নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়া দেলোয়ার

মোঃ দেলোয়ার হোসেন

ভবঘুরে ভাবতে পার,ভাবতে পার জীবনের কিছুটা রঙ ছড়ানো পুরানো ক্যানভাসমলিনতা তোমাকে অন্ধ করে দেয়,আমাকে জানা হয়তোবা তোমার কখনই হবে নাবেঁচে থেক বাঁচার মত করে,এই আশায় আমার ছায়া তোমাদের নিরবে এড়িয়ে যায়মধ্যরাতের বিবাগী আমি,আমার পথ কখনই কারো নয়... ... ... ...

মোঃ দেলোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

বরিশালে ব্রজমোহন কলেজ নতুন অধ্যক্ষকে পেটাল ছাত্রলীগ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

আমার একটা গল্প মনে পড়ে গেল যা আমর শিক্ষক ফারুক স্যার বারে বারে শোনাতেন। গল্পটা এমন: এক ছেলের বাবাকে কোন কারনে ধরে মানুষ ভর্তি বাজারে সবাই মিলে উত্তম মধ্যম (মারছে) দিচ্ছে বাবার এ অবস্থা দেখে ছেলে জোরে দৌড় দিয়ে পালাচ্ছে আর চিৎকার করে বলছে যে আল্লাহ মানির (সম্মানির) মান রাখে!!! (অর্থ্যাৎ তার বাবাকে মারলেও তাকে কেউ মারতে পারেনি)। ঠিক আজ মনে হচ্ছে যে বরিশালে ব্রজমোহন কলেজ নতুন অধ্যক্ষকে পেটাল ছাত্রলীগ কিন্তু আমরা সাধারন ছাত্ররা চুপচাপ রয়ে গেলাম। তরুনরা যদি যুদ্ধ অপরাধীর বিচারের জন্য সোচ্চার হতে পারে তবে সেই সাথে শাহাবাগ থেকে এই ইস্যুটি কে যুক্ত করে বলতে পারি তুই রাজাকার ও আমার বাবাকে যারা পেটাল তাদের বিচার চাই। এ সৎ সাহস কি আমাদের (তরুন প্রজন্মের) নেই?

মন্তব্য ১০ টি রেটিং +১/-১

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

তীর্যক১০ বলেছেন: এটা মাবতাবাদি কাজ, মুক্তিযুদ্বের চেতনা বাস্তবায়নের একটি প্রচেস্টা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ত্যাড়া ব্যাকা বলেছেন: সবাই আছে শাহবাগ নিয়া আর আপ্নে কোন বরিশালের খ্যাতা কাপড় নিয়া আইছেন এইহানে ল্যাদাইতে

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

শিপন মোল্লা বলেছেন: ঠিকই তো করছে এটাই তো ছাএলীগের কাজ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: আপনি একটা ছাগু...ইতিমধ্যে প্রমাণিত হয়েছেন!

কেননা!...এ নিয়ে কথা বলা যাবে না!

শাহবাগ আমাদেরকে কত কি দিয়েছে...

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

লিন্কল্ন বলেছেন: ছাত্রলীগ হল একটা কি কউমু। তবে এটাকে মুক্তিযুদ্বের চেতনা বলে মুক্তিযুদ্বের চেতনাকে অপমান করা উচিত না। জামাত-শিবির ধর্মকে ব্যবহার করে গণহত্যা চালায়, চালাচ্ছে এবং চালাবে। দেশে সংবিধান কে পদদুলিত করে আন্দোলন সভা সমাবেশ করেছে, ইসলামের নামে জায়েজ করে নিচ্ছে। ঠিক তেমনি ছাত্রলীগ মুক্তিযুদ্বের কথা বলে নানা অপকর্ম করেছে। আমি সেটা মানি। সেটা দেশকে পদদুলিত না করে। অধ্যক্ষ পেটানো সম্মানের কাজ নয়। আমি এটার নিন্দা জানাই। শেষে সকল রাজাকারের ফাসি চাই।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

টেকনিসিয়ান বলেছেন: ছবির মাঝে দারুণ এ্যাকশন এ্যাকশন ভাব পরিলক্ষিত হচ্ছে, তার মানে ছাত্রলীগ গত কয়েক বছরে অধ্যক্ষ, শিক্ষক পিঠাইতে পিঠাইতে দক্ষ ভিলেন অভিনেতা হয়ে উঠেছে।

তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কতব্য :-P :-P :-P

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা ....... . অধক্ষ্য নিশ্চই রাজাকার ......... জয় বাংলা ...... অধক্ষ্যর ফাসি চাই ........
অ- তে অধক্ষ্য তুই রাজাকার তুই রাজাকার .....

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

বোকা_ছেলে বলেছেন: অ- তে অধক্ষ্য তুই রাজাকার তুই রাজাকার .....

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

মোঃ ওমর শরীফ বলেছেন: আপনে এই পোষ্ট দিয়া............বানচাল করার চেষ্টা করতাছেন।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

একরামুল হায়দার বলেছেন: রাজাকার নিধন হবার পর এক এক করে সব হবে | আগে প্রথম কাজটি শেষ করি , এর মাঝে অন্য কিছু আনবেন না তাহলে এর গুরুত্ব কমে যাবে | ছাগুরা এটাই করার চেষ্টা চলিয়া যাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.