নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়া দেলোয়ার

মোঃ দেলোয়ার হোসেন

ভবঘুরে ভাবতে পার,ভাবতে পার জীবনের কিছুটা রঙ ছড়ানো পুরানো ক্যানভাসমলিনতা তোমাকে অন্ধ করে দেয়,আমাকে জানা হয়তোবা তোমার কখনই হবে নাবেঁচে থেক বাঁচার মত করে,এই আশায় আমার ছায়া তোমাদের নিরবে এড়িয়ে যায়মধ্যরাতের বিবাগী আমি,আমার পথ কখনই কারো নয়... ... ... ...

মোঃ দেলোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

সকালে রাসুল (সা:) এর প্রতি ভালোবাসার একটি ঘটনা শুনুন এবং দিনটি শুরু হক আল্লাহর রহমত দিয়ে।

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪

রাসুল (সাঃ) এর মৃত্যুর পরে বিলাল

(রাঃ) পালগপ্রায়

হয়ে গেছিলেন ।

এরপর তিনি দামেস্ক চলে যান ।

কিছুদিন পর তিনি রাসুল (সাঃ)

কে স্বপ্নে দেখলেন । রাসুল

(সাঃ)

তাকে বলছেন,

"আমাকে দেখতে যাও না কেন

বিলাল"??

স্বপ্ন দেখার পর দিনই বিলাল

(রাঃ)

মদিনায় রাসুলের রওযায়

চলে গেলেন ।

তাঁকে দেখে তো মক্কা আর

মদিনাবাসী অনেক খুশি হল ।

কারন

তাঁরা আবার তাঁর কন্ঠে সুমধুর

আযান

শুনতে পারবে!!

কিন্তু বিলাল (রাঃ) আযান

দিতে চাইলেন না ।

অবশেষে হাসান আর হোসেন

(রাঃ)

এর অনুরোধে তিনি আযান

দিতে উঠলেন কাবার উপর ।

তিনি আশহাদুআল্লাহইলা

হা পর্যন্ত

ঠিক ছিলেন । কিন্তু যখনই "

আশহাদুআন্নামুহাম্মাদার

রাসুলুল্লাহ

"বলতে গেলেন

সাথে সাথে বেহুঁশ

হয়ে গেলেন !!

হুঁশ ফিরলে তাঁকে বেহুঁশ হওয়ার

কারন

জিজ্ঞেস

করা হলে তিনি বললেন,

'যখন আমি রাসুলের (সাঃ) নাম

নিচ্ছিলাম তখন

আমি মিম্বারে রাসুলকে (সাঃ)

দেখতে পাইনি । আর এ দৃশ্য

আমি সহ্য

করতে পারি নি !!

এটাই হল রাসূলের প্রতি আসল

প্রেম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮

সত্য৭৮৬ বলেছেন: রাসূল (সাঃ) কে স্বচক্ষে দেখার সৌভাগ্য আমার হয়নি। তাই এটাই হল রাসূলের প্রতি আসল প্রেম কিনা তা আমি বলতে পারব না।

তবে তাঁর উপর যে মহান কিতাব অবতীর্ণ হয়েছে তা এখনও বর্তমান। তাই সেই ঐশী কিতাবকে সম্মানের সাথে জানা ও মানার জন্য চেষ্টা সাধনা করাই রাসূলের (সাঃ) প্রতি আমার প্রেম।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.