![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে ভাবতে পার,ভাবতে পার জীবনের কিছুটা রঙ ছড়ানো পুরানো ক্যানভাসমলিনতা তোমাকে অন্ধ করে দেয়,আমাকে জানা হয়তোবা তোমার কখনই হবে নাবেঁচে থেক বাঁচার মত করে,এই আশায় আমার ছায়া তোমাদের নিরবে এড়িয়ে যায়মধ্যরাতের বিবাগী আমি,আমার পথ কখনই কারো নয়... ... ... ...
সাহায্য করুন!!!!!!!!
আমি উইনডোজ ৭ ব্যবহার করি। যদিও অফিসের ল্যাপটপ। একটি সমস্যা ফেস করছি। যদি কোন ছবি Thumbnail করা হয় তবে ছবিটা ছোট আকারে দেখা যায় কিন্তু এই ল্যাপটপে ছবিটা দেখা যাচ্ছেনা । কারো কাছে এর সমাধান জানা থাকলে সাহায্য করুন।
২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
আবিদ ফয়সাল বলেছেন: উইন্ডোজের কোনো সেটাপ ফাইল মিসিং এর কারণে হতে পারে । নতুনভাবে উইন্ডোজ সেটাপ দিয়ে দেখতে পারেন ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
সোহানী বলেছেন: আমার ও এসমস্যা ছিল। একটা সফ্টওয়ার ইমেজ ভিওয়ার এর মাধ্যমে ওপেন করে দেখতাম পরে আবার সেটআপ দেয়ার পর ঠিক হয়ে গেছে।