নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়া দেলোয়ার

মোঃ দেলোয়ার হোসেন

ভবঘুরে ভাবতে পার,ভাবতে পার জীবনের কিছুটা রঙ ছড়ানো পুরানো ক্যানভাসমলিনতা তোমাকে অন্ধ করে দেয়,আমাকে জানা হয়তোবা তোমার কখনই হবে নাবেঁচে থেক বাঁচার মত করে,এই আশায় আমার ছায়া তোমাদের নিরবে এড়িয়ে যায়মধ্যরাতের বিবাগী আমি,আমার পথ কখনই কারো নয়... ... ... ...

মোঃ দেলোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

সাহায্য করুন!!!!!!!!!!!কৃতজ্ঞ থাকব!!!!!!!!!!

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

Please Help Me!!!!!!!!

ভাই আমার ল্যাপটপের একটি সমস্যা দেখা দিয়েছে। মনে করুন আমি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিচ্ছি আথবা ফেসবুক ব্যবহার করছি হটাৎ করে পেজ নিচে চলে আসে আবার Power point প্রেজেন্টেশনের ক্ষেত্রেও তাই হটাৎ শেষ স্লাইডে চলে আসে। এমন কি Windows Home Page শেষ আইকনটা সিলেক্ট হয়ে থাকে। মহা সমস্যায় পড়েছি। ভাবছিলাম কোন কি মনেহয় চাপ লেগে আছে বিশেষ করে End Key বা Down Arrow key বা Page Down Key, Ctrl or Alt or Tab, Enter, Shift, Numlok,Scroll, Break ইত্যাদি কিন্তু এই কি গুলো খুলে রেখে ও দেখেছি কোন কাজ হয়না যা তাই তবে সমস্যাটা সব সময় নয় মাঝে মাঝে এমন হয় বিশেষ করে যখন কাজের চাপ বেশি থাকে তখন। ল্যাপটপ বন্ধ করে সব Key গুলো চেপে দেখেছি কোন উপকার পাইনি। কোন বিশেষজ্ঞ ভাই যদি কোন সমাধান দিতেন তবে উপক্রত হতাম। কৃতজ্ঞ থাকব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

সকাল>সন্ধা বলেছেন: আপনি কি আভ্র দিয়ে বাংলা টাইপ করেন? এবং টেব কি ব্যবহার করেন? তাহলে সমস্যা হবার সময় অল্টার কি দুই বার প্রেস করে দেখুন কাজ হয় কিনা।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০০

বাসন্তি০০৭ বলেছেন: আপনার ল্যাপটপের কিবোর্ড টা খুলে, একটা USB কিবোর্ড লাগিয়ে দেখেন। যদি সমস্যা না হয়। তাহলে বুঝবেন আপনার ল্যাপ্টপ এর কিবোর্ড পরিবর্তন করা লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.