত কোটা মুক্তিযোদ্ধা , নারী ,জেলা, উপজাতি ও প্রতিবন্ধী এই পাঁচ ধরনের হলেও মূলত প্রশ্নবিদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ কোটা । মুক্তিযুদ্ধ কোটার ব্যাপারে মেধাবীদের ধারণা এই যে , মুক্তিযোদ্ধারা সন্মানিত কিন্তু তাদের কোটা দেয়া যাবে না বরং সন্মানী (ভিক্ষা) বাড়ানো হোক । প্রসঙ্গত মুক্তিযোদ্ধ কোটা রাষ্ট্র প্রদেয় সন্মান এটা মুক্তিযোদ্ধারা জোড় করে কিংবা চুরি করে নেয়া না । তারপর ও ইনিয়ে বিনিয়ে মেধাবীরা বলার চেষ্টা করছে এত সন্মান দেয়া ঠিক হয় নাই , মেধা নষ্ট হয়ে যাচ্ছে ।



যখন বিসিএস এর ভাইভা নাম্বার ১০০ থেকে বাড়িয়ে ২০০ করা হলো মেধাবীরা তখন কোথায় ছিল ? নাকি বিশেষ কোনো বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্র , বর্তমান শিক্ষকরা ভাইভা বোর্ডে থাকে , বিশেষ বিশ্ববিদ্যালয় বিশেষ সুবিধা পাওয়ার আশায় তখন চুপ ছিল ? ভাইভা মানে তো অনিয়মের আখড়া । এখানে সব মেধাবী এখনো নিরব । প্রসঙ্গত লক্ষ লক্ষ যুবক ছেলে বেকার থাকার পর ও সরকারী চাকূরিজিবীদের উর্দ্ধ সীমা ৫৭ থেকে বাড়তে বাড়তে ৬২ করা হলেও মেধাবীদের মেধায় আঘাত লাগে না ।



এই সরকারের প্রথম এমন আন্দোলন শুরু হলে তখন "আমরা মুক্তিযোদ্ধার সন্তান " নাম একটা পাল্টা সংগঠন থেকে পাল্টা আন্দোলনের ডাক দেয়া হয় । সেখানেই থেমে যায় আন্দোলন । সরকারের শেষ সময় আবার একই বিষয়ে আন্দোলন কিছুটা আলামত আগের মত । আবার হয়ত মাঠে আসবে "আমরা মুক্তিযোদ্ধার সন্তান " সংগঠন ।



এর ভিতর বিরোধী দল , বিশিষ্ট ব্যক্তি আকবার আলী খাঁনদের মত বিজ্ঞরা ও রাজনীতি টানার চেষ্টা করছে । বিরোধী দল এর মধ্যে বাকশাল এর গন্ধ পাইছে । আর যখন এই দল ক্ষমতায় ছিল তারা কি মুক্তিযোদ্ধা কোটা বাদ দিছিল ? সামনে ক্ষমতায় গেলে কি বাদ দিবে ? না , বড় ভাগ নেয়ার জন্যে সস্তা নোংরামি করছে ? আর একবার আলী খান ও তো ক্ষমতায় ছিল , তখন কিছু না বলে এখন সুশীলগিরি । পৃথিবীর কোন অসভ্য দেশে কি আছে কি নাই তা নিয়ে টানা তানি শুরু করে দিছে ।



কোটা অবশ্যই সাড়া জীবন চলতে পারে না । কমিয়ে আনতে হবে ধীরে ধীরে । এটা জাতীয় ইস্যু । সবাই ঐক্যমতের ভিত্তিতে কোটা কমিয়ে আনলে দেশ তথা সবার উপকারে আসবে । চায় জাতীয় নীতিমালা । বিভাজন না বাড়িয়ে কমিয়ে আনা হোক । মেধাবীদের প্রাপ্য সুযোগ ও মুক্তিযুদ্ধাদের সর্বোচ্চ সন্মান নিশ্চিত করা হোক ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:২৯

দুরন্ত-পথিক বলেছেন: ভাইয়া,যখন ভাইভা তে ১০০ থেকে ২০০ তে উন্নিত করা হ্য,তখন ও সমালোচনা হ্যেছে,সমালোচনা টা কি কোন প্রতীবাদ না?এইবার পিএসসি একটু বেশী বাড়াবাড়ি করে ফেলেছে।তেনারা ভেবেছে যে এমন ভাবে নেব যেন শাপ ও মরে লাঠিও না ভাঙ্গে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে।এই কোটা প্রথা বিলুপ্তি এখন সময়ের দাবি।আমাদের সম্মানিত মুক্তি যোদ্ধাদের তাদের সমস্যা অনুযায়ী সম্মানি দেয়া হক।আর এই আর আজেক্র আন্দোলন বাংলাদেশের প্রায় ৯০% স্টুডেন্ট অংশ গ্রহণে হচ্ছে তাহলে কি আপনি বলবেন এই ৯০% স্টুডেন্টের চাওয়া টা অযথা ।এই স্টুডেন্টদের মতামতের কি কোন মুল্য নেই?ভুলে যাবেন না আরা সবাই শিক্ষিত ।তাদের আন্দোলন কে অযৌক্তিক ভাবার কোন অবকাশই নেই।এটা কোন রাজনৈতিক আন্দোলন নয়।আর আপনি ই বা এখানে কেন শামিল নন এটাও বুঝতে পারছিনা।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৫০

দেখতাছি বলেছেন: আবেগ আর বাস্তব এক নয় । লক্ষ লক্ষ ছাত্র আন্দোলন করবে আবেগে । কোটা কমানো বাড়ানো তো ছাত্রদের দায়িত্বের মধ্যে পরে না । এটা দেখার জন্যে পন্ডিত ব্যক্তি বর্গ আছেন । আমি সব সময় বলি কোটাতে চাকুরী সন্মান এর বিষয় না । Click This Link

২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৫২

মোঃ_হাসান_আরিফ বলেছেন:

এখানে গিয়ে ঢুমারেন
১. Click This Link
২, Click This Link

১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০০

দেখতাছি বলেছেন: এখানে গিয়ে ঢুমারেন

Click This Link

৩| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৫

নয়ামুখ বলেছেন: নয়ামুখ বলেছেন: আমিও এইচ টি ইমামের মতো কোটা প্রথার পক্ষে. পিছিয়ে পড়া জন গোষ্টিকে এগিয়ে আনতে এর প্রয়োজন রয়েছ ।
বর্তমানে বিভিন্ন কারণে প্রশাসনে সিলেট অঞ্চলের লোকজন পিছিয়ে পড়েছেন । এই অবস্থা কাটিয়ে উঠতে সিলেট বিভাগের জন্য কমপক্ষে ১০ ভাগ কোটা সংরক্ষণ করা হোক ।সেই সাথে কম পক্ষে ৩ পুরুষ সিলেটে বাস করছেন তারাই কেবল এই কোটার আওতাধীন পড়বেন বলে ঘোষণা করা হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.