![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শনিবার সকাল ৬ টা থেকে অবরোধ । চলবে পরবর্তী ৭২ ঘন্টা । এই ৭২ ঘন্টায় কোন যানবাহন চলতে পারবে না । এমনকি রাস্তার পাশে দাড়িয়েও থাকতে পারবে না । আমরা বাংলাদেশীরা এই নির্মম বাস্তবতা মেনে নিয়ে রাজনৈতিক সমর্থক উগ্রবাদীদের গুন্ডামির পথ পরিস্কার করে দিয়েছি । পরোক্ষভাবে মানুষ পুড়তে সহায়তা করেছি । পুরে যাওয়া মানুষের মাঝে কোন অমানুষ ছিল কিনা জানা নাই । তবে তাদের মধ্যে ছিল - খেটে খাওয়া দিনমজুর , ছাত্র , ডাক্তার , ইঞ্জিনিয়ার , আইনজীবী , সাংবাদিকসহ নানা পেশার মানুষ । একবার হলেও কল্পনা আমরা কি করেছি ঝলসে যাওয়া মুখগুলি হতে পারে আপনার , আমার কিংবা আমাদেরই কোন আপনজনের । ঝলসে যাওয়া মুখগুলি আমাদের আপন কারও হলে যা করতাম, তা কি করেছি ঘুমন্ত বাসের হেলপারের জন্যে যে কিনা এক ঘুমেই চলে গেছে পরপারে ?
একবার হলেও ভাবুন আমরা আসলেই কি কিছু করতে পারতাম ?
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
হেডস্যার বলেছেন:
ঠিকাছে দেখতাছি।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: স্বাভাবিক মৃত্যু চাই!
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
অনেকের মধ্যে একজন বলেছেন: একমত