নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়া দেলোয়ার

মোঃ দেলোয়ার হোসেন

ভবঘুরে ভাবতে পার,ভাবতে পার জীবনের কিছুটা রঙ ছড়ানো পুরানো ক্যানভাসমলিনতা তোমাকে অন্ধ করে দেয়,আমাকে জানা হয়তোবা তোমার কখনই হবে নাবেঁচে থেক বাঁচার মত করে,এই আশায় আমার ছায়া তোমাদের নিরবে এড়িয়ে যায়মধ্যরাতের বিবাগী আমি,আমার পথ কখনই কারো নয়... ... ... ...

মোঃ দেলোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রথম বার জিপিকে ৩.৫ লম্বা বাঁশ দিতে পেরে খুব মজা পাচ্ছি!!!!

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

অফিসের জিপি মডেমে ১জিবি প্যাকেজ একটিভ করতে হবে ১৩/১৪-০৮-১৩ হরতাল থাকার কারনে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার বন্ধ ছিল তাই বাধ্য হয়ে আজ ১৮-০৮-১৩ তারিখে টাকা রির্চাজ করার জন্য গেলাম কিন্তু অনেক ভিড় থাকায় অপেক্ষা করতে হলো প্রায় ৩০ মিনিট কারন মানি রিসিট অফিসে জমা দিতে হবে। আমাকে প্রশ্ন করলেন শারমিন নামের একজন কি করবেন আমি বল্লাম ১ জিবি প্যাকেজ দরকার তিনি আমার কাছ থেকে ৫০০ টাকার নোট খানা ছোঁমেড়ে নিয়ে ড্রয়ারে রাখলেন বল্লেন বসেন আমার পেট চোঁচোঁ করছে দুপুর ২:২০ সময়। কি আর করা নিজে এসে যখন ধরা দিয়ছি তাই বসলাম কিছুক্ষন প্রায় ২০ মিনিট পর উনি বল্লেন আপনার সীমে কি কোন প্যাকেজ চালু করা আছে আমি বললাম জী ১ জিবি উনি বললেন না কাজ করছেনা আপনি এক কাজ করুন লিখে পাঠান ৫০০০ আর এর পর পি৬ লিখে পাঠাবেন ৫০০০ এ তবে আপনার ‌১ জিবি সেট হয়ে যাবে। (আমি এই কর্ম ৩ বছর যাবৎ সাধন করিতেছি আর আমাকে ভূগোল বোঝানোর কোন দরকার নাই মনে মনে ভাবছি) আমার দরকার ৩৪৫ টাকার মানি রিসিট এটা পেলেই হয়। তারপর আরো ১০ মিনিট উনি ১ জিবি চালুর ব্যর্থ প্রচেষ্টা করে (কমশিন পাবেতাই) আমাকে মানি রিসিট দিলেন । আমি বললাম অবশিষ্ট টাকা ফেরত দেন তিনি প্রথমে আমাকে ১৫০ টাকা দিয়ে কাজে মননিবেশ করলেন আমি আবার বললাম আপু টাকা ফেরত দেন আমিতো ৫০৫ টাকা দিয়েছি উনি বললেন ঠিক আছে এবার উনি একটি ৫০ টাকার ও একটি ৫ টাকার নোট আমাকে দিলেন আমি বললাম আপু আমি ১০ টাকা পাব ৫৫ টাকা নয়। এরপর ৫৫ টাকা নিয়ে আমাকে ১০ টাকা দিলেন। আমি অবশ্য একটি রিকোয়েষ্ট করেছিলাম আপু মানি রিসিটে কি ব্যাকডেট অর্থ্যাৎ ১৩/০৮/১৩ করা যায় না। উনি বললেন না। আমি বললাম ঠিক আছে ধন্যবাদ!!!

এখন অফিসে এসে দেখি যে মডেমে ১০২৪ মেগাবাইট ও দেখাচ্ছে আবার ব্যালান্সে ৩৪৫ টাকা ও আছে কি মজা!!!!

জিপি কে বাঁশ দিতে পেরে খুশি!!!!! টাকা ফেরত চাইলে দিব যদি আপু আমার অফিসে এসে নিয়ে যায় কারন আমার অফিস আর কাষ্টমার কেয়ার রাস্তার এপার ওপার!!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

অর্ণব আর্ক বলেছেন: মিয়া ভাই আপনি কি জি.পি কে বাশ দিলেন নাকি আপুর দৃষ্টি আকর্ষনের জন্য বাশি বাজাইলেন। কাহিনী তো পুরাই প্যাচ খা্ওয়া মুনে হৈতছে। :'(

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

মোঃ দেলোয়ার হোসেন বলেছেন: ভাই আপুতো আজ পর্যন্ত এলোনা তাহলে প্যাচ খা্ওয়া মুনে হৈতছে কেমতে???

২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আপনি বাঁশ দিলেন কই? ওরা জাস্ট ভুল করেছে। আর ওটা আদৌ কোন বাঁশই না, এই ১জিবি দিতে ওদের খুব বেশি হলে ৭/৮ টাকা খরচ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.